World Cup 2023: দেশের মাটিতে বিশ্বকাপ (ICC World Cup 2023) জিতবে ভারত, আশায় ছিলেন টিম ইন্ডিয়ার সমর্থকেরা। সেই স্বপ্ন আর পূরণ হয় নি। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে পা রাখলেও শেষ বাধাটুকু আর পেরোতে পারেন নি রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি’রা (Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেতাবী যুদ্ধে ৬ উইকেটের ব্যবধানে জুটেছে পরাজয়। গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করা ভারত ফাইনাল হাতছাড়া করেছে ব্যাটিং ব্যর্থতার কারণেই। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ২৪০ রানের মধ্যে গুটিয়ে গিয়েছিলো তারা। নতুন বল হাতে শামি-বুমরাহ’রা দ্রুত তিন উইকেট তুলে নিলেও শেষমেশ চাপ বজায় রাখতে পারেন নি। শিশিরে বোলিং কঠিন হয়ে পড়ে। ট্র্যাভিস হেডের ১৩৭ এবং মার্নাস লাবুশেনের ৫৮* রানের সুবাদে অস্ট্রেলিয়া ৭ ওভার বাকি থাকতেই জিতে নেয় নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ।
খেতাব জিততে না পারলেও বিশ্বকাপের (ICC World Cup 2023) সেরা খেলোয়াড়দের তালিকায় ভারতেরই রমরমা। আইসিসি’র পক্ষ থেকে টুর্নামেন্টের যে সেরা দল বেছে নেওয়া হয়েছে তাতে টিম ইন্ডিয়া থেকে রয়েছেন ছয় জন। সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ১১ ম্যাচে ৭৬৫ রান করেছেন তিনি। বল হাতে অবিশ্বাস্য পারফর্ম্যান্স করতে দেখা গিয়েছে মহম্মদ শামিকে (Mohammed Shami)। মাত্র ৭ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। বলের সেলাই’কে ব্যবহার করে একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে ফালাফালা করে দিয়েছেন তিনি। শামির দুর্ধর্ষ বোলিং যেমন তারিফ কুড়িয়েছে, তেমন পড়শি দেশ পাকিস্তানের ক্রিকেটমহল থেকে ভিত্তিহীন অভিযোগ করে তাঁর কৃতিত্বকে খর্ব করারও প্রয়াস দেখা গিয়েছে। বিশ্বকাপ মিটতে এক খোলাখুলি আলোচনায় যাবতীয় সমালোচনার জবাব দিলেন ভারতীয় বোলিং-এর ‘বড়ে নবাব।’
Read More: World Cup 2023: “অতি আত্মবিশ্বাসই ডুবিয়ে দিলো…” ফাইনালে ভারতের হার নিয়ে মুখ খুললেন শাহীদ আফ্রিদি !!
বিশ্বকাপে অবিশ্বাস্য বোলিং মহম্মদ শামি’র –
বিশ্বকাপ মানেই সেরা ফর্মের মহম্মদ শামি (Mohammed Shami)। ২০১৫ থেকে এমনটাই দেখতে অভ্যস্ত ক্রিকেটজনতা। হাঁটুর চোট নিয়ে ২০১৫ বিশ্বকাপ খেলেছিলেন তিনি। ৭ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। ২০১৯-এর বিশ্বকাপে বাংলার পেসারকে সবক’টি ম্যাচে খেলানো হয় নি। তা সত্ত্বেও আফগানিস্তানের বিরুদ্ধে নেন দুর্দান্ত হ্যাট্রিক। ৪ ম্যাচে ঝুলিতে জমা পড়েছিলো ১৪ উইকেট। আর দেশের মাটিতে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) তো আগের সব সাফল্যকে ছাপিয়ে গেলেন তিনি। প্রথম চার ম্যাচে শামিকে খেলায় নি টিম ইন্ডিয়া। মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ’র সাথে খেলছিলেন শার্দুল ঠাকুর এবং হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক চোট পাওয়ায় পঞ্চম ম্যাচ থেকে একাদশে ফেরেন শামি (Mohammed Shami)। আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় নেন ৫ উইকেট। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও তাঁর ঝুলিতে জমা পড়েছিলো ফাইফার। ইংল্যান্ডকে ধরাশায়ী করেন ৪ উইকেট নিয়ে। বিশ্বকাপের সেমিফাইনালের মত ম্যাচে একাই ভেঙে দিয়েছেন কিউই ব্যাটিং-এর মেরুদণ্ড। ৫৭ রানের বিনিময়ে নিয়েছেন ৭ উইকেট। শামির জাদুতে গোটা টুর্নামেন্ট জুড়ে আচ্ছন্ন হতে দেখা গিয়েছে। গোটা প্রতিযোগিতায় তাঁর বোলিং গড় ১০.৭০। অর্থাৎ উইকেটপিছু ১১ রানেরও কম খরচ করেছেন তিনি। ২৪ উইকেট তুলে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন শামি (Mohammed Shami)। বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে সফলতম বোলার হয়েছেন। পিছনে ফেলেছেন শ্রীনাথ ও জাহির খানের মত দুই কিংবদন্তিকে।
ভিত্তিহীন অভিযোগের কড়া জবাব দিলেন শামি-
একা শামি নন, গোটা বিশ্বকাপ (ICC World Cup 2023) জুড়ে ভারতের সমগ্র বোলিং বিভাগই নজর কেড়ে নিয়েছে। সিরাজ, বুমরাহ, জাদেজা, কুলদীপরাও ত্রাস হয়ে দেখা দিয়েছেন প্রতিপক্ষের সামনে। টিম ইন্ডিয়ার এই সাফল্যে পড়শি দেশ পাকিস্তানের ক্রিকেটমহলের একাংশ যে ঈর্ষান্বিত তা স্পষ্ট হয়েছে বারবার। প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজা (Hasan Raza) এক অদ্ভুত অভিযোগ করেছিলেন লাইভ অনুষ্ঠানে। তাঁর মতে আইসিসি’র তরফে এক বিশেষ বল দেওয়া হচ্ছে ভারতকে। সেই বল অতিরিক্ত স্যুইং করায় সাফল্য পাচ্ছেন শামি-বুমরাহ’রা। যদিও হাসান রাজার (Hasan Raza) এই অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানেরই কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম (Wasim Akram)। একটি জনপ্রিয় টিভি শো’তে হাসান রাজার দাবী নস্যাৎ করেন তিনি। ম্যাচের বল কিভাবে নির্বাচন করা হয়, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেন দর্শকদের জন্য।
বিশ্বকাপ শেষ হওয়ার পর এক বিজ্ঞাপনী সংস্থার প্রচারে এসে খোলাখুলি সাক্ষাৎকার দিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। উঠেছে পাক ক্রিকেটমহল থেকে ধেয়ে আসা সমালোচনার প্রসঙ্গ’ও। এর আগে সোশ্যাল মিডিয়াতে একপ্রস্থ জবাব দিয়েছিলেন। এবার সাক্ষাৎকারেও আক্রমণাত্মক মেজাজে ভারতীয় পেস তারকা। বলেন, “পাকিস্তানের কিছু খেলোয়াড় আমাদের সাফল্য সহ্য করতে পারেন নি। তারা উদ্ভট সব অভিযোগ করেছেন। আমি মোটেই এমনটা করি না। উলটে ‘দুয়া’ করি সকলের সাফল্যের জন্য। আপনি যদি অন্যের সাফল্য উদযাপন করতে পারেন, আপনিই খেলোয়াড় হিসেবে উন্নতি করবেন।” হাসান রাজা’র অভিযোগ উড়িয়ে দিলেও পাশে দাঁড়ানোর জন্য ওয়াসিম আক্রমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
দেখে নিন শামির সম্পূর্ণ সাক্ষাৎকার-
Mohammed Shami gave a hard reply to Pakistan. 🔥 https://t.co/IYOCJ9tuOh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 22, 2023
Also Read: IPL 2024: মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর, ট্রফি জিততে নাইটদের দুর্দান্ত চাল !!