World Cup 2023: বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চললো। ঘরের মাঠে স্বপ্নভঙ্গের যন্ত্রণা সামলে উঠে টিম ইন্ডিয়াও ইতিমধ্যে ফিরেছে মাঠে। যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনাল হারতে হয়েছিলো, তাদের বিরুদ্ধেই দ্বিতীয় সারির দল নিয়েও ২০৯ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে প্রথম টি-২০ ম্যাচে। ক্রিকেটদুনিয়া সামনের দিকে এগিয়ে চললেও ভারতীয় ক্রিকেটজনতার মনে কিন্তু বিশ্বকাপ ফাইনালের রেশ কাটে নি এখনও। নেপথ্যে অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শের (Mitchell Marsh) একটি ছবি। ষষ্ঠ বিশ্বখেতাব জিতে উদযাপনে মত্ত অজি অলরাউন্ডারের একটি ছবি ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে পানীয়ের বোতল হাতে মার্শ সোফায় বসে থাকলেও তাঁর পা রাখা রয়েছে বিশ্বকাপের ট্রফিটির উপর।
যে ট্রফি জয়ের জন্য দেড় মাসব্যপী সংগ্রাম, তার উপর পা রাখা নিয়ে মার্শের (Mitchell Marsh) উপর চটেছেন ভারতীয়দের একাংশ। অভিনেত্রী উর্বশী রাউতেলা, টিম ইন্ডিয়ার ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami) অবধি মার্শের সমালোচনা করেছেন। ট্রফির উপর অজি অলরাউন্ডারের পা রাখা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ক্রিকেটসমাজ। এক দল মনে করছেন মার্শ (Mitchell Marsh) যা করেছেন তা ‘জেন্টলম্যানস গেম’-এর ধারণার পরিপন্থী। আবার অপর পক্ষের ধারণা ভারতীয় সংস্কৃতি ও অস্ট্রেলীয় সংস্কৃতির মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। ট্রফিতে পা রাখা ভারতীয়দের খারাপ লাগলেও অস্ট্রেলীয় জনতার কাছে খুবই সাধারণ ঘটনা। এতদিন সোশ্যাল মিডিয়াতেই কেবল বন্দী ছিলো এই আলোচনা। এবার আইনি জটিলতার মুখেও পড়তে হতে পারে মিচেল মার্শকে (Mitchell Marsh)। জল গড়ালো থানা-পুলিশ অবধি।
Read More: IND vs AUS: “একটু লজ্জা হওয়া উচিত……”, অজিদের বিরুদ্ধে টি-২০ ম্যাচের জয়কে প্রতিশোধ দেখায় ট্রোল নেটপাড়ায় !!
মার্শের বিরুদ্ধে দায়ের হলো FIR-

ভারতের হয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ফাইনালের পর তাঁকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন মার্শের বিশ্বকাপ ট্রফির উপর পা রেখে ছবি তোলা নিয়ে। তিনি বলেন, “এতে আমি আহত হয়েছি। যে ট্রফিটা জেতার জন্য সারা বিশ্ব লড়াই করে। যেটা আমরা মাথায় তুলে রাখতে চাই, তাতে পা দেওয়া আমায় খুশি করে নি।” শামির মন্তব্যের পর এই বিতর্কের আগুনে নতুন করে ঘি পড়ে। মার্শের চাপ আরও বাড়ালেন পণ্ডিত কেশব (Pandit Keshav) নামে এক ব্যক্তি। উত্তরপ্রদেশের আলিগড়ে অস্ট্রেলীয় অলরাউন্ডারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন তিনি। দায়ের হয়েছে FIR।
অভিযোগের প্রতিলিপি পণ্ডিত কেশব পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মার্শের (Mitchell Marsh) ভারতের ক্রিকেট খেলার উপর নিষেধাজ্ঞা জারি করতে। ট্রফিতে পা দিয়ে তিনি ভারতীয়দের অনুভূতিতে আঘাত করেছেন বলে অভিযোগ তাঁর।গোটা বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেন নি অস্ট্রেলীয় তারকা। বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের পর টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। কিন্তু মিচেল মার্শ (Mitchell Marsh) ফিরে গিয়েছেন দেশে।
মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারদের মত তারকার সাথে মার্শকেও বিশ্রাম দিয়েছে অজি ক্রিকেট বোর্ড। আইপিএল খেলতে আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসে ভারতে ফেরার কথা মার্শের। গত মরসুমে দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি। বিশেষ সফল হন নি। এই বিতর্কের আবহে তাঁকে আদৌ দিল্লী ধরে রাখবে কিনা সেই দিকে রয়েছে নজর। রবিবার, অর্থাৎ ২৬ নভেম্বর রিলিজ-রিটেনশন তালিকা সামনে এলেই পরিষ্কার হবে ছবিটা। যদি দিল্লী ক্যাপিটালস (DC) মার্শকে রিলিজ করে দেয়, তাহলে আগামী ১৯ ডিসেম্বরের ‘মিনি’ নিলামের আসরে তাঁকে দিয়ে দড়ি টানাটানি দেখা যেতে পারে।