World Cup 2023: শেষের পথে ২০২৩-এর ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। রাউন্ড রবিন পর্বের খেলা শেষ। এবার অপেক্ষা সেমিফাইনাল এবং ফাইনালের। গ্রুপ পর্বে সব দলকে ছাপিয়ে শীর্ষস্থান আদায় করে নিয়েছে ভারত। আয়োজক দেশ গ্রুপ নয়টি ম্যাচ খেলে জিতেছে নয়টিই। অপরাজিত থেকে সেমিফাইনালে পা দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। ভারতের দুর্দান্ত পারফর্ম্যান্সের নেপথ্যে রয়েছে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-তিন বিভাগেই ক্রিকেটারদের অনবদ্য ফর্ম। সিনিয়র এবং জুনিয়রদের সঠিক মেলবন্ধনে গড়ে ওঠা টিম ইন্ডিয়ার হয়ে নিজেদের উজাড় করে দিচ্ছেন কে এল রাহুল, শ্রেয়স আইয়াররা। ব্যাট হাতে যেমন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সবার উপরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), তেমন নিয়মিত বল হাতে ঝড় তুলতে দেখা গিয়েছে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহদের।
৩৫ বর্ষীয় কোহলির সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। বিদায়কে স্মরণীয় করে রাখছেন তিনি। শুরুটাই করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে ৮৫ রানের ইনিংস দিয়ে। এরপর বাংলাদেশের বিরুদ্ধে এসেছে শতরান। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড-একের পর এক হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে গর্জে উঠেছে তাঁর ব্যাট। বর্তমানে ৯ ম্যাচে তাঁর রান সংখ্যা ৫৯৫। ৭টি ইনিংসে পঞ্চাশ বা তার বেশী রান করেছেন তিনি। ভাগ বসিয়েছেন শচীন তেন্ডুলকর এবং শাকিব আল হাসানের রেকর্ডে। চলতি বিশ্বকাপে এখনও সর্বোচ্চ ২টি ম্যাচ খেলার সুযোগ থাকছে কোহলির সামনে। ছন্দে থাকলে শচীনের এক বিশ্বকাপে সর্বোচ্চ ৬৭৩ রানের রেকর্ড ভাঙতে পারেন তিনি। ‘মাস্টার ব্লাস্টার’-এর গড়া নজির ‘মডার্ণ মাস্টার’ কোহলি ভাঙবেন কিনা তা সময় বলবে, তবে ইতিমধ্যে তাঁর ৪৯ শতরানের নজিরে ভাগ বসিয়েছেন তিনি। এই অনন্য রেকর্ড নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটার কুশল মেন্ডিসের মন্তব্য জন্ম দিয়েছে বিতর্কেরও।
Read More: World Cup 2023: টানা ৯টি ম্যাচে জিতেই সেমিফাইনালে পদার্পণ টিম ইন্ডিয়ার, ভাঙলো নিজেদেরই ২০ বছরের রেকর্ড !!
অবস্থান বদল কুশল মেন্ডিসের-

গত ৫ নভেম্বর ৩৫তম জন্মদিন ছিলো বিরাট কোহলির (Virat Kohli)। ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আন্তর্জাতিক কেরিয়ারের ৪৯তম শতরান করেন তিনি। ইডেন গার্ডেন্সেই ১৪ বছর আগে প্রথম একদিনের শতরান এসেছিলো তাঁর। সেখানেই তিনি ছুঁলেন শচীন তেন্ডুলকরের রেকর্ড। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে সর্বোচ্চ সংখ্যক শতকের মালিক এখন কোহলি। ৬ তারিখ মুম্বইতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ছিলো শ্রীলঙ্কার। আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তাদের কার্যনির্বাহী অধিনায়ক কুশল মেন্ডিস (Kusal Mendis)। জনৈক সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করেন যে কোহলির ৪৯তম শতরানের জন্য কুশল তাঁকে শুভেচ্ছা জানাতে চান কিনা? উত্তরে লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটার জানান, “আমি কেন শুভেচ্ছা জানাতে যাবো?” ক্রিকেটদুনিয়ার সর্বকালের অন্যতম সেরা ব্যাটার সম্পর্কে এহেন উত্তর ক্ষোভের জন্ম দিয়েছিলো। অনেকেই কুশলের (Kusal Mendis) মন্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আখ্যা দিয়েছিলেন।
তোপের মুখে পড়ে অবস্থান বদল করলেন কুশল মেন্ডিস (Kusal Mendis)। শ্রীলঙ্কার বিশ্বকাপ (ICC World Cup 2023) যাত্রা শেষ হয়েছে বেঙ্গালুরুর মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে। তারপর বিরাটকে (Virat Kohli) নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি। বোঝার ভুল থেকেই অনভিপ্রেত মন্তব্য করে বসেছেন বলে জানান তিনি। সাংবাদিকদের বলেন, “আমি জানতাম না বিরাট কোহলি ৪৯তম শতরান করেছেন। ঐ সাংবাদিক আচমকাই একটা প্রশ্ন করে বসেছিলেন। আমি প্রশ্নটা বুঝতেই পারি নি। ৪৯ শতরান করা মোটেই সহজ ব্যাপার নয়। আমি যেটা বলেছি, সেটা ভুল। এখন তা আমি বুঝতে পারছি।” বিতর্ক ধামাচাপা দিতে চেয়েছেন কুশল (Kusal Mendid)।
Kusal Mendis said, “I wasn’t aware that Virat Kohli scored his 49th ODI century. The journalist suddenly asked the question. I didn’t understand the question. Scoring 49 hundred is not easy. What I said was wrong, I’m feeling for it”. pic.twitter.com/5stZAlmUsD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 12, 2023
বেকায়দায় শ্রীলঙ্কা ক্রিকেট দল-

এশিয়া কাপে ভালো পারফর্ম করে ফাইনালে জায়গা করে নিয়েছিলো শ্রীলঙ্কা। কিন্তু ফাইনালে ভারতের বিরুদ্ধে হারতে হয় ১০ উইকেটের ব্যবধানে। বিশ্বকাপে (ICC World Cup 2023) ঘুরে দাঁড়ানোর আশা নিয়েই ভারতে এসেছিলো তারা। কিন্তু ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টে রীতিমত নাজেহাল হতে হলো তাদের। ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধেই কেবল জিতেছে তারা। হারতে হয়েছে ৭টি ম্যাচ। এর মধ্যে ভারতের বিরুদ্ধে তো রীতিমত গুঁড়িয়ে গিয়েছে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ৩৫৭ রান তাড়া করতে নেমে লঙ্কান ইনিংস গুটিয়ে গিয়েছে ৫৫ রানের মধ্যে। বাংলাদেশের বিরুদ্ধে অ্যাঞ্জেলো ম্যাথিউজের (Angelo Mathews) ‘টাইমড আউট’ হওয়া নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে পরাজয়ের ফলে তারা ছিটকে গিয়েছে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও। দশ দলীয় বিশ্বকাপে শ্রীলঙ্কা শেষ করেছে নবম স্থানে।
বিশ্বকাপ (ICC World Cup 2023) মিটলেও সমস্যা মেটার নাম নেই শ্রীলঙ্কা ক্রিকেটে। দলের খারাপ পারফর্ম্যান্সের জন্য বোর্ডের দুর্নীতিকে দায়ী করে শ্রীলঙ্কা ক্রিকেট নিয়ামক সংস্থার প্রধান সাম্মি সিলভা-সহ সকল কর্তাকে বরখাস্ত করার নিদান দিয়েছিলেন দ্বীপরাষ্ট্রের ক্রীড়ামন্ত্রী রোশন রণসিঙ্ঘে (Roshan Ranasinghe)। তিনি দায়িত্ব তুলে দিয়েছিলেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গার (Arjuna Ranatunga) নেতৃত্বাধীন এক কমিটির হাতে। সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়ে সাম্মি সিলভা (Shammi Silva) ও অন্যান্য কর্তাকে পদে পুনর্বহাল করেছে শ্রীলঙ্কার আদালত। এবার আইসিসি’র (ICC) কোপেও পড়তে হলো শ্রীলঙ্কাকে। বোর্ডের কার্যকলাপে রাজনৈতিক হস্তক্ষেপের জন্য নিষিদ্ধ করা হলো তাদের। আগামী বছর অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে শ্রীলঙ্কার। আইসিসি’র সিদ্ধান্তে তা এখন বিশ বাঁও জলে।