পাকিস্তানের মাটিতে শীঘ্রই ফিরতে চলেছে আন্ত্রজাতিক ক্রিকেট। এবছরের শেষের দিকে নভেম্বরে তিনটি টি-২০ ম্য়াচের আয়োজন করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবকটি ম্য়াচ পাক পাঞ্জাব প্রদেশের লাহোরে খেলা হবে। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্য়াচগুলিতে অংশ নিতে চলা প্রতিপক্ষ দলের নাম ওয়ার্ড্চ ইলেভেন। সাতটি দেশের ক্রিকেটার এই দলে অংশ নিচ্ছেন। আর এই টুর্নামেন্ট আয়োজনের সব খরচ সামলাবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ইন্টারন্য়াশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত জুনে আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফিতে চ্য়াম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে পাকিস্তানের মাটিকে ফের আন্তর্জাতিক ক্রিকেট মূল স্রোতে ফেরার সুযোগ দিচ্ছে আইসিসি।
পিসিবি’র নবনিযুক্ত চেয়ারম্য়ান নজম শেঠির বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইলেভেন টিমের স্কোয়াড ঘোযণা করেছেন। পূর্বপরিকল্পনা মতো সাতটি দেশের ক্রিকেটাররা এতে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী সাতটি দেশ হলো – দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবোয়ে, আফগানিস্তান। এক সাংবাদিক সম্মেলনে এই দল ঘোষণা করেন পিসিবি’র চেয়ারম্য়ান। ভারত তাদের কোনও ক্রিকেটারকে এই টুর্নামেন্টে পাঠাচ্ছে না। আইসিসি পরিচালিত টুর্নামেন্টে পাকিস্তানের মুখোমুখি হলেও, এই টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করবে না আগেই জানিয়ে দিয়েছিল। কারণ, টুর্নামেন্টের সমস্ত খরচ আইসিসি বহন করলেও এই টুর্নামেন্টের উদ্য়োক্তা পাকিস্তান। আর এর উদ্দেশ্য়ও পাকিস্তান ক্রিকেটের স্বার্থের সঙ্গে জড়িত।
ওয়ার্ল্ড ইলেভেন স্কোয়াড বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্য়ান্ডি ফ্লাওয়ারের ওপর। এই দলের কোচ হিসেবেও তাঁকেই নিয়োগ করা হয়েছে। দলের তারকা ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ফা দু প্লেসি এবং ওয়েস্ট ইন্ডিজের ডারেন স্য়ামি। গতকালই দক্ষিণ আফ্রিকা দলের তিন ধরনের ফরম্য়াটেই অধিনায়ক ঘোষণা করে হয়েছে। প্রোটিয়াদের নতুন অধিনায়ককেই ওয়ার্ল্ড ইলেভেন অধিনায়ক বেছে নিয়েছেন অ্য়ান্ডি। অধিনায়ক নির্বাচিত হওয়ার পর দু প্লেসি বলেন, ”লাহোরে এই প্রথমবার যাবো। পাকিস্তানের মাটিতে ফের ক্রিকেট শুরু হতে চলেছে। আর তাতে অংশ নেওয়ার জন্য় আমি উৎসাহী।” এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তারকা খচিত এই দলে অবশ্য় মূল আকর্ষণ স্য়ামি। পাকিস্তানে বেশ জনপ্রিয় এই ক্য়ারিবিয়ান ক্রিকেটার। টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানের মাটিতে পা রাখার আগে আরব আমির শাহির দুবাইতে এক সপ্তাহ অনুশীলন করবে ওয়ার্ল্ড ইলেভেন টিমের ক্রিকেটাররা।
দুবার বিশ্বকাপ জয়ী অধিনায়কও আছেন এই দলে

ওয়ার্ল্ড ইলেভেন স্কোয়াড : ফা দু প্লেসি (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), স্য়ামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), জর্জ বেইলি (অস্ট্রেলিয়া), বেন কাটিং (অস্ট্রেলিয়া), গ্রান্ট ইলিয়ট (নিউজিল্য়ান্ড), তামিম ইকবাল (বাংলাদেশ), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), মর্নি মর্কেল (দক্ষিণ আফ্রিকা), টিম পেইন (উইকেট রক্ষক, অস্ট্রেলিয়া), তিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও ডারেন স্য়ামি (ওয়েস্ট ইন্ডিজ)।