World Cup 2023: শেষের পথে ২০২৩-এর বিশ্বকাপ (ICC World Cup 2023)। গতকাল প্রথম সেমিফাইনালে ভারত হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। ১২ বছর পর জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। আজ ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দ্বৈরথে জিতবে যারা, তারা দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে পৌঁছে যাবে খেতাবী যুদ্ধে। আগামী কয়েকটা দিন ক্রিকেটদুনিয়ার নজর থাকতে চলেছে আহমেদাবাদের দিকে। টুর্নামেন্টের শুরুটা হয়েছিলো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, শেষটাই হতে চলেছে সেখানেই। ১ লাখ ৩২ হাজার জনতার সামনে বিশ্বখেতাবের জন্য লড়াই করতে চলেছে দুই দল।
এবারের বিশ্বকাপে (ICC World Cup 2023) কোনোরকম উদ্বোধনী অনুষ্ঠান ছিলো না। সাধারণত প্রথম ম্যাচ খেলতে দেখা যায় আয়োজক দেশকে। তেমনটাও হয় নি। নিতান্ত সাদামাটা ভাবেই প্রথম খেলায় মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। একমাত্র ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন মাঠে উপস্থিত দর্শকদের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। যদিও তা দেখতে পান নি টেলিভিশন অথবা ডিজিটাল মাধ্যমের দর্শকেরা। একমাত্র মাঠে উপস্থিত থাকলেই সুযোগ মিলেছে অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবনদের চাক্ষুস করার। ফাইনালের দিন কি উদ্বোধনের মতই কেবল ক্রিকেট দেখা যাবে? নাকি থাকছে কোনো নতুন চমক? প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেটমহলে। ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসি’র তরফে যদিও এই নিয়ে কোনো মন্তব্য করা হয় নি এখনও।
Read More: World Cup 2023: “টসের সময় কারচুপি হচ্ছে…” ভারত অধিনায়ক রোহিতের বিরুদ্ধে আক্রমণ শানালেন পাক প্রাক্তনী !!
সমাপ্তি অনুষ্ঠানের চমক হতে পারে ‘এয়ার শো’-

ভারতে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। তার উপর ইতিমধ্যেই টিম ইন্ডিয়া জায়গা করে নিয়েছে খেতাবী যুদ্ধে। আগামী রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে তিলধারণের জায়গা মিলবে না তা নিশ্চিত। দর্শকাসনে থাকতে চলেছেন দেশের ‘হুজ হু’রা। অভিনেতা, গায়ক, নায়ক থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, আক্ষরিক অর্থেই চাঁদের হাট বসতে চলেছে গ্যালারিতে। তবে মাঠে কেউ পারফর্ম করবেন কিনা তা এক্ষুণি বলা যাচ্ছে না। ফাইনাল আর দিন তিনেক দূরে হলেও এই নিয়ে কোনো খবর জানানো হয় নি বোর্ডের তরফে। তবে সূত্র মারফত জানা গিয়েছে যে গোপনীয়তার সঙ্গে চলছে কাজ। দর্শকদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। অতীতে আইপিএলের সূচনা ও সমাপ্তি অনুষ্ঠান হয়েছে এই আহমেদাবাদে। সেখানে কখনও অরিজিৎ সিং, কখনও র্যাপ তারকা ‘কিং’-কে গাইতে শোনা গিয়েছিলো। এয়ারও কোনো হেভিওয়েট তারকাকে দেখা যেতে পারে মঞ্চের উপর।
একই সাথে আইপিএল ফাইনালে ড্রোন শো করা হয়েছিলো সমাপ্তি অনুষ্ঠানের দিন। আলোকমালায় সেজে উঠেছিলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তেমনটা থাকতে পারে বিশ্বকাপ ফাইনালেও। একই সঙ্গে জল্পনা রয়েছে ‘এয়ার শো’ নিয়েও। আজ আহমেদাবাদের মাঠের উপর দিয়ে বেশ কয়েকটি যুদ্ধবিমানকে উড়তে দেখা গিয়েছে। তা আসলে ‘এয়ার শো’র মহড়া বলেই মনে করছেন উৎসাহী ক্রিকেটজনতা। অনেকেই সেই যুদ্ধবিমানগুলির ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটার, ফেসবুকের মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভাইরাল’ও হয়েছে সেই ছবি।
দেখুন সেই ছবি-
मोदी स्टेडियम के ऊपर इन प्लेन को देखा गया, खबर है वर्ल्ड कप क्लोजिंग सेरेमनी में एयर शो होगा, उसकी ही रिहर्सल है. हालांकि अभी कोई पुष्टि नहीं है, अभी अफवाह है।
World Cup 2023 Closing Ceremony 19 नवंबर को होगी.. #IndianCricketTeam #WorldCup2023 #worldcupfinal #viratkohli pic.twitter.com/ZTziu8H9ri— Shivam शिवम (@shivamsport) November 16, 2023