WPL 2023: পুরুষদের ক্রিকেটে বিপ্লব এনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএল। একই পথে হেঁটে ছেলেদের প্রতিযোগিতার দেড় দশক পর মেয়দের ক্রিকেটেও আইপিএলের ধাঁচে ফ্র্যাঞ্চাইজি লীগ নিয়ে আসতে চলেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে যে প্রথম বছর প্রতিযোগিতায় অংশ নেবে পাঁচটি দল। ছেলেদের পাশাপাশি মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লীগেও দল নামাতে চলেছে দিল্লী ক্যাপিটালস (DC), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এছাড়াও আদানী গোষ্ঠীর গুজরাত জায়ান্টস (GG) এবং কেপ্রি গ্লোবাল সংস্থার অধীনে থাকা ইউপি ওয়ারিয়ার্সও (UPW) অংশ নেবে প্রতিযোগিতায়। মেয়েদের আইপিএল,যার পোশাকি নাম ঠিক হয়েছে উইমেন্স প্রিমিয়ার লীগ, সেখানেও রয়েছে নিলাম পর্ব। পছন্দের ক্রিকেটারদের দলে নিতে বিপুল অর্থ খরচ করতে পিছপা হচ্ছেন না ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে আজ অর্থাৎ ১৩ ফেব্রুয়ারী বসেছে এই নিলামের আসর। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলে নাম লেখালেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। এখনও অব্দি সর্বোচ্চ মূল্য পেয়েছেন তিনিই। আজকের নিলামে এখনও অব্দি মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ভারতের মেয়েরাই। তরুণ প্রতিভাদের ওপর বড় অর্থ বিনিয়োগ করার পথে হাঁটছে দলগুলো,। গতকালই পাকিস্তানের বিপক্ষে টি-২০ বিশ্বকাপে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন জেমাইমা রড্রিগেস (Jemimah Rodrigues)। দীর্ঘ নিলামযুদ্ধ শেষে বছর বাইশের তরুণীকে দলে নিলো দিল্লী ক্যাপিটালস (DC)।
ভারতকে জয় এনে দিয়েছিলেন জেমাইমা-
গতকাল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের মাঠে পাকিস্তানের মাঠে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতের মহিলা দল। কিছুদিন আগেই অনূর্দ্ধ-১৯ দলের মেয়েরা ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিলেন। সেই একই কৃতিত্ব অর্জন করতে বদ্ধপরিকর সিনিয়র দলের মেয়েরাও। প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৪৯ রান। ৫৫ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তাদের অধিনায়ক বিসমা মারুফ (Bisma Maruf)। জবাবে ব্যাট করতে নেমে এক সময় ২৮ বলে ৪৮ রান বাকি ছিলো ভারতের মেয়েদের। শেফালী ভার্মা (Shafali Verma), হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) মত মারকুটে ব্যাটাররা সাজঘরে ফিরে গিয়েছিলেন। পাকিস্তান বোলারদের সামনে ভারতের জয় অনিশ্চিত দেখাচ্ছিলো তখন। অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রিচা ঘোষকে (Richa Ghosh) সাথে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন জেমাইমা (Jemimah Rodrigues)। সঠিক সময় রান গতি বাড়ান তিনি। ৮ টি চারের সাহায্যে ৩৮ বলে ৫৩ রান করে শেষ অব্দি অপরাজিত থাকেন মুম্বইয়ের তরুণী। জেমাইমা’র ব্যাটেই পাক বধের স্বাদ পায় ভারত। অপর প্রান্তে ২০ বলে ৩১* রান করে তাঁর সাথে যোগ্য সঙ্গত করেন বাংলার রিচাও। আজ নিলামের টেবিলে যখন বসেছিলেন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা, তখন নিশ্চয়ই গতকালের ইনিংসের কথা মাথায় ছিলো তাঁদের। তার প্রতিফলন দেখা গেলো জেমাইমা’র নাম অকশনার মল্লিকা সাগর উচ্চারণ করতেই।
WPL নিলামে বাজিমাত করলেন জেমাইমা-
ভারতীয় দলের হয়ে টি-২০ তে বেশ সফল তিনি। কেরিয়ারে ৬৬ ইনিংসে ৩০.৭২ ব্যাটিং গড়ে করেছেন ১৬২৮ রান। রয়েছে ১০ টি অর্ধশতকও। পাশাপাশি সদ্যই পাকিস্তানের বিরুদ্ধে কঠিন ম্যাচে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। জেমাইমা রড্রিগেসের (Jemimah Rodrigues) মূল্য যে আকাশ ছোঁবে তা অনুমান করেই ছিলেন বিশেষজ্ঞ’রা। নিলামের টেবিল সেই অনুমানকেই বাস্তবে পর্যবসিত করলো। ৫০ লাখ টাকার রিজার্ভ প্রাইস ছিলো জেমাইমা’র। তাঁর নাম ডাকার কয়েক মুহূর্তের মধ্যেই রিজার্ভ প্রাইসের দ্বিগুণ মূল্য অর্থাৎ ১ কোটির গণ্ডী ছাড়িয়ে যান তিনি। ইউপি ওয়ারিয়ার্স (UPW) ও দিল্লী ক্যাপিটালসের (DC) মধ্যে চলছিলো প্রাথমিক লড়াই। শুরু থেকেই জেমাইমা’কে দলে নেওয়ার ব্যাপারে মরিয়া ছিলেন দিল্লী কর্মকর্তারা। ১ কোটি ৪০ লাখের পর আর নিলামে অংশ নেন নি ইউপি দলের কর্মকর্তারা। তবে দিল্লীর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন নীতা আম্বানী,আকাশ আম্বানীরা। নিলাম যুদ্ধে যোগ দেয় মুম্বই ইন্ডিয়ান্স (MI)। মুম্বইয়ের তরুণীকে দলে নিতে উঠে পড়ে লাগে মুম্বই ফ্র্যাঞ্চাইজিও। কিন্ত জেমাইমা থেকে তাঁদের লক্ষ্য যে সরছে না তা বুঝিয়ে দেন পার্থ জিন্দাল’রা। শেষ অব্দি তীব্র লড়াইয়ের পড় ২ কোটি ২০ লাখ টাকায় অর্থাৎ রিজার্ভ প্রাইসের চার গুণেরও বেশী দামে দিল্লী (DC) দলের সাথে যুক্ত হলেন জেমাইমা (Jemimah Rodrigues)। সতীর্থদের আদরের ‘জেমি’ দিল্লীর জার্সিতে ট্রফি জিততে পারবেন কিনা, সেই দিকেই তাকিয়ে অনুরাগীরা।
Read More: আইপিএল শুরুর আগে RCB পেল নতুন অধিনায়ক, দলকে জেতাবেন প্রথমবার ট্রফি !!