World Cup 2023: অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। তারপরেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনাল ম্যাচে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ১৯৮৩, ২০০৩ এবং ২০১১-এর পর চতুর্থ বার ফাইনালে পা রেখেছে টিম ইন্ডিয়া। খেতাবী লড়াইতে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তাদের সমীহ না করে উপায় নেই। গ্রুপ পর্বের খেলায় ভারতের বিরুদ্ধে হেরেই অভিযান শুরু করেছিলো তারা। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সাফল্যের মুখ দেখেন নি প্যাট কামিন্স (Pat Cummins), গ্লেন ম্যাক্সওয়েলরা (Glenn Maxwell)। কিন্তু তৃতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা। শেষ চারের লড়াইতে ইডেন গার্ডেন্সে প্রোটিয়াদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। বড় মঞ্চে স্নায়ুর চাপ ধরে রাখার অশেষ ক্ষমতা ফাইনালের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে অস্ট্রেলিয়াকে।
ইতিপূর্বে ১৯৮৩ এবং ২০১১ সালে বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারত। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেই হয়েছে স্বপ্নভঙ্গ। কুড়ি বছর পর সেই অজিদের বিপক্ষে জিতে তৃতীয় খেতাব ঘরে তুলতে চান রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। আইসিসি প্রতিযোগিতায় ভারতের বরাবরের শক্ত গাঁট নিউজিল্যান্ড। সেমিফাইনালে তাদের ৭০ রানের ব্যবধানে পর্যুদস্ত করেই ফাইনালে পা রেখেছে তারা। গোটা টুর্নামেন্ট জুড়েই বড় রান করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার’রা। বল হাতেও অনবদ্য পারফর্ম্যান্স করেছেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ। ফিল্ডিং-এ নজর কাড়ছেন রবীন্দ্র জাদেজারা। টানা দশ ম্যাচ চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) অপরাজিত রয়েছে টিম ইন্ডিয়া। এই ছন্দ যদি রবিবারও তারা ধরে রাখতে পারে, তাহলে তৃতীয় বিশ্বখেতাব হতে পারে কেবল সময়ের অপেক্ষা।
Read More: World Cup 2023: ফাইনালেও ভারত-পাক ম্যাচের পুনরাবৃত্তি? আহমেদাবাদের পিচ নিয়ে জোর চর্চা ক্রিকেটমহলে !!
টস বিতর্কে সিকান্দার বখতকে কটাক্ষ জাফরের-

কোহলি-আইয়ার-শামি’দের অনবদ্য পারফর্ম্যান্সকে যখন কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটদুনিয়া, তখন অন্তর্ঘাত খুঁজে পেলেন পাক প্রাক্তনী সিকান্দার বখত (Sikander Bakht)। তাঁর মতে টসের সময় কারচুপি করেই নাকি সাফল্য পাচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। দিন কয়েক আগে আরেক পাক প্রাক্তনী হাসান রাজা বলেছিলেন ভারতকে নাকি আইসিসি বিশেষ বল দিচ্ছে, যা অধিক স্যুইং করে। সেই কারণেই সাফল্য পাচ্ছেন মহম্মদ শামি (Mohammed Shami) , জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj) সেই হাস্যকর মন্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের রেশ কাটার আগেই নতুন মন্তব্য সিকান্দার বখতের বক্তব্য নিয়ে।
পাকিস্তানের হয়ে ২৬ টেস্ট এবং ২৭ ওডিআই খেলেছেন সিকান্দার বখত (Sikander Bakht)। অবসরের পর টেলিভিশন চ্যানেলের বিশ্লেষক হিসেবে কাজ করছেন বর্তমানে। আচমকাই তিনি বলে বসেন, “(টসের সময়) রোহিত শর্মা কয়েনটা অনেকখানি দূরে ছুঁড়ে দেন। প্রতিপক্ষ অধিনায়ক অত দূরে গিয়ে আর দেখেন না আদৌ সঠিক সিদ্ধান্ত দেওয়া হলো নাকি হলো না। এটার কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে?” নিজের দেশের ক্রিকেট কিংবদন্তিদের পাশে পান নি সিকান্দর বখত। এক জনপ্রিয় টেলিভিশন শো’তে এসে ওয়াসিম আক্রম (Wasim Akram) এই মন্তব্যকে তুলোধোনা করেন। বলেন, ‘এতে পাকিস্তানেরই নাম খারাপ হয়।’ আক্রমকে সমর্থন জানিয়েছিলেন শোয়েব মালিক, মিসবাহ উল হক’রা।
এবার ভারতীয় প্রাক্তনী ওয়াসিম জাফরকেও (Wasim Jaffer) দেখা গেলো টস বিতর্ক নিয়ে মুখ খুলতে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সাবলীল জাফর। ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মজা করতে ভালোবাসেন তিনি। স্বকীয় ভঙ্গিতেই সিকান্দার বখতের (Sikander Bakht) মন্তব্যকেও বিঁধেছেন তিনি। একটি ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন জাফর (Wasim Jaffer)। সেখানে দেখা যাচ্ছে একটি ক্রিকেট ম্যাচে টসের জন্য প্রস্তুত দুই অধিনায়ক। ম্যাচ রেফারীর নির্দেশ পাওয়ার পর এক অধিনায়ক বল ছোঁড়ার মত করে টসের কয়েনও উপরের দিকে ছুঁড়ে দেন। তা বেশ খানিকটা দূরে গিয়ে পড়ে। সাথে জাফর মন্তব্য জুড়ে দেন, “আশা করি আগামীকাল রোহিত শর্মা এমন কিছু করবেন এবং যত ভিত্তিহীন তত্ত্বগুলোকে নিয়ে ঠাট্টা করবেন।” কটাক্ষের ইঙ্গিত যে সিকান্দার বখতের দিকেই, তা জাফরের পোস্ট থেকেই পরিষ্কার।
দেখুন সেই ট্যুইটার পোস্ট-
Hope @ImRo45 does this at the toss tomorrow just to make fun of all the baseless theorists 😂 #INDvAUS #CWC2023Final pic.twitter.com/M8npYpQrPn
— Wasim Jaffer (@WasimJaffer14) November 18, 2023
Also Read: World Cup 2023: চক দে’র ‘কবির খান’ হবেন রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়াকে হারিয়ে করবেন প্রায়শ্চিত্ত !!