Ipl
Heinrich Klassen | Image: Getty Images

World Cup 2023: মুম্বইয়ের মাঠে আজ মহারণ। মুখোমুখি দুই হেভিওয়েট-ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। গত বিশ্বকাপের (ICC World Cup) চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলতি টুর্নামেন্টে এখনও দাপট দেখাতে পারে নি। প্রথম ম্যাচে হেরেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারালেও, তৃতীয় খেলায় তাদের বিরুদ্ধে বাজিমাত করেছে আফগানিস্তান। দিল্লীর মাঠে এই অঘটনের ধাক্কা সামলে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই জস বাটলারের দলের। দ্বিতীয় জয়ের লক্ষ্যে আজ একাদশে ফেরানো হয়েছে বেন স্টোকসকে (Ben Stokes)। অন্যদিকে অঘটন ঘটেছে প্রোটিয়াদের সাথেও। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে লীগ তালিকার উপরের দিকেই ছিলেন ডি কক, মার্করাম’রা (Aiden Markram)। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে অপ্রত্যাশিত হার ওলটপালট করে দিয়েছে যাবতীয় হিসেব। আজ অধিনায়ক তেম্বা বাভুমাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। নেতৃত্ব দিচ্ছেন মার্করাম।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার (Jos Buttler)। শুরুতেই ডি কক’কে তুলে নিয়ে তাদের এগিয়েও দিয়েছিলেন রিস টপলি। এরপর তিনি চোটের কবলে পড়েন। রিজা হেনড্রিকস এবং রাসি ফান দার ডুসেনের জুটিতে ঘুরেও দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ২০ ওভার অপেক্ষা শেষে মেলে উইকেট। জোড়া অর্ধশতক আসে হেনড্রিকস (Reeza Hendricks) এবং ডুসেনের থেকে। দুই তারকাকে ফিরিয়েও রেহাই মেলে নি ইংল্যান্ডের। ছন্দে থাকা এইডেন মার্করাম চার নম্বরে ব্যাট করতে নেমে ইনিংসের হাল ধরেন। সাথে পান হেনরিখ ক্লাসেনকে (Heinrich Klaasen)। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য ক্রিকেট খেলেছিলেন ক্লাসেন। তাঁর থেকে অপেক্ষা ছিলো বড় ইনিংসের। আজ ৬৭ বলে ১০৯ করে দক্ষিণ আফ্রিকা ইনিংসকে দিশা দেন তিনি। নির্ধারিত ৫০ ওভার শেষে তারা থামে ৩৯৯ রানে।

Read More: IND vs NZ: তিন খেলোয়াড় যার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের দৌড় থামাবে ভারত !!

প্রোটিয়া ইনিংসের ভিত গড়েন ডুসেন-হেনড্রিকস-

Rassie van der Dussen and Jos Buttler | ICC World Cup 2023 | Image: Getty Images
Rassie van der Dussen and Jos Buttler | ICC World Cup 2023 | Image: Getty Images

প্রথম বলেই চার হাঁকিয়েছিলেন ক্যুইন্টন্ড ডি কক (Quinton de Kock)। ইংল্যান্ডকে দ্বিতীয় বলে ম্যাচে ফেরান রিস টপলি (Reece Topley)। তাঁর ডেলিভারি ডি ককের ব্যাট ছুঁয়ে জমা পড়ে জস বাটলারের দস্তানায়। গতবারের চ্যাম্পিয়নদের উচ্ছ্বাস অবশ্য বেশীক্ষণ স্থায়ী হয় নি। রিজা হেনড্রিকসের সাথে জুটিতে বড় রান তোলার দিকে এগোতে থাকেন রাসি ফান দাস ডুসেন। বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচে শতরান করেছিলেন ডুসেন। তার পরের ম্যাচগুলিতে কিঞ্চিত শান্ত ছিলো তাঁর ব্যাট। আজ ফের জ্বলে উঠলেন তিনি। ৬১ বলে ৮টি চারের সাহায্যে ৬০ রান এলো তাঁর ব্যাট থেকে। আদিল রশিদের (Adil Rashid) বলে যখন সাজঘরে ফিরলেন তখন দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে ১২৫ রান। কুড়ি ওভার ইংল্যান্ড বোলিং-এর যাবতীয় আক্রমণ ভোঁতা করতে দেখা গেলো তাঁকে।

রান পাচ্ছিলেন না তেম্বা বাভুমা। সঙ্গী হয়েছিলো অসুস্থতা। তাঁর বদলে আজ সুযোগ পেয়েছিলেন রিজা হেনড্রিকস (Reeza Hendricks)। বিশ্বকাপে  (ICC World Cup 2023) প্রথম সুযোগেই জাত চেনালেন তিনি। আগ্রাসী ব্যাটিং করতে দেখা গেলো বছর ৩৪-এর ওপেনারকে। ৯টি চার এবং ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। ৭৫ বলে ৮৫ রান করে আউট হন আদিল রশিদের (Adil Rashid) বলেই। দক্ষিণ আফ্রিকার দুই ও তিন নম্বর ব্যাটার সাজঘরে ফিরলেও স্তব্ধ হয় নি রানগতি। আজকের ম্যাচের অধিনায়ক এইডেন মার্করামকেও (Aiden Markram) দেখা গেলো কার্যকরী একটি ইনিংস খেলতে। চলতি বিশ্বকাপে ৪৯ বলে শতরানের নজির গড়েছিলেন তিনি। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৪ বলে করেন ৪২ রান।

ক্লাসেনের বিস্ফোরক ব্যাটিং-এ বড় রান দক্ষিণ আফ্রিকার-

Heinrich Klaasen | ICC World Cup 2023 | Image: Getty Images
Heinrich Klaasen | ICC World Cup 2023 | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) সম্পর্কে বিশ্বকাপ শুরুর আগে বলা হচ্ছিলো যে এই মুহুর্তে গোটা বিশ্বে স্পিনের বিরুদ্ধে তাঁর সমকক্ষ আর কেউ নেই। টুর্নামেন্টে বেশ কিছু ভালো ক্যামিও ইনিংস খেললেও বড় রানের মুখ এতদিন দেখেন নি তিনি। আজ মুম্বইয়ের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সেই আক্ষেপ মিটিয়ে নিলেন তিনি। ব্যাট করতে নেমেছিলেন পাঁচ নম্বরে। ইনিংসের গোড়া থেকেই আগ্রাসী ভূমিকায় দেখা গেলো ক্লাসেনকে। যে ভঙ্গিমাতে দিনকয়েক আগে দেশের মাটিতে অস্ট্রেলীয় বোলারদের গ্যালারিতে আছড়ে ফেলেছিলেন, আজ তেমন ভাবেই খেললেন টপলি, উড, রশিদ’দের। ৬৭ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। চলতি বিশ্বকাপে চতুর্থ প্রোটিয়া ক্রিকেটার হিসেবে শতরান এলো তাঁর ব্যাট থেকে। ক্লাসেন (Heinrich Klaasen) ঝড়েই দক্ষিণ আফ্রিকার রান সংখ্যা ৩০০ বা ৩১০-এর বদলে পৌঁছে গেলো ৩৯৯তে।

মুম্বইয়ের মাঠে আজ রান পান নি ডেভিড মিলার (David Miller)। মাত্র ৫ করেন তিনি। লোয়ার অর্ডারে নেমে মার্কো ইয়ানসেন বরং সঙ্গ দিলেন হেনরিখ ক্লাসেনকে। তাঁর ব্যাট থেকেও এলো ৭৫* রান। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট পেয়েছেন রিস টপলি (Reece Topley)। চোট পেয়ে এক সময় মাঠ ছাড়লেও ফিরে এসে মার্করাম এবং মিলারকে আউট করেন তিনি। এছাড়া ২টি উইকেট আদিল রশিদের। অলরাউন্ডারদের বাইরে রেখে বিশেষজ্ঞ বোলার’দের দল সাজানোর যে স্ট্র্যাটেজি নিয়েছিলেন ইংল্যান্ড কোচ ম্যাথু মট, তা বিশেষ কার্যকরী হয় নি আজ। মার্ক উড, ডেভিড উইলি-উইকেটের মুখ দেখেন নি কেউই। স্পিনারের অভাব মেটাতে জো রুটকেও বেশ কয়েক ওভার হাত ঘোরাতে হলো। সাফল্য পান নি তিনিও। বোলারদের ব্যর্থতার দিনে ইংল্যান্ডের আশা-ভরসা এখন ব্যাটাররাই।

Also Read: AUS vs PAK: অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে অজি ভক্তের মুখে ‘ভারত মাতা কি জয়…’ স্লোগান, ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *