WPL 2023: ২০০৮ সালে পথচলা শুরু করেছিলো ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI আয়োজিত আইপিএল। টি-২০ ক্রিকেটকে গোটা বিশ্বে জনপ্রিয় করে তোলার কৃতিত্ব অনেকটাই দাবী করতে পারে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। যত সময় এগিয়েছে জনপ্রিয়তাও বেড়েছে আইপিএলের। আজ বিশ্বের নামজাদা সব প্রতিযোগিতার সাথে একই তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের আইপিএল। পুরুষদের প্রতিযোগিতার দেড় দশক পর মেয়েদের ক্রিকেটেও আইপিএলের ধাঁচে ফ্র্যাঞ্চাইজি লীগ চালু করার পথে হাঁটছে ভারতীয় বোর্ড। পুরুষ ক্রিকেটে যেমন বিপ্লব এনেছিলো আইপিএল, মেয়েদের ক্রিকেটেও সেই একই ফলাফল আশা করছেন বিশেষজ্ঞরা। আবির্ভাবেই চমক দেওয়ার চিন্তাভাবনা রয়েছে ভারতীয় বোর্ডের। সেই কারণেই জাঁকজমকপূর্ণ একটি উদ্বোধনী অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে ভারতীয় বোর্ডের তরফে। মাঠে বল পড়ার আগে বিনোদনের মোড়কে দর্শকদের মুড়ে দিতে চাইছে বোর্ড। সরকারী কোনো ঘোষণা না হলেও মেয়েদের আইপিএলের (Women’s Premier League) প্রথম ম্যাচটিতে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আহমেদাবাদ এবং মুম্বই ফ্র্যাঞ্চাইজির। প্রথম ম্যাচটি হবে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী তিনটি মাঠে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। মুম্বইয়ের ব্র্যবোর্ণ রয়েছে তালিকায়। রয়েছে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামও। মুম্বইয়ের তৃতীয় স্টেডিয়ামটি ওয়াংখেড়ে। সেখানে ১৭ মার্চ ভারত বনাম অস্ট্রেলিয়া পুরুষদের ম্যাচ রয়েছে। পাশাপাশি পয়লা এপ্রিল থেকে চালু হচ্ছে পুরুষদের আইপিএল। তাই ১৭ মার্চের পর ওয়াংখেড়েতে মেয়েদের ম্যাচ হওয়া বেশ দুষ্কর।
৪ মার্চ থেকে শুরু হবে WPL 2023-
আগামী ৪ মার্চ মুম্বই এবং আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মধ্যে উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) প্রথম ম্যাচটি হওয়ার সম্ভাবনা। ফিরতি লেগে এই দুই প্রতিপক্ষ আবার মুখোমুখি হতে পারে ১৪ মার্চ। ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই যে খসড়া তৈরি করেছে, তা অনুযায়ী ৫ মার্চ অর্থাৎ রবিবার একই দিনে দু’টি ম্যাচ আয়োজন করা হতে পারে। সিসিআই ব্র্যাবোর্ণ স্টেডিয়ামে প্রথম ম্যাচটি হতে পারে ব্যাঙ্গালোর ও দিল্লীর মধ্যে। আর দ্বিতীয় ম্যাচে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মাঠে নামতে দেখা যেতে পারে আহমেদাবাদ এবং লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি দলকে। এই খেলাটি হবে নৈশালোকে।
প্লে-অফে খেলবে ৩ দল-
ছেলেদের আইপিএল টুর্নামেন্ট শুরু হয়েছিলো ৮টি দল নিয়ে। বর্তমানে প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি দল। তবে মেয়েদের লীগে প্রথম বছর দলের সংখ্যা ৫। দরপত্র খতিয়ে দেখে আহমেদাবাদ, লক্ষ্ণৌ, বেঙ্গালুরু, দিল্লী এবং মুম্বইকে প্রথম সংস্করণের জন্য বেছে নেওয়া হয়েছে। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির জন্য সবোর্চ্চ অর্থ খরচ করেছে আদানী গোষ্ঠী। দিল্লী ক্যাপিটালস (DC) দলের অধীনেই থাকছে উইমেন্স প্রিমিয়ার লীগের দিল্লী দল। একই পথে হেঁটে মুম্বই ও বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিজেদের হাতে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। লক্ষ্ণৌ দলের মালিকানা থাকছে ক্যাপ্রি গ্লোবাল গোষ্ঠীর হাতে। কলকাতা ফ্র্যাঞ্চাইজির জন্য নাইট রাইডার্স (KKR) দল দরপত্র জমা দিলেও প্রথম মরসুমে শিকে ছেঁড়ে নি তাদের ভাগ্যে। লীগপর্বে ২২টি ম্যাচ খেলবে দলগুলি। ২২ ম্যাচের মধ্যে ৫ দিনের বিরতি থাকবে। মার্চ মাসের ১৭,১৯,২২,২৩ এবং ২৫ তারিখ কোনো ম্যাচ খেলা হবে না। ৫ দলের এই টুর্নামেন্টের লীগ পর্বের পর প্লে-অফ খেলবে ৩ দল। এলিমিনেটর ম্যাচটি হবে ২৪ তারিখ ব্র্যাবোর্ণ স্টেডিয়ামে। আর প্রতিযোগিতার ফাইনাল হবে ২৬ মার্চ।
চুক্তিপত্রে সই সম্পন্ন করলেন দলমালিকেরা-
গত ৩ ফেব্রুয়ারী সরকারীভাবে চুক্তিপত্রে সই করেছে ৫ দলের মালিকেরা। ভারতীয় বোর্ডের আমন্ত্রণে এই দিন সইপর্ব সেরে নেন তারা। শেষ মুহূর্তে প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বেঁকে বসবেন না দলগুলি, এই মর্মে সই করানো হয়েছে চুক্তিপত্র। এর ফলে প্রতিযোগিতার সূচীতে শেষ মুহূর্তে আর বদল আনতে হবে না বিসিসিআই’কে। প্রথম খেলাটিকে আহমেদাবাদ বনাম মুম্বই ম্যাচের পাশাপাশি ভারতের দুই ধনীতম ব্যক্তির লড়াই হিসেবেও দেখছে ক্রিকেট মহল। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক গৌতম আদানী (Gautam Adani) এবং মুম্বই দলের মালিক মুকেশ আম্বানীর (Mukesh Ambani)। দুই ধনীর লড়াইতে কে জেতেন তা দেখতে মুখিয়ে ক্রিকেটদুনিয়া। আদানী ও আম্বানী খেলার মাঠে মুখোমুখি হয়েছেন এর আগেও। সংযুক্ত আরব আমিরশাহীতে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার লীগ প্রতিযোগিতায় ২৭ জানুয়ারী আদানীর গালফ জায়ান্টের বিরুদ্ধে ম্যাচ ছিলো আম্বানীর এম আই এমিরেটস দলের। বৃষ্টিতে সেই ম্যাচ ভেস্তে যায়। ১ ফেব্রুয়ারী ফিরতি ম্যাচে গাল্ফ জায়ান্টস ৫ উইকেটে হারিয়েছিলো আম্বানীর এম আই’কে।
WPL 2023-এর গুরুত্বপূর্ণ তথ্যাবলী-
- মুকেশ আম্বানীর মুম্বই দল এবং গৌতম আদানীর আহমেদাবাদ দলের মধ্যে হবে প্রথম ম্যাচ। ৪ মার্চ ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে এই ম্যাচ হতে পারে।
- WPL-এ গ্রুপ স্টেজে প্রতিটি দল একে অন্যের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে।
- আহমেদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে প্রথম ম্যাচটি ৪ মার্চ এবং দ্বিতীয় ম্যাচটি হবে ১৪ মার্চ।
- প্রতিযোগিতায় একটিমাত্র এলিমিনেটর ম্যাচ হবে। লীগ পর্বের শেষে তালিকায় শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
- ২৪ মার্চ এলিমিনেটর ম্যাচটি হবে। আর প্রতিযোগিতার ফাইনাল হবে আগামী ২৬ মার্চ।