World Cup 2023: “যাত্রা শুভ হোক…” বিশ্বকাপের বাইরে পাকিস্তান, তীব্র কটাক্ষ বীরেন্দ্র শেহবাগের !! 1

World Cup 2023: গতকাল ক্রিকেটদুনিয়ার নজর ছিলো বেঙ্গালুরুর মাঠে। বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিলো শ্রীলঙ্কার। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করলেও মাঝপথে হোঁচট খেতে হয়েছিলো কিউইদের। প্রথম চার ম্যাচে টানা জয় নিয়ে একসময় শীর্ষে ছিলো নিউজিল্যান্ড। তারপরের চার ম্যাচে লাগাতার হার লীগ তালিকায় তাদের নামিয়ে দিয়েছিলো চতুর্থ স্থানে। সেমিফাইনালের দরজা খুলতে হলে শ্রীলঙ্কাকে হারাতেই হত তাদের। ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলো পাকিস্তান, আফগানিস্তানের মত দল। কিউইদের পাশাপাশি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচের উপির নির্ভর করছিলো উপমহাদেশের দুই দলের বিশ্বকাপ (ICC World Cup 2023) ভাগ্য’ও। জমজমাট ম্যাচে বাড়তি ট্যুইস্ট যোগ করতে পারত বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছিলো বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বর্ষণের সম্ভাবনা ছিলো আশি শতাংশ।

ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। শ্রীলঙ্কার কুশল পেরেরা ধুন্ধুমার অর্ধশতরান করলেও ব্যাট হাতে সুবিধা করতে পারলেন না বাকিরা। ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসনদের দাপটে ব্যাকফুটেই রইলেন কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। নয় নম্বরে নামা মহেশ তীক্ষণার অপরাজিত ৩৮ রান শ্রীলঙ্কাকে পৌঁছে দেয় ১৭১ রানে। বৃষ্টির ভ্রুকুটির কথা মাথায় ছিলো নিউজিল্যান্ডের। দুই ওপেনার রচিন রবীন্দ্র (Rachin Ravindra) এবং ডেভন কনওয়ে দ্রুত যোগ করেন ৮৬ রান। এরপর ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের ইনিংস সহজ জয় এনে দেয় নিউজিল্যান্ডকে। এগিয়ে দেয় সেমিফাইনালের দিকে। নিউজিল্যান্ডের জয়ে রাস্তা বন্ধ হয়ে গেলো পাকিস্তানের জন্য। চাতকের মত কিউইদের হারের অপেক্ষায় থাকা পাকিস্তানকে নিয়ে গত রাত থেকেই চলছে ব্যঙ্গ-বিদ্রুপ। এবার তাতে যোগ দিলেন ভারতীয় প্রাক্তনী বীরেন্দ্র শেহবাহ’ও।

Read More: World Cup 2023, NZ vs SL, Match-41, Highlights: চার ম্যাচের পর জয়ের মুখ দেখলো নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের পথে কিউইরা !!

শেহবাগের খোঁচা পাকিস্তান’কে-

Virender Sehwag | ICC World Cup 2023 | Image: Getty Images
Virender Sehwag | Image: Getty Images

খাতায়কলমে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে এখনও। তার জন্য কলকাতার ইডেন গার্ডেন্সে বাবর আজমদের ইংল্যান্ডকে হারাতে হবে অন্তত ২৮০ রানের ব্যবধানে। অথবা লক্ষ্য তাড়া করে ফেলতে হবে পাঁচ ওভারের কম সময়ে। অঙ্কের হিসেবে সম্ভব হলেও বাস্তবে এমনটা যে সম্ভব নয়, তা নিশ্চয় বুঝেছে পাক শিবির। বুঝেছে পাকিস্তানের জনতাও। গতকালের ম্যাচ শেষে আক্ষেপে সোশ্যাল মিডিয়া ভরিয়েছেন তাঁরা। এক নেটিজেনকে বলতে শোনা গিয়েছে, ‘প্রতিটি আইসিসি টুর্নামেন্টেই অন্যের ভরসায় বসে থাকা ছাড়া উপায় থাকে না।’ প্রাক্তনী ওয়াকার ইউনিস ট্যুইট করেছেন, ‘নিজেদের দোষেই ছিটকে যেতে হলো আমাদের’, হতাশার মাঝেও মজার ছলে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আক্রম বলেছেন, “আমাদের উচিৎ প্রথমে ব্যাটিং করে বড় রান তোলা। তারপর ইংল্যান্ডের সাজঘরের দরজা বন্ধ করে দেওয়া। ওরা টাইমড আউট হয়ে গেলে আমরা সেমিফাইনালে।”

ওয়াঘার পশ্চিম পারে যখন আক্ষেপের সুর তখন পড়শি দেশের বিদায়ে উৎসবের হাওয়া ভারতে। চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যর্থতা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ভারতীয় নেটিজেনরা। ‘এবার সোজা করাচী এয়ারপোর্টের পথ ধরো’ পাকিস্তানকে উদ্দেশ্য করে লিখেছিলেন একজন। ‘ফ্রি’তে বিরিয়ানী খাওয়ার দিন শেষ, এবার দেশে ফেরার পালা।’ বাবর-শাদাবদের বিরিয়ানী প্রেম নিয়ে মন্তব্য আরও একজনের। সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে গা ভাসালেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বীরেন্দ্র শেহবাগ’ও (Vireder Sehwag)। তিনি ক্রিকেট কেরিয়ারেও বরাবর পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী সব ইনিংস খেলেছেন। সমাজমাধ্যমেও পড়শি দেশের প্রতি আক্রমণাত্মক বীরু। ট্যুইটারে লেখেন, ‘পাকিস্তান জিন্দাভাগ। ঘরে ফেরার বিমানযাত্রা নিরাপদ হোক।’ এখানে জিন্দাবাদের পরিবর্তে জিন্দা-ভাগ যে আদতে কটাক্ষ করে লেখা, তা বুঝতে অসুবিধা হয় নি কারও।

দেখে নিন শেহবাগের ট্যুইট’টি-

Also Read: World Cup 2023: বিশ্বকাপ চলাকালীন এই তারকা অধিনায়ক দিচ্ছেন ইস্তাফা, চক্ষু চড়কগাছ হল ফ্যানদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *