WPL 2023: আজ থেকে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লীগ। ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI-এর তত্ত্বাবধানে শুরু হয়েছিলো পুরুষদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট আইপিএল। এরপর কেটে গিয়েছে দেড় দশক। আকারে-বহরে ধীরে ধীরে মহীরুহে পরিণত হয়েছে আইপিএল। বিশ্ব ক্রিকেটের মানচিত্রে নিজের এক স্থায়ী জায়গা বানিয়ে নিয়েছে। খেলা আর বিনোদনের মাঝের সীমারেখা মুছে ক্রিকেটকে গ্ল্যামারের মোড়কে মুড়ে পৌঁছে দিয়েছে আমজনতার দরবারে।
আইপিএলের মাধ্যমে প্রচুর অর্থের বিনিয়োগও হয়েছে ক্রিকেটে। সব মিলিয়ে বলা চলে দেশে ক্রিকেটের প্রসারে একপ্রকার বিপ্লব এনেছে এই টুর্নামেন্ট। মেয়েদের ক্রিকেটেও সেই একই প্রভাব ফেলবে ডব্লুপিএল। এমনটাই আশা ক্রিকেট বিশেষজ্ঞদের। নিলামপর্ব, দলগঠন সেরে প্রস্তুত পাঁচ ফ্র্যাঞ্চাইজি। আজ কেবল বাইশ গজে বল পড়ার অপেক্ষা।
নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স (MIW) এবং গুজরাত জায়ান্টস (GGT)। প্রথম ম্যাচে নামার আগে নিজেদের স্কোয়াডে বড় পরিবর্তন করলো গুজরাত দল। চোট পাওয়া তারকাকে বাতিল করে সদ্য টি-২০ বিশ্বকাপ জেতা অস্ট্রেলীয় তারকা কিম গার্থকে (Kim Garth) সামিল করলো দলে।
চোটের কারণে ছিটকে গিয়েছেন তারকা ক্রিকেটার-

গত ১৩ ফেব্রুয়ারী বসেছিলো উইমেন্স প্রিমিয়ার লীগের নিলামের (WPL) আসর। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী পাঁচ দলের কাছেই সুযোগ ছিলো পছন্দের ক্রিকেটার বেছে নেওয়ার। ১২ কোটি টাকা পার্স ভ্যালু ছিলো তাঁদের। শক্তিশালী দল গড়তে কোনো ফ্র্যাঞ্চাইজিই কোনো কসুর রাখে নি নিলামে। ৩ কোটি ৪০ লাখ টাকার বিনিময়ে ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা’কে (Smriti Mandhana) দলে সামিল করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তিনিই প্রথম WPL নিলামে বিক্রিত সবচেয়ে দামী ক্রিকেটার।
এছাড়াও বিপুল অর্থ পান এলিস পেরী, ন্যাটালি স্কিভার-ব্রান্টের (Natalie Sciver-Brunt) মত আন্তর্জাতিক তারকারা। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর’কে (Harmanpreet Kaur) মুম্বই ইন্ডিয়ান্স দলে নেয় ১ কোটি ৮০ লাখ টাকার বিনিময়ে। আদানী গোষ্ঠীর মালিকানাধীন গুজরাত জায়ান্টসও (GGT) পিছিয়ে থাকে নি। অ্যাশলি গার্ডনারকে (Ashleigh Gardner) দলে নিতে ৩ কোটি ২০ লাখ টাকা খরচ করে তারা। অজি ওপেনার বেথ মুনিকেও (Beth Mooney) দলে নেয় গুজরাত। তিনিই এই মরসুমে গুজরাত জায়ান্টস দলের অধিনায়কত্ব করবেন।
৬০ লাখ টাকার বিনিময়ে গুজরাত দলে যোগ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের তারকা অলরাউন্ডার দিয়ান্দ্রা ডটিন (Deandra Dottin)। উইন্ডিজ দলের হয়ে ১২৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ২৭০০ রান করেছেন তিনি। নিয়েছেন ৬২ উইকেটও। ম্যাচ উইনার দিয়ান্দ্রাকে (Deandra Dottin) নিয়ে স্বপ্ন বুনেছিলো গুজরাত ফ্র্যাঞ্চাইজি। তবে দুর্ভাগ্যজনকভাবে টুর্নামেন্ট শুরুর আগে চোটের কবলে পড়েছেন তিনি। বাধ্য হয়েই বিকল্পের সন্ধান করতেই হয়েছে দলকে।
WPL শুরুর আগে বিশ্বচ্যাম্পিয়নকে দলে নিলো গুজরাত-

উইমেন্স প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচে আজ অর্থাৎ ৪ মার্চ মাঠে নামছে গুজরাত জায়ান্টস (GGT)। নবি মুম্বইয়ের মাঠে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স (MIW)। তারকা খেলোয়াড়ের ছিটকে যাওয়া অবশ্যই সমস্যায় ফেলেছে গুজরাত’কে। তবে বাইশ গজে বল পড়ার আগেই ডটিনের বিকল্প ঠিক করে ফেলেছে তারা।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে ষষ্ঠবারের জন্য মহিলাদের টি-২০ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। সেই বিশ্বজয়ী দলের এক সদস্যকে স্কোয়াডের অন্তর্ভুক্ত করেছে গুজরাত জায়ান্টস (GGT)। বেথ মুনি (Beth Mooney), অ্যাশলি গার্ডনারের মত অজি তারকারা রয়েছেন শিবিরে, গুজরাতে ক্যাঙারু কানেকশন আরেকটু বাড়িয়ে দলের সাথে যোগ দিচ্ছেন কিম গার্থ (Kim Garth)। গত বছর ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে তাঁর অভিষেক হয়। তবে বিশ্বকাপে একটি ম্যাচেও প্রথম একাদশে ছিলেন না তিনি।
দলবদল করেছেন কিম-

বর্তমানে অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেললেও কিম গার্থের বাইশ গযে হাতেখড়ি কিন্তু আয়ারল্যান্ড জার্সি গায়ে। আইরিশ দলের হয়ে মাত্র ১৪ বছর ১৭০ দিন বয়সে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখেন। আয়ারল্যান্ডের হয়ে টি-২০ বিশ্বকাপও খেলেছেন তিনি। পুরুষদের ক্রিকেটে এর আগে ডার্ক ন্যানেস’কে (Dirk Nannes) দেখা গিয়েছিলো নেদারল্যান্ডসের হয়ে খেলার পর অস্ট্রেলিয়ার জার্সি গায়ে চাপাতে। সম্প্রতি টিম ডেভিড’ও (Tim David) সিঙ্গাপুর ছেড়ে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়াতে। কিম গার্থের (Kim Garth) কেরিয়ারের কাহিনীও খানিকটা একই রকম।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur