world-cup-sa-power-hitting-awes-fans

World Cup 2023: বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। এখনও অবধি টুর্নামেন্টে দুই দলের পারফর্ম্যান্স রয়েছে দুই মেরুতে। দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচ থেকেই খেলছে আগ্রাসী ক্রিকেট। প্রথম দুই খেলায় জয়ের পর  নেদারল্যান্ডসের বিপক্ষে অপ্রত্যাশিত ভাবে একটা ম্যাচ হেরে বসলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock), এইডেন মার্করাম। তারা হারিয়েছেন গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। অন্যদিকে বাংলাদেশ প্রথম খেলায় আফগানিস্তানকে হারালেও পরের তিন ম্যাচে লাগাতার হেরে বিধ্বস্ত। ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ভারত- তিন প্রতিপক্ষের বিরুদ্ধেই চূর্ণবিচূর্ণ হতে হয়েছে টাইগারদের। আজকে জিতে শেষ চারের দৌড়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করতে চায় প্রোটিয়ারা, অন্যদিকে টিকে থাকার লড়াই শাকিব, মুশফিকদের।

তেম্বা বাভুমাকে আজও নামায় নি দক্ষিণ আফ্রিকা। অধিনায়কত্ব করছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন তিনি। দিনকয়েক আগেই মুম্বইয়ের বাইশ গজে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে প্রোটিয়ারা। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে দেখা গেলো তাদের ব্যাটারদের। রিজা হেনড্রিকস এবং রাসি ফান দার ডুসেন দ্রুত আউট হলেও দক্ষিণ আফ্রিকা ব্যাটিং-এর হাল ধরেন ক্যুইন্টন ডি কক। গত তিন ম্যাচে রান ছিলো না ডি ককের ব্যাটে। আজ ফের ঝড় তোলেন তিনি। বিশ্বকাপের (ICC World Cup 2023) পর ওডিআই ক্রিকেটকে বিদায় জানাবেন, জানিয়ে দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। শেষটা স্মরণীয় করে রাখতে মরিয়া তিনি। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরপর শতরান করেছিলেন। আজ’ও পেরোলেন তিন অঙ্কের গণ্ডী।

Read More: World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের পাহাড় দক্ষিণ আফ্রিকার, ডি কক-ক্লাসেনের দৌরাত্মে ছন্নছাড়া সাকিব’রা !!

ক্লাসেন-ডি কক ঝড়ে ভাষা হারিয়েছে সোশ্যাল মিডিয়া-

Heinrich Klaasen and Quinton de Kock | ICC World Cup 2023 | Image: Getty Images
Heinrich Klaasen and Quinton de Kock | ICC World Cup 2023 | Image: Getty Images

এইডেন মার্করাম (Aiden Markram) আউট হন ৬৯ বলে ৬০ রান করে। তিনি ফেরার পর যেন আরও আগ্রাসী হয়ে ওঠেন ডি কক। সঙ্গী পেয়েছিলেন হেনরিখ ক্লাসেনকে। দুই উইকেটরক্ষক-ব্যাটারের তাণ্ডবে রানের মহোৎসব ওয়াংখেড়েতে। শরিফুল, মুস্তাফিজুর, মিরাজ, শাকিব-কোনো বোলারকেই রেয়াৎ করলেন না ডি কক (Quinton de Kock) এবং ক্লাসেন (Heinrich Klaasen)। একটা সময় মনে হচ্ছিলো বিশ্বকাপে (ICC World Cup 2023) দ্বিশতরান করতে চলেছেন ডি কক, কিন্তু ১৭৪ রানে থামেন তিনি। আজ তাঁর ইনিংস নেটদুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। ‘সোনার ব্যাট’টা ডি ককের সাথে দক্ষিণ আফ্রিকাই যাচ্ছে’ লিখেছেন এক নেটিজেন। ‘এটা কি সত্যি নাকি ভিডিও গেম চলছে?’ অবাক হয়ে প্রশ্ন এক নেটিজেনের। ‘ ওডিআই ক্রিকেট থেকে এখনি বিদায় না নিতে পারতেন ডি কক’ আক্ষেপ আরও একজনের।

সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিলেন ক্লাসেন’ও (Heinrich Klaasen)। নিজের ব্যাটিং দক্ষতা আইপিএলেই বুঝিয়েছিলেন তিনি। এবার বিশ্বকাপের মঞ্চেও হাজার ওয়াটের আলো জ্বাললো তাঁর ব্যাট। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৭ বলে করেছিলেন ১০৯ রান। আজ করলেন ৪৯ বলে ৯০ রান। মারলেন ২ চার এবং ৮ ছয়। ‘ক্লাসেন মনে হয় চার-ছক্কা ছাড়া কিছু চেনেন না’ মস্করার সুরে লিখেছেন জনৈক নেটিজেন। ‘বর্তমান ক্রিকেটের সেরা পাওয়ার হিটার’ লিখেছেন আরও একজন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিক্রম থামানোর মন্ত্র কি? উত্তরের খোঁজে সোশ্যাল মিডিয়া। আজ টসের সময় বাংলাদেশ অধিনায়ক শাকিব বলেছিলেন প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রাখতে চান। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে ৩৮২। ‘এটা কি স্বল্প রান?’ শাকিবের কাছে প্রশ্ন রেখেছেন বাংলাদেশের জনৈক সমর্থক।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: শেষ হচ্ছে স্টারের যাত্রা, মুকেশ আম্বানির ঝুলিতে ঢুকছে ক্রিকেট বিশ্বকাপ সহ বাকি টুর্নামেন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *