world-cup-mathews-dismissal-vs-ban-causes-uproar

World Cup 2023: দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বিশ্বকাপে (ICC World Cup 2023) দুই দলের অবস্থাই বেশ নড়বড়ে। শ্রীলঙ্কা মাত্র দুটি জয় নিয়ে রয়েছে লীগ টেবলের সপ্তম স্থানে। বিশ্বকাপ (ICC World Cup 2023) সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ আর তাদের নেই। তবে দুই বছর পরের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করতে হলে অন্তত প্রথম আটে শেষ করতে হবে লঙ্কাবাহিনীকে। আজ জিতে সেই লক্ষ্যের দিকে এক পা এগিয়ে যেতে চাইবেন কুশল মেন্ডিস, চরিথ আশালঙ্কারা। অন্যদিকে বাংলাদেশ এখনও অবধি ৭ ম্যাচ খেলে ছয়টিতে হেরেছে। জয় কেবল একটিতে। নবম স্থানে থাকা বাংলাদেশেরও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশা প্রায় শেষের পথে। ভেসে থাকতে হলে আজ উপমহাদেশীয় প্রতিপক্ষের বিরুদ্ধে বাজিমাত ছাড়া রাস্তা খোলা নেই শাকিব আল হাসানের দলের কাছে।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব। ওপেনার কুশল পেরেরা এবং অধিনায়ক কুশল মেন্ডিস রানের মুখ দেখেন নি। পাথুম নিশাঙ্কা এবং সাদিরা সমরাবিক্রমার জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। দুজনেই ৪০-এর ঘরে রান করেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে লঙ্কানদের হয়ে অনবদ্য এক ইনিংস খেললেন অলরাউন্ডার চরিথ আশালঙ্কা (Charith Asalanka)। কেরিয়ারর দ্বিতীয় শতরানটি এলো তাঁর ব্যাট থেকে। অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে (Angelo Mathews) ছয় নম্বরে নামিয়েছিলো শ্রীলঙ্কা। কিন্তু ‘টাইমড আউট’ হলেন তিনি। ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা প্রথম ঘটতে দেখা গেলো আজ। ঘটনা নিয়ে জোর চর্চা চললো সোশ্যাল মিডিয়ায়। ধনঞ্জয় ডি সিলভা ও মহেশ তীক্ষণার সহায়তায় বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে ২৭৯ রানে পৌঁছে দিলেন আশালঙ্কা।

Read More: World Cup 2023: “ক্রিকেটের নামে এরা লজ্জা…”, অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করা সাকিবদের কড়া ভাষায় আক্রমণ নেটিজেনদের !!

ম্যাথিউজের টাইম আউট নিয়ে বিতর্ক নেটদুনিয়ায়-

BAN vs SL | ICC World Cup 2023 | Image: Getty Images
BAN vs SL | ICC World Cup 2023 | Image: Getty Images

শতরান করায় প্রশংসা পেয়েছেন চরিথ আশালঙ্কা। কিন্তু নেটদুনিয়ায় আজ যাবতীয় আলোচনা ম্যাথিউজের ‘টাইমড আউট’ নিয়েই। নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার তিন মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে বলের মোকাবিলা করতে প্রস্তুত হতে হয়। কিন্তু ক্রিজে এসে হেলমেট নিয়ে সমস্যায় পড়েছিলেন ম্যাথিউজ। সাজঘর থেকে বিকল্প হেলমেট নিয়ে তাঁর সতীর্থ মাঠে আসার আগেই ৩ মিনিট পেরিয়ে যাওয়ায় আপিল করে বসেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। ক্রিকেটের নিয়ম অনুযায়ী আউট দেওয়া ছাড়া উপায় ছিলো না আম্পায়ার মারে ইরাসমাসের। গোটা ঘটনায় হতভম্ব হয়ে যায় অরুণ জেটলি স্টেডিয়াম। অবাক হন ম্যাথিউজ (Angelo Mathews) নিজেও। বোঝানোর চেষ্টা করেন শাকিব’কে। কিন্তু চিঁড়ে ভেজে নি।

কোনো বল না খেলেই শূন্য রান করে ফিরে যান ম্যাথিউজ। যেভাবে শ্রীলঙ্কার পঞ্চম উইকেটটির পতন হলো তা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘ক্রিকেটীয় স্পিরিট আর বাংলাদেশ যেন সমান্তরাল দুটি রেখা। এদের কখনও হাতে হাত ধরে দেখা যাবে না’ টাইগার্সদের কটাক্ষে ভরিয়ে লিখেছেন এক ক্রিকেট অনুরাগী। ‘এরা নাকি অশ্বিনের মানকাডিং নিয়ে বিতর্ক সৃষ্টি করে?’ সখেদে জানিয়েছেন আরও এক ক্রিকেট দর্শক। ‘ক্রিকেটীয় স্পিরিটের আজ অপমৃত্যু হলো’ দিল্লীর ঘটনায় রুষ্ট এক নেটিজেনের উক্তি। ঘটনায় বিস্মিত, বিরক্ত স্বয়ং ডেল স্টেইন’ও। প্রোটিয়া কিংবদন্তি ট্যুইট করে লিখেছেন, ‘এটা মোটেই ঠিক কাজ নয়।’ নেটদুনিয়ায় আজ ভিলেন শাকিব আল হাসান। ‘বাংলাদেশ অধিনায়ক বিশ্বমানের ক্রিকেটার হতে পারেন, কিন্তু মানুষ হিসেবে মোটেই সেই উচ্চতায় পৌঁছাতে পারবেন না।” ট্যুইটারের দেওয়ালে উষ্মা ঝরিয়েছেন এক নেটনাগরিক।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: World Cup 2023: ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ‘টাইম আউট’ হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ঐতিহাসিক ঘটনা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *