World Cup 2023: পাকিস্তানের বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান জুড়ে ঘটনার ঘনঘটা। প্রথমে টুর্নামেন্ট বয়কটের ডাক দিয়েছিলো সেই দেশের ক্রিকেট বোর্ড। পরে অবশ্য অবস্থান পরিবর্তন করে। ভিসা সমস্যা ও যাবতীয় দীর্ঘসূত্রিতা কাটিয়ে ২৭ সেপ্টেম্বর হায়দ্রাবাদে পা রেখেছিলেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিরা। ভারত-পাক রাজনৈতিক বৈরিতা দূরে সরিয়ে রেখে ‘নিজামের শহর’ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলো পাক তারকাদের। পাকিস্তান দলের হায়দ্রাবাদের অভিজ্ঞতা বেশ ভালোই ছিলো। বিশ্বকাপের (ICC World Cup 2023) শুরুটা জোড়া জয় দিয়ে করতে পেরেছিলো তারা। রাজীব গান্ধী স্টেডিয়ামে হারিয়েছিলো নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে। কিন্তু এরপর থেকে আর কিছুই পরিকল্পনামাফিক এগোয় নি বাবর-শাহীনদের। একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে পাকিস্তানকে।
পতনের শুরুটা হয়েছিলো ভারতের বিরুদ্ধে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কোনোরকম প্রতিরোধই গড়ে তুলতে পারে নি পাকিস্তান দল। মাঠ ছাড়ে ৭ উইকেটের ব্যবধানে হেরে। বিশ্বকাপে (ICC World Cup) ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ব্যর্থতার ছবিতে কোনোরকম বদল এলো না এবারও। ফলাফল দাঁড়ালো টিম ইন্ডিয়ার পক্ষে ৮-০। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে বোলিং ব্যর্থতায় ম্যাচ খোয়াতে হয়েছে তাদের। সবচেয়ে বড় আঘাত এসেছে চেন্নাইয়ের মাটিতে। খানিক অপ্রত্যাশিত ভাবেই আফগানিস্তানের বিরুদ্ধে হেরে মাঠ ছেড়ে পাক শিবির। টানা তিন পরাজয়ের বিপর্যস্ত পাকিস্তানের বিশ্বকাপে (ICC World Cup 2023) আর বিশেষ আশা দেখছে না ক্রিকেটমহল। সেমিফাইনালের স্বপ্ন অধরাই থাকবে, মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু যাবতীয় হিসেবনিকেশ উলটে দেওয়ার স্বপ্ন এখনও দেখছেন পাক ক্রিকেটাররা। এমনটাই জানালেন শাদাব খান (Shadab Khan)।
Read More: World Cup 2023: এড়ানো গেলো না বিপর্যয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮ উইকেটে হেরে বিদায়ের দোরগোড়ায় ইংল্যান্ড !!
এখনও সেমিফাইনালের স্বপ্ন দেখছেন শাদাব-
বিশ্বকাপে পাকিস্তান দলের পারফর্ম্যান্স হতাশ করেছে সাধারণ সমর্থক থেকে ক্রিকেট বিশেষজ্ঞ-সকলকেই। ব্যাটিং-বোলিং হোক বা ফিল্ডিং-ক্রিকেটের তিন বিভাগেই সেরা দলগুলির ধারেপাশেও পাকিস্তানকে রাখতে পারছেন না কেউই। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে দলকে রীতিমত তুলোধোনা করতে শোনা গিয়েছে প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমকে (Wasim Akram)। সুরে সুরে মিলিয়েছেন মিসবাহ উল হক, শোয়েব মালিক, মঈন খানরাও। আক্রম বলেন, “দলের কারও কারও মুখ দেখে মনে হচ্ছে দিনে আট কিলো করে পাঁঠার মাংস খায়, নিহারী খায়। গত দুই বছর ধরে ফিটনেস পরীক্ষা হয় না।” অধিনায়ক বাবর আজমের (Babar Azam) সমালোচনা করেছেন শোয়েব মালিক (Shoaib Malik)। সানিয়া মির্জার স্বামী জানিয়েছেন, “ব্যাটার হিসেবে বাবর বিশ্বমানের হতে পারেন, কিন্তু অধিনায়ক হিসেবে কখনোই নয়।”
ঘরে-বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েও দমে যাচ্ছে না পাকিস্তান দল। বর্তমানে পাঁচ ম্যাচে ২ জয় ও ৩ হারের পর তারা লীগ তালিকায় রয়েছে ছয় নম্বরে। সামনে রয়েছে যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। সেমিফাইনালে জায়গা করে নিলে অন্তত দুই ধাপ এগোতেই হবে পাক শিবিরকে। আগামীতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে হবে তাদের। রয়েছে বাংলাদেশের চ্যালেঞ্জও। কন্টাকাকীর্ণ পথ অতিক্রম করে এখনও সম্ভব সেমিফাইনালে যাওয়া, মনে করছেন সহ-অধিনায়ক শাদাব খান (Shadab Khan)। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “আমরা মিরাকলে বিশ্বাস করি। এমন পরিস্থিতি থেকে আগেও ফিরে এসেছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে সেমিফাইনালে জায়গা করে নেবো।”