World Cup 2023: ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান বর্তমানে রীতিমত ঘটনাবহুল। শুরুটা হয়েছিলো হায়দ্রাবাদে। বিমানবন্দরে পা রাখামাত্র উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি’রা (Shaheen Shah Afridi)। রাজীব গান্ধী স্টেডিয়ামে পরপর নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে লীগ তালিকার উপরের দিকে জায়গাও করে নিয়েছিলেন তাঁরা। কিন্তু বিপত্তি বাঁধে তৃতীয় ম্যাচে। আহমেদাবাদের মাঠে টিম ইন্ডিয়ার (Team India) মুখোমুখি হয়ে রীতিমত খড়কুটোর মত উড়ে যায় পাকিস্তান। দিনকয়েক আগে এশিয়া কাপের আসরে চিরপ্রতিদ্বন্দ্বিদের ভারত হারিয়েছিলো ২২৮ রানের বিশাল ব্যবধানে। বিশ্বকাপেও (ICC World Cup 2023) সেই ছন্দ ধরে রাখে রোহিত শর্মার দল। ৭ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তারা।
প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় ভালোই এগোচ্ছিলো পাক শিবির। ওপেনার’রা ফিরে যাওয়ার পর সামলে নিয়েছিলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। কিন্তু তাঁদের ৮২ রানের জুটি ভাঙতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তান ব্যাটিং। ইনিংস গুটিয়ে যায় ১৯১ রানে। বড় রান পান নি শুভমান ও বিরাট। তবে ভারতের জয় তাতে আটকায় নি। বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর ৬৩ বলে ৮৬ রানের ইনিংস পাক বোলিং-এর শিরদাঁড়া ভেঙে দেয়। শ্রেয়স আইয়ারের স্থিতধী ৫৩* ভারতকে জয় এনে দেয় আহমেদাবাদে। টিম ইন্ডিয়ার বিপক্ষে এইভাবে নতজানু হওয়ার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পাকিস্তান। তাঁদের দেশের প্রাক্তনীরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরাও ছাড়ছেন না কটাক্ষ করতে। আহমেদাবাদের ফলাফল নিয়ে বাবর’দের বিঁধলেন সৌরভ গঙ্গোপাধ্যায়’ও।
Read More: World Cup 2023: আফগান আক্রমণ সামাল দিলেন ল্যাথাম ও ফিলিপস, চেন্নাইতে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৮৮ রান !!
মাঠের বাইরেও দানা বেঁধেছে বিতর্ক-

ভারত-পাক ম্যাচ নিয়ে উত্তপ্ত বিশ্বকাপের (ICC World Cup 2023) আবহ। খেলা শেষ হয়ে গিয়েছে গত শনিবার। এখনও রেশ রয়ে গিয়েছে সেই ম্যাচের। মাঠের পাশাপাশি মাঠের বাইরের নানা ঘটনা নিয়েও দানা বেঁধেছে বিতর্ক। খেলা চলাকালীন ভারতীয় সমর্থকদের তরফ থেকে বেশ কিছু আপত্তিজনক স্লোগান দেওয়া হয়েছে পাকিস্তানের উদ্দেশ্যে, উঠেছে অভিযোগ। এছাড়াও মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) আউট হয়ে ফেরার সময় গ্যালারি থেকে তাঁর উদ্দেশ্যে ভেসে এসেছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। দিনকয়েক আগে হায়দ্রাবাদের মাঠে জলপানের বিরতির সময় মাঠেই নমাজ পড়তে দেখা গিয়েছিলো মহম্মদ রিজওয়ানকে। সেই ঘটনা নিয়েও একপ্রস্থ হইচই হয়েছে। ক্রিকেটের সাথে ধর্মকে মিলিয়ে দিচ্ছেন রিজওয়ান, এহেন অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে আদালতে গিয়েছেন বিনীত জিন্দল নামে এক আইনজীবী।
ভারত-পাক ম্যাচ’কে আইসিসি আয়োজিত প্রতিযোগিতা নয়, বরং বিসিসিআই আয়োজিত ম্যাচ বলে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তান প্রশিক্ষক মিকি আর্থার’ও (Mickey Arthur)। যদিও তাঁর অভিযোগ উড়িয়ে দিতে শোনা গিয়েছে ওয়াসিম আক্রম, মঈন খানের মত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদেরই। তবে বিসিসিআই-পিসিবি (PCB) দ্বন্দ্ব ফের নতুন মোড় নেওয়ার পথে। পাকিস্তানী সাংবাদিক ও সমর্থকদের যথেষ্ট পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে আইসিসি’র দ্বারস্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে পিসিবি’র অভিযোগের কি জবাব দেওয়া হয়, এখন সেইদিকেই নজর ক্রিকেটদুনিয়ার।
বাবর’দের বিঁধলেন সৌরভ গঙ্গোপাধ্যায়-

বিশ্বকাপে (ICC World Cup 2023) ছুটছে ভারতের অশ্বমেধের ঘোড়া। পরপর তিন ম্যাচে দাপুটে জয়। তার মধ্যে তৃতীয়টি এসেছে পাকিস্তানের বিরুদ্ধে। স্বভাবতই খুশি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করতেও শোনা গিয়েছে তাঁকে। টাইমস নাও’কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, “রোহিত (শর্মা) পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলেছে। ভারত সব বিভাগেই বেশ ভালো করছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগে সঠিক সময়ে, সঠিক ভাবে ছন্দে রয়েছে দল।” এর আগে সাংবাদিক বিক্রান্ত গুপ্তকে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে সম্ভাব্য বিশ্বকাপ (ICC World Cup 2023) বিজেতা হিসেবে ঘোষণা করেছিলেন তিনি। সাফল্যের মূল কাণ্ডারী যে হতে চলেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা-তাও তখন জানিয়েছিলেন তিনি।
পূর্বের এক আলাপচারিতায় বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের তালিকায় পাকিস্তানকে রাখেন নি সৌরভ (Sourav Ganguly)। বরং তারা হয়ত পাঁচে শেষ করবে বলেই মনে করেছিলেন তিনি। ভারতের বিপক্ষে বাবর-বাহিনীর হারের পর ফের একবার পড়শি দেশের সমালোচনা শোনা গেলো তাঁর গলায়। যে পাকিস্তানের বিপক্ষে একটা সময় বহু রোমাঞ্চকর ম্যাচ খেলেছেন তিনি নিজে, তাদের সাথে আজকের দল’কে মেলাতে পারছেন না তিনি। জানিয়েছেন, “আমাদের সময় পাকিস্তান একটা আলাদাই দল ছিলো। এই ধরণের পাকিস্তান দলের বিরুদ্ধে আমরা কখনও খেলতাম না। এই দল ব্যাটিং-এর সময় চাপ সহ্যই করতে পারে না।” আগামী ২০ তারিখ পাকিস্তানের ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে বাবর-শাহীনদের।