world-cup-nz-vs-pak-pitch-and-weather

World Cup 2023: শনিবার বিশ্বকাপের (ICC World Cup 2023) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড এবং পাকিস্তান। একটা সময় বাবর আজমদের টুর্নামেন্ট থেকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা জয় তাদের ফের জায়গা করে দিয়েছে সেমিফাইনালের দৌড়ে। লীগ তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন তাঁরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলে আরও শক্তপোক্ত জায়গায় পৌঁছে যেতে পারবে পাকিস্তান। বিশ্বকাপের (ICC World Cup 2023) মাঝপথে ফর্ম হারিয়ে ফেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাজিমাত করা ছাড়া অন্য কোনো ভাবনা আপাতত নেই পাক শিবিরের। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে অপরাজিত ছিলো কিউইরা। কিন্তু ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা তিন ম্যাচে হেরে বর্তমানে বেশ বেকায়দায় টম ল্যাথামরা। সেমিফাইনালের আশা জাগিয়ে রাখতে পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য ছাড়া গতি নেই ব্ল্যাক ক্যাপসদের কাছে।

নিউজিল্যান্ডকে চোট-আঘাত সমস্যার মুখোমুখি হতে হয়েছে বিশ্বকাপের মাঝামাঝি এসে। কেন উইলিয়ামসন আঙুলের চোট সারিয়ে ফিরতে পারবেন আদৌ? তাঁর না থাকা গত কয়েকটি ম্যাচে বেশ চাপে ফেলেছে কিউইদের। পাশাপাশি সম্পূর্ণ ফিট নন ম্যাট হেনরী (Matt Henry), লকি ফার্গুসনদের মত তারকাও। তাই মাঠে নামার আগে বেশ খানিকটা পিছিয়েই থাকতে হচ্ছে নিউজিল্যান্ডকে। অন্যদিকে সাম্প্রতিক কালে পাকিস্তানকে চাপের মুখে বারবার ভেঙে পড়তে দেখা গিয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধারের পথ খুঁজে পান নি বাবর-রিজওয়ান’রা। শনিবারও যদি তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে পাক দলের প্রতিক্রিয়া কেমন হবে, সেই সম্পর্কে দ্বিধায় বিশেষজ্ঞরা। আরও একটি ব্যাপার চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটদুনিয়ার। শনিবার বাইশ গজে প্রতিপক্ষের এগারো ক্রিকেটারের পাশাপাশি আবহাওয়ার সাথেও যুঝতে হবে দুই দলকে।

Read More: World Cup 2023: মাদুশাঙ্কার বলে আউট শুভমান, ওয়াংখেড়েতে শতক হাতছাড়া ভারতীয় ওপেনারের !!

World Cup ম্যাচের সময়সূচি-

নিউজিল্যান্ড (NZ) বনাম পাকিস্তান (PAK)

ম্যাচ নং ৩৫

তারিখ ০৪/১০/২০২৩

ভেন্যু  এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু, কর্ণাটক

সময় সকাল ১০:৩০ (ভারতীয় সময়)

M Chinnaswamy Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

M Chinnaswamy Stadium, Bengaluru | ICC World Cup 2023 | Image: Getty Images
M Chinnaswamy Stadium, Bengaluru | Image: Getty Images

বেঙ্গালুরুর বাইশ গজকে বোলারদের বধ্যভূমি বলা যেতে পারে। ইনিংসের শুরু থেকেই এখানে ব্যাটারদের জন্য সহায়তা দেখতে পাওয়া যায়। দ্রুতগতির আউটফিল্ড, এবং অপেক্ষাকৃত ছোটো বাউন্ডারির সুবিধাকে কাজে লাগিয়ে বড় স্কোর তুলতে পারে ব্যাটাররা। পেস বোলারদের জন্য বিশেষ সহায়তা না থাকলেও খেলার মাঝামাঝি সময় খানিক সাহায্য পেতে পারেন স্পিনাররা। বিশেষ করে লেগস্পিনারদের এই মাঠে সাফল্য পেতে দেখা গিয়েছে। চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচে এই মাঠে বড় রান ওঠার ট্রেন্ড দেখা গিয়েছে। শনিবারও তার পুনরাবৃত্তি হতে পারে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও অবধি ২৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ১২টিতে জয় এসেছে প্রথমে ব্যাটিং করে এবং ১৩টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। ৩টি ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায় নি। এখানে সর্বোচ্চ রান তোলার নজির রয়েছে ভারতীয় পুরুষ দলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৩ সালে ৬ উইকেটের বিনিময়ে ৩৮৩ করেছিলো টিম ইন্ডিয়া। এখানে সর্বনিম্ন রানের নজির ইংল্যান্ডের। চলতি বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা গুটিয়ে গিয়েছিলো ১৫৬ রানে। এখানে প্রথম ও দ্বিতীয় ইনিংসের গড় স্কোর যথাক্রমে ২৩৩ ও ২১৭। টসজয়ী অধিনায়ক শিশিরের কথা মাথায় রেখে প্রথমে বোলিং বেছে নিতে পারেন।

Bengaluru Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Bengaluru Weather | ICC World Cup 2023 | Image: Twitter
Bengaluru Weather | Image: Twitter

বেঙ্গালুরুতে শনিবার মুখোমুখি নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এর আগে বিশ্বকাপের মূলপর্বে লক্ষ্ণৌ এবং ধর্মশালায় বৃষ্টির কারণে বাধাপ্রাপ্ত হয়েছে ক্রিকেট। নিউজিল্যান্ড বনাম পাকিস্তান মহাগুরুত্বপূর্ণ ম্যাচের দিনও আশঙ্কার খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎসহ বর্ষণের সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। শনিবার বেঙ্গালুরুতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭২ শতাংশে আশেপাশে। যা সমস্যা বাড়াবে ক্রিকেটারদের। ম্যাচের দিন ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

NZ vs PAK, হেড টু হেড পরিসংখ্যান-

NZ vs PAK | ICC World Cup 2023 | Image: Getty Images
NZ vs PAK | Image: Getty Images

নিউজিল্যান্ড এবং পাকিস্তান একদিনের ক্রিকেটে একে অন্যের মুখোমুখি হয়েছে ১১৫বার। এর মধ্যে জয়-পরাজয়ের নিরিখে এগিয়ে পাকিস্তান। তারা জিতেছে ৬০টি ম্যাচ। পক্ষান্তরে নিউজিল্যান্ডের জয়ের সংখ্যা ৫১। তিনটি ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায় নি। একটি ম্যাচ টাই হয়েছে। ঘরের মাঠে পাকিস্তান জিতেছে ২২টি ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে তাদের জয়ের সংখ্যা ১৫টি ম্যাচে। নিরপেক্ষ মাঠে পাকিস্তান জয় পেয়েছে ২৩টি খেলায়। নিউজিল্যান্ড নিজেদের ঘরের মাঠে জিতেছে ৩১টি ম্যাচ। পাকিস্তানের মাটিতে তারা পাকিস্তানকে হারিয়েছে ৬ বার। আর নিরপেক্ষ মাঠে ব্ল্যাক ক্যাপসদের জয়ের সংখ্যা ১৪। বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে পাকিস্তান এগিয়ে ৭-২ ফলে।

দুই দলের সম্ভাব্য একাদশ-

নিউজিল্যান্ড-

ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নীশম, মিচেল স্যান্টনার, টিম সাউদী, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান-

আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিকার আহমেদ, আগা সলমন , উসামা মীর, শাহীন শাহ আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র,  হারিস রউফ।

Also Read: IND vs SL: ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলার পর হাততালি দিয়ে অভিবাদন জানালেন সারা তেন্ডুলকর, ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *