এই প্রথমবার আয়োজিত হতে চলেছে মহিলাদের আইপিএল (WPL 2023)। আর সেটাকে কেন্দ্র করেই সোমবার জমে উঠেছে তার নিলাম। এ দিনের এই নিলামের জন্য ১৫২৫ জন খেলোয়াড় নাম লেখালেও. এর মধ্যে ৪০৯ জন খেলোয়াড় নিলামে বিডিংয়ের জন্য বাছাই করা হয়েছে। ৫টি ফ্র্যাঞ্চাইজি এই খেলোয়াড়দের উপর অর্থ বর্ষণ করছে। মোট ৯০টা জায়গার জন্য খেলোয়াড় নেওয়া হবে। পাঁচজন খেলোয়াড়েরই নিলামে খরচ করার জন্য প্রতিটা দলের হাতে কোটি টাকা করে রয়েছে। নিলামে, ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা, দুর্দান্ত ক্রিকেটার দীপ্তি শর্মা অধিনায়ক হরমনপ্রীত কৌরকে তাদের দলে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি প্রচুর টাকা খরচ করেছেন। তবে শুধু ভারতীয় ক্রিকেটাররাই নয়, এই নিলাম থেকে প্রচুর আয় করছেন বিদেশি খেলোয়াড়রা। এ দিনের নিলামের পর্বেও থামলো না অর্থের বৃষ্টি। কোটি টাকার গণ্ডী পেরোলেন অনেকজন ক্রিকেটার।
সোফিয়া ডাঙ্কলি-
দল- গুজরাট জায়েন্টস
দর পেলেন- ৬০ লাখ
বেস প্রাইস- ৩০ লাখ
অ্যানাবেল সাদারল্যান্ড
দল- গুজরাট জায়েন্টস
দর পেলেন- ৭০ লাখ
বেস প্রাইস- ৩০ লাখ
হারলিন দেওল
দল- গুজরাট জায়েন্টস
দর পেলেন- ৪০ লাখ
বেস প্রাইস- ৪০ লাখ
পূজা ভস্ত্রকার
দল- মুম্বাই ইন্ডিয়ান্স
দর পেলেন- ১.৯ কোটি
বেস প্রাইস- ৫০ লাখ
দিয়ান্দ্রা ডটিন
দল- গুজরাট জায়েন্টস
দর পেলেন- ৭০ লাখ
বেস প্রাইস- ৫০ লাখ
ইয়াস্তিকা ভাটিয়া
দল- মুম্বাই ইন্ডিয়ান্স
দর পেলেন- ১.৫০ কোটি
বেস প্রাইস- ৩০ লাখ
রিচা ঘোষ
দল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
দর পেলেন- ১.৯০ কোটি
বেস প্রাইস- ৫০ লাখ