world-cup-harbhajan-urges-babar-to-learn-from-kohli

World Cup 2023: ফের মুখ থুবড়ে পড়লো পাকিস্তান। নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের (ICC World Cup 2023) আঙিনায় শুরুটা ইতিবাচকই হয়েছিলো তাদের, কিন্তু কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতেই সামনে চলে এসেছে পাক শিবিরের কঙ্কালসার ছবিটা। গত শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খড়কুটোর মত উড়ে গিয়েছিলো আইসিসি র‍্যাঙ্কিং-এ দুই নম্বরে থাকা দল। হারতে হয়েছিলো ৭ উইকেটে। সেই হারের ধাক্কা সামলে ওঠার আগেই ফের পরাজয়। এবার প্রতিপক্ষ ছিলো অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার তোলা বিশাল স্কোরের নীচে চাপা পড়তে হলো বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan)।

টসে জিতেছিলো পাকিস্তানই। প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান অধিনায়ক বাবর। দুই ওপেনারের ধুন্ধুমার ব্যাটিং-এর সৌজন্যে বড় স্কোরের দিকে এগোতে থাকে অজিরা। ব্যক্তিগত ১০ রানের মাথায় জীবন পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। ক্যাচ ফস্কান উসামা মীর। দ্বিতীয়বার কোনো রকম ভুল আর করেন নি তিনি। ওডিআই কেরিয়ারের ২১তম শতরান এলো তাঁর ব্যাট থেকে। জন্মদিনে বিশ্বকাপে শতরানের মালিক হলেন মিচেল মার্শ’ও (Mitchell Marsh)। ওপেনিং জুটিতে উঠলো ২৬৭ রান। শেষের ওভারগুলোয় শাহীন আফ্রিদির সৌজন্যে লড়াইতে ফেরে পাকিস্তান। অস্ট্রেলিয়া থামে ৩৬৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে আশা জাগিয়েছিলো ইমাম উল হক এবং আবদুল্লাহ শফিকের জুটি। ব্যাট হাতে লড়াই চালান মহম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদরাও। কিন্তু শেষমেশ ৬২ রানের ব্যবধানে হাত এড়ানো যায় নি। গতকালের ম্যাচে ফের একবার আতসকাঁচের নীচে বাবর আজমের (Babar Azam) পারফর্ম্যান্স।

Read More: IPL 2024: ভারতের বাইরে নয় বরং দেশের মাটিতেই বসতে চলেছে আইপিএল ২০২৪’এর আসর !!

বাবর’কে পরামর্শ হরভজন সিং-এর-

Babar Azam | ICC World Cup 2023 | Image: Getty Images
Babar Azam | ICC World Cup 2023 | Image: Getty Images

খাতায়কলমে এই মুহূর্তে একদিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার তিনি। প্রায় ১০০০ দিন র‍্যাঙ্কিং-এর মগডাল থেকে তাঁকে সরাতে পারেন নি কেউই। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে যতই রান করুন, বড় টুর্নামেন্টে বাবরের (Babar Azam) ক্রমাগত ব্যর্থতা তাঁর দক্ষতা ও মানসিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আরও একবার। টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপের (Asia Cup 2023) পর ওডিআই বিশ্বকাপেও (ICC World Cup 2023) এখনও অবধি ব্যর্থই তিনি। ভারতের বিরুদ্ধে ৫৭ বলে ৫০ রানের ইনিংস ব্যতীত একটি ম্যাচেও উল্লেখযোগ্য রান পান নি তিনি। রোহিত, বিরাট, রিজওয়ান-রা যখন রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়, তখন বাবরের চার ম্যাচে সংগ্রহ মাত্র ৮৩। ব্যাটিং গড় ২০.৭৫।

গতকাল ৩৬৯ রান তাড়া করতে নেমে বড় ইনিংস খেলুন বাবর (Babar Azam), বেঙ্গালুরুর জনতাকে বুঝিয়ে দিন কেন তিনি বিশ্বসেরা। এমনটাই আশা করেছিলেন তাঁর ভক্তেরা। কিন্তু মাত্র ১৮ রান করে উইকেট ছুঁড়ে দিয়ে দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন তিনি। অ্যাডাম জাম্পার (Adam Zampa) বলে ধরা পড়েন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) হাতে। বড় মঞ্চে বাবরের (Babar Azam) ব্যর্থতা চোখ এড়ায় নি বিশেষজ্ঞদের। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্ত (Vikrant Gupta) পাক অধিনায়কের ফর্ম নিয়ে প্রশ্ন তোলেন ট্যুইটারে। তিনি লেখেন, “বাবর আজমের এই ম্যাচটা জেতানো উচিৎ ছিলো পাকিস্তানকে। যেমনটা বিরাট কোহলি এক দশকেরও বেশী সময় ধরে করে আসছে।”

পাক ক্রিকেটমহল থেকে মাঝেমধ্যেই ভারতের কোহলির সাথে যেভাবে বাবরের তুলনা করা হয়, তা যে আদৌ যুক্তিযুক্ত নয়, তা বুঝিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী হরভজন সিং-ও (Harbhajan Singh)। বিক্রান্তের ট্যুইট’টি রিট্যুইট করেন তিনি। ক্যাপশনে জুড়ে দেন, “আধুনিক সময়ের কিংবদন্তি কোহলি। কোনো দ্বিধা নেই এতে। প্রত্যেক পরিস্থিতি এবং পরিবেশ রান করেছে এবং ভারতকে জিতিয়েছে। বাবর এবং আরও অনেকের কিং কোহলির থেকে শিক্ষা নেওয়া উচিৎ। কথা শেষ। কারও কোনো সন্দেহ আছে এই নিয়ে?”

দেখে নিন ভাজ্জির ট্যুইট’টি-

Also Read: AUS vs PAK: অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে অজি ভক্তের মুখে ‘ভারত মাতা কি জয়…’ স্লোগান, ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *