World Cup 2023: চিপকের বাইশ গজে আজ ফের এক ‘অঘটন।’ পরপর দুই ম্যাচ হেরে বেকায়দায় নিঃসন্দেহে ছিলো পাকিস্তান। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে তারা যে শেষমেশ হেরে মাঠ ছাড়বে এমন ভবিষ্যদ্বাণী খেলা শুরুর আগে সম্ভবত করতে চাইতেন না কোনো ক্রিকেটবোদ্ধাই। কিন্তু ‘মহান অনিশ্চয়তার খেলায়’ আজ দেখা গেলো তেমনটাই। বাবর-শাহীন-মহম্মদ রিজওয়ানদের মত তারকাসমৃদ্ধ পাকিস্তান বিশেষ পাত্তাই পেলো না আফগানদের বীরত্বের কাছে। ৮ উইকেটের ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হলো পাক শিবিরকে। বিশ্বকাপের (ICC World Cup 2023) শুরুতে সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে ভাবা হচ্ছিলো পাকিস্তানকে। সেখানে এখন বিদায়ের আতঙ্ক জাঁকিয়ে বসেছে তাদের উপর। অন্যদিকে ইংল্যান্ডের পর পাকিস্তানকে হারিয়ে নতুন স্বপ্নের সন্ধানে গান্ধার দেশের ক্রিকেটাররা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংস শেষ হয়েছিলো ২৮২ রানে। আবদুল্লাহ শফিক করেন ৫৮। রান পান পাক অধিনায়ক বাবর আজম। করেন ৭৪। জবাবে ব্যাট করতে নেমে শাহীন শাহ আফ্রিদি, হাসান আলি, হারিস রউফদের বিপক্ষে সাবলীল ব্যাটিং করলেন রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদ্রান। তাঁদের জোড়া অর্ধশতকই জয়ের ভিত গড়ে দেয় আফগানদের। ব্যক্তিগত ৬৫ রানের মাথায় ফেরেন গুরবাজ। ৮৭ করে আউট হন ইব্রাহিম’ও। তবুও এক মুহূর্তের জন্য ম্যাচে চালকের আসনে ফিরতে পারে নি পাকিস্তান। রহমত শাহের অপরাজিত ৭৭ এবং অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদীর অপরাজিত ৪৬ আফগানদের চলতি বিশ্বকাপে দ্বিতীয় জয় এনে দেয়। দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়ে উচ্ছ্বসিত ইব্রাহিম জাদ্রান।
Read More: World Cup 2023: বাজছে বিদায়ের ঘন্টা, আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে লজ্জার পরাজয় পাকিস্তানের !!
‘ইতিবাচক থাকতে চেয়েছিলাম…’ বলছেন ইব্রাহিম-

বিশ্বকাপের (ICC World Cup 2023) শুরুর কয়েকটি ম্যাচে বড় রান পান নি। সেখান থেকে আজ পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি জয়ের নায়ক। মানসিকতার কোন বদলে সম্ভব হলো এই ম্যাজিক? পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই এই প্রশ্নটি ধেয়ে এলো ম্যাচের সেরা ইব্রাহিম জাদ্রানের দিকে। বছর ২১-এর তরুণ জানালেন, “আমি মাঠে নেমে ইতিবাচক থাকতে চেয়েছিলাম, সেটাই আমার অভিপ্রায় ছিলো। এবং নিজের লক্ষ্যে সফল হয়েছি।” রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে তাঁর জুটির সাফল্যের রসায়ন কি? উত্তরে ইব্রাহিম জানান, “আমরা একসাথে অনেক ক্রিকেট খেলেছি। অনূর্দ্ধ-১৬ থেকে একসাথে খেলছি, তাই নিজেদের মধ্যে সংযোগ বেশ ভালো রানিং বিট্যুইন দ্য উইকেটের সময়।”
নিজের ব্যাটিং সঙ্গীর প্রশংসায় পঞ্চমুখ আজকের ম্যাচের সেরা ক্রিকেটার। বলেন, “(ওপেনিং জুটিতে) যেভাবে গুরবাজ আমার পাশে থেকেছে, সেটা আমায় যথেষ্ট সাহায্য করেছে। ছন্দ খুঁজে পেতে সাহায্য করেছে।” নিঃসন্দেহে আজকের জয় আফগান ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিলো। দিনকয়েক আগে ইংল্যান্ডের বিপক্ষে সাফল্যের পর রশিদ খান সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অচলাবস্থায় জর্জরিত দেশে ক্রিকেটই একমাত্র বিনোদন, বাইশ গজের লড়াই দেয় মুক্তির আস্বাদ। আজ এই সাফল্য তাই দেশবাসীর সাথে ভাগ করে নিতে চান ইব্রাহিম জাদ্রান। সাক্ষাৎকার শেষ করার আগে তাই বললেন, “আজ নিজের এবং নিজের দেশের জন্য গর্ব অনুভব হচ্ছে।”
Also Read: World Cup 2023: ইতিহাস গড়লো আফগানিস্তান, ‘হেভিওয়েট’ পাকিস্তানকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসছেন রশিদ-গুরবাজ’রা !!