World Cup 2023: গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২০২৩-এর বিশ্বকাপটা (ICC World Cup 2023) এখনও অবধি ভালো কাটে নি। দশ দলের লীগ তালিকায় তাদের বর্তমান অবস্থান আট নম্বরে। পিছনে কেবল বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। ইংল্যান্ডের সাথে ডাচ এবং টাইগার্স শিবিরের পয়েন্টের ফারাক নেই কোনো। নেট রান রেটের বদান্যতায় কেবল খানিক এগিয়ে রয়েছেন জস বাটলার’রা (Jos Buttler)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিলো ইংল্যান্ড। এরপর বাংলাদেশকে হারিয়ে লড়াইতে ফেরার ইঙ্গিত দিয়েছিলো তারা। তবে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দুই ম্যাচে নাস্তানাবুদ হয়ে সেমিফাইনালের স্বপ্ন প্রায় চূর্ণবিচূর্ণ হওয়ার পথে জো রুট (Joe Root), জনি বেয়ারেস্টোদের।
চার ম্যাচে তিন হার এবং মাত্র দুই পয়েন্ট সঙ্গে করে অস্তিত্বরক্ষার লড়াইতে আজ ইংল্যান্ড। বেঙ্গালুরুতে আজ তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গত ম্যাচে দলে আমূল বদল করে মাঠে নেমেছিলো বাটলার-বাহিনী। স্যাম কারান (Sam Curran), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকসদের মত অলরাউন্ডারদের ছেঁটে ফেলে বিশেষজ্ঞ ব্যাটার এবং বিশেষজ্ঞ বোলারদের সুযোগ দেওয়ার পথে হেঁটেছিলেন কোচ ম্যাথু মট। বিশেষ কাজে আসে নি সেই স্ট্র্যাটেজি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খড়কুটোর মত উড়ে গিয়েছে ইংল্যান্ড। আজ লঙ্কা বাহিনীর বিরুদ্ধে তাদের টিম ম্যানেজমেন্ট কি ভাবনা নিয়ে একাদশ সাজায় লক্ষ্য থাকবে সেইদিকে। তবে কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কাদের মোকাবিলা করার আগে চাপ বেড়েছে ইংল্যান্ড শিবিরে। আগেই আঙুলের চোটে ছিটকে গিয়েছিলেন রিস টপলি, শোনা যাচ্ছে ম্যাচে খেলতে পারবেন না বেন স্টোকস’ও (Ben Stokes)।
Read More: World Cup 2023: অস্ট্রেলিয়া জিততে কপাল পুড়লো পাকিস্তানের, এই সমীকরণে ছিটকে গেল বিশ্বকাপ থেকে !!
অসুস্থ স্টোকস? বেঙ্গালুরুতে থাকতে পারেন বিশ্রামে-

২০১৯-এর বিশ্বকাপে (ICC World Cup) ইংল্যান্ডের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন বেন স্টোকস (Ben Stokes)। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম্যান্স করেছিলেন তিনি। ফাইনালে যখন রান তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছিলো ইংল্যান্ড দল, তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন স্টোকসই’। তাঁর অনবদ্য ৮৪ রানের ইনিংস ম্যাচ টাই করতে সাহায্য করেছিলো। পরে সুপার ওভার এবং বিতর্কিত ‘বাউন্ডারি কাউন্ট’ নিয়মে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। গত বছর একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বেন স্টোকস (Ben Stokes)। মন দিয়েছিলেন কেবল টেস্ট এবং টি-২০তে।
কুড়ি-বিশের খেলায় দেশকে বিশ্বকাপ দিয়েছেন, লাল বলের ফর্ম্যাটে হয়েছেন অধিনায়ক, কিন্তু পঞ্চাশ ওভারের ক্রিকেটে দীর্ঘ সময় মাঠে নামেন নি স্টোকস। ছবিটা বদলায় ২০২৩ বিশ্বকাপের ঠিক আগে। ক্রিকেটের ‘মেগা টুর্নামেন্ট’-এর কথা মাথায় রেখেই অধিনায়ক বাটলার (Jos Buttler) তাঁকে রাজী করান প্রত্যাবর্তনের জন্য।বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে একদিনের ক্রিকেটে ফিরেছিলেন স্টোকস (Ben Stokes)। বেশ ভালো ফর্মে ব্যাট করেন। একটি অর্ধশতক করেছিলেন, এমনকি একটি ১৮২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলতেও দেখা যায় তাঁকে। আরও একবার বিশ্বকাপ মাতাবেন তিনি, মনে করা হয়েছিলো এমনটাই।
তবে বাস্তবে সেই ছবি দেখা যায় নি। চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচ খেলতেই পারেন নি। দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে ফিরলেও বোলিং করতে পারেন নি কোমরের সমস্যার কারণে। ব্যাট হাতেও করেন মাত্র ৫। এক ম্যাচ খেলেই ফের ছিটকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তাঁকে ঘিরে। বেঙ্গালুরুতে অনুশীলন চলাকালীন স্টোকসকে (Ben Stokes) দেখা গিয়েছে একটি ইনহেলার ব্যবহার করতে। ইংল্যান্ড অলরাউন্ডার কি হাঁপানির সমস্যায় ভুগছেন? উঠেছে প্রশ্ন। ইনহেলার ব্যবহার করে তিনি ১০০ ওভারের ক্রিকেটের ধকল নিতে পারবেন না বলেই মত বিশেষজ্ঞদের। সেই ক্ষেত্রে স্টোকসকে সাজঘরে রেখেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে হবে ইংল্যান্ডকে।
দুষণকে দুষছে ইংল্যান্ড শিবির-

বিশ্বকাপে (ICC World Cup 2023) হতশ্রী পারফর্ম্যান্সের ব্যাখ্যা দিতে গিয়ে অদ্ভুত যুক্তি দিতে শোনা গেলো ইংল্যান্ড তারকা জো রুট’কে (Joe Root)। ভারতের বায়ুদূষণ নাকি ভালো ক্রিকেট খেলতে বাধা দিচ্ছে তাঁদের, সাংবাদিক সম্মেলনে এমন কথাই বলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২৯ রানের বিশাল হারের পর রুট (Joe Root) জানান, “আমি এর থেকেও উষ্ণ এবং আর্দ্র পরিবেশে ক্রিকেট খেলেছি, কিন্তু এমন পরিস্থিতির শিকার কখনও হই নি। মনে হচ্ছিলো যেন নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না। এমন আগে কখনও হয় নি। (হেনরিখ) ক্লাসেনের সমস্যা হচ্ছিলো। রানে আপে ফেরার সময় আদিল রশিদের শ্বাসকষ্ট হচ্ছিলো। আমি জানি না এটা বায়ুদূর্ষণের জন্য কিনা, কিন্তু এমন আবছা দিন আগে দেখি নি।”
নিজের মন্তব্যের স্বপক্ষে পরিসংখ্যানও তুলে ধরতে দেখা গিয়েছে জো রুট’কে। তিনি বলেন, “মুম্বইয়ের বাতাসের মান সম্প্রতি বেশ নিম্নগামী। AQI (Air Quality Index) ৫০০ ছাড়িয়েছে। সেটা লন্ডনের দশ গুণ বেশী।” স্টোকস’ও (Ben Stokes) কি বায়ুদূষণেই কাবু? সেই কারণেই কি ইনহেলার ব্যবহার করতে হচ্ছে তারকা অলরাউন্ডারকে? এখনও অবধি ইংল্যান্ড শিবির থেকে এই বিষয়ে বিশেষ কিছু জানানো হয় নি সংবাদমাধ্যমকে।