সোমবার কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবকে ভারতীয় পেশাদার গল্ফ ট্যুর (পিজিটিআই) বোর্ডের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পিজিটিআই এই তথ্য জানিয়েছিল। ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব বলেছেন যে, তিনি দেশের গল্ফের উন্নয়নে কাজ করবেন। কপিল জানিয়েছেন, “আমাকে বোর্ডের সদস্য করার জন্য আমি পিজিটিআইকে ধন্যবাদ জানাতে চাই।”
তিনি আরও বলেছেন, “আমি পিজিটিআইয়ের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গল্ফকে খেলাধুলা হিসাবে প্রচার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।” এদিকে দিল্লি-এনসিআর ওপেন গল্ফ চ্যাম্পিয়নশিপ ২০২১ যৌথভাবে নোয়াডের টাটা স্টিল পিজিটিআই এবং প্রমিথিউস স্কুল পরিচালনা করবে। মঙ্গলবার থেকে গুরুগ্রামের গোল্ডেন গ্রিনস গল্ফ ক্লাবে এই টুর্নামেন্টটি খেলবে।
প্রো-ইম ইভেন্টটি আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে। টোকিও অলিম্পিকের যোগ্যতার জন্য এখন তিন মাসের বেশি সময় বাকি রয়েছে, যার কাট অফের তারিখ আগামী ২১ জুন। রশিদ খান (৩০৬), উদয়ন মনে (৩১৭), করণদীপ কোচর (৩৪৮) এবং চিকারঙ্গাপ্পা (৩৯৯) বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় চার ভারতীয় গলফার। গত অক্টোবরে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালেই ভর্তি হয়েছিলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। সেখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। এখন অবশ্য সুস্থই আছে তিনি। ফিট অবস্থাতেও যে কোনও রকম দায়িত্ব নিতে তৈরি।
![এই খেলার বোর্ড সদস্য হলেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব, বললেন "আমি আমার সেরাটা দেব " 4 এই খেলার বোর্ড সদস্য হলেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব, বললেন "আমি আমার সেরাটা দেব " 4](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2018/06/kapil.jpg)
কয়েকদিন আগে কোভিড- ১৯ ভ্যাকসিনের প্রথম ডোজও নেন কপিল। নিজেই টুইট করে জানিয়েছিলেন সেই কথা। ভারতের এই কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব ১৩১ টি টেস্ট ও ২২৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে ৮ টি সেঞ্চুরি ও ২৭ টি অর্ধশতরান-সহ ৫২৪৮ রান রয়েছে তাঁর ঝুলিতে। উইকেট নিয়েছেন ৪৩৪ টি। ওয়ান ডে ক্রিকেটে ১ টি শতরান ও ১৪ টি অর্ধশতরান-সহ ৩৭৮৩ রান করেছেন কপিল, সঙ্গে রয়েছে ২৫৩ টি উইকেটও।