world-cup-fans-react-to-sa-win-vs-ban

World Cup 2023: দক্ষিণ আফ্রিকার দাপট চলছেই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়ারা বড় ব্যবধানে জিতেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও দুমড়ে দিয়েছিলেন তারা। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আচমকাই হারের সম্মুখীন হতে হয়েছিলো ডি কক-মার্করামদের। তবে হোঁচট খেলেও সামলে উঠতে বেশী সময় লাগে নি তাঁদের। চতুর্থ ম্যাচেই ফের বড় ব্যবধানে তারা হারিয়েছিলো গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আজ পঞ্চম ম্যাচে প্রোটিয়াদের প্রতিপক্ষ ছিলো বাংলাদেশ। সেমিফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান আরও খানিক পোক্ত করতে টাইগার্সদের বিপক্ষে বড় ব্যবধানে জয়’ই লক্ষ্য ছিলো রাবাডা-ইয়ানসেনদের। মুম্বইয়ের ওয়াংখেড়েতে ইপ্সিত লক্ষ্যে পৌঁছে যেতে বিশেষ কষ্ট করতে হলো না দক্ষিণ আফ্রিকাকে।

Read More: World Cup 2023: “দেশের জন্য গর্ববোধ হচ্ছে…” পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে জানালেন ইব্রাহিম জাদ্রান !!

বিপক্ষ দলগুলোর কাছে যেন ত্রাস হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁরা করেছিলেন ৪২৮, গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৩৯৯ আর আজ বাংলাদেশের বিরুদ্ধে করলেন ৩৮২। সৌজন্যে ক্যুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম এবং ডেভিড মিলার। বিশ্বকাপে তৃতীয় শতরান করলেন ডি কক। তাঁর প্রশংসা করে নেটমাধ্যমে একজন লিখেছেন, ‘স্বপ্নের ফর্মে রয়েছেন’, এই বিশ্বকাপই শেষ। এরপর আর খেলবেন না পঞ্চাশ ওভারের ফর্ম্যাট। জানিয়ে দিয়েছেন তিনি। ‘শেষটা স্মরণীয় করে রাখতে চায়’, ডি কক সম্বন্ধে মন্তব্য আরও একজনের। ৪৯ বলে ৯০ রান করেন হেনরিখ ক্লাসেন। প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটার সম্বন্ধে জনৈক নেটনাগরিকের মন্তব্য, ‘চার-ছক্কার বাইরে কিছু জানেনই না ক্লাসেন।’

রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই ছিলো ব্যাকফুটে। পরপর উইকেট হারিয়ে একটা সময় লজ্জার হারের দিকে এগোচ্ছিলো তারা। টাইগার্সদের খানিক মুখরক্ষা হলো মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে। অভিজ্ঞ অলরাউন্ডার ৩৮ বছর বয়সে এসেও অনবদ্য পারফর্ম করছেন বিশ্বকাপে। আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে কার্যকরী ৪৬ রান করেছিলেন। আজ একা কুম্ভ হয়ে লড়াই করে শতরান করতে দেখা গেলো তাঁকে। মাহমুদুল্লাহ’র ১১১ বলে ১১১ রানের ইনিংসটি মোহিত করেছে নেটদুনিয়াকে। বাংলাদেশ দলকে কটাক্ষ্ করলেও সকলেই একবাক্যে স্বীকার করছেন যে মাহমুদুল্লাহ সত্যিই ‘চ্যাম্পিয়ন ক্রিকেটার’ টাইগার অলরাউন্ডার সম্পর্কে এক নেটিজেনের মন্তব্য, ‘যেভাবে একাই ইনিংসকে টেনে নিয়ে গেলেন তা শিক্ষণীয়’, ‘এই লড়াইটা ভুলবো না’ লিখেছেন আরও একজন।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup 2023: থামছে না আফগানদের সেলিব্রেশন, পাকিস্তানকে হারিয়ে ড্রেসিং রুমে চলছে উন্মাদ নাচ !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *