World Cup 2023: “সঠিক সময় ছন্দে ফিরেছে অজিরা…” বিশ্বকাপে বিরাট জয় অস্ট্রেলিয়ার, হইচই নেটমাধ্যমে !! 1

World Cup 2023: বিশ্বকাপে আজ মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস। দিনকয়েক আগে ধর্মশালার মাঠে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছিলো ডাচ বাহিনী। যার ফলে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের কাছে থেকে আরও একটা ‘অঘটন’-এর আশা রেখেছিলেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। কিন্তু ব্যতিক্রম যে রোজ রোজ হয় না, সেটাই প্রমাণিত হলো আজ। অস্ট্রেলিয়া শুধু জয় পেলো না, বরং জিতলো রেকর্ড রানের ব্যবধানে। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) প্রথম দুই ম্যাচ হেরে বেশ সমালোচনার মুখে পড়েছিলো অজি ব্রিগেড। সেমিফাইনালের দৌড় থেকে অনেকখানি পিছিয়ে পড়েছিলো। কিন্তু শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে পরপর তিন ম্যাচে হারিয়ে আবার শেষ চারের লড়াইতে প্রত্যাবর্তন ঘটালেন কামিন্স, ওয়ার্নার, স্টিভ স্মিথ’রা।

Read More: World Cup 2023, AUS vs NED: ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডকে ৩০৯ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইলো অজি ব্রিগেড !!

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার হয়ে আজ বাইশ গজে রাজত্ব করতে দেখা গেলো ডেভিড ওয়ার্নারকে। ১০৪ রান করেন তিনি। বিশ্বকাপে (ICC World Cup) ষষ্ঠ শতক হলো তাঁর। ‘বড় টুর্নামেন্টে ওয়ার্নারের জুড়ি মেলা ভার’ , অজি ওপেনারের প্রশংসায় পঞ্চমুখ নেটমাধ্যম। জোড়া অর্ধশতক করে শুভেচ্ছা কুড়োলেন স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন’ও। ‘এই রান আগামীর আত্মবিশ্বাস যোগাবে’ লিখেছেন এক অনুরাগী। তবে আজ নেটদুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে গ্লেন ম্যাক্সওয়েল। অসামান্য এক ইনিংস খেললেন তিনি। চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গেলো তাঁর ব্যাটে। মাত্র ৪০ বলে শতরান করে বিশ্বকাপের দ্রুততম শতকের মালিক হলেন তিনি। ‘ম্যাড ম্যাক্স একেই বলে’ লিখেছেন একজন। ‘আজ মনে হয় বাউন্ডারির বাইরে কথা বলে নি ও’ মন্তব্য এক বিস্মিত নেটিজেনের।

ওয়ার্নার-ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে যোগ করেছিলো ৩৯৯ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে হতদ্যম হয়ে পড়তে দেখা গেলো নেদারল্যান্ডসকে। স্টার্ক-হ্যাজেলউড-কামিন্স ত্রয়ী ইনিংসের গোড়াতে গতির স্টিম রোলার চালিয়ে দেন বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডয়েডদের উপরে। পরপর উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়েছিলো ডাচ বাহিনী। ৯০ রানে গুটিয়ে গিয়ে তারা হারলো ৩০৯ রানে। ‘সঠিক সময় ছন্দে ফিরেছে অস্ট্রেলিয়া’ আজকের পারফর্ম্যান্স বিশ্লেষণ করে মন্তব্য এক নেটনাগরিকের। ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভালো খেলবে না এ কি আদৌ সম্ভব?’ কামিন্স-বাহিনীর প্রশংসা করে মন্তব্য আরও একজনের। ‘এই ছন্দটাই ধরে রাখতে হবে’ ষষ্ঠ বিশ্বকাপের (ICC World Cup) স্বপ্ন এখন থেকেই দেখতে শুরু করে দিয়েছেন সমর্থকেরা।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup 2023: “দিল্লীতে ম্যাক্সওয়েল ধামাকা…” ডাচদের বিপক্ষে রানের পাহাড় অস্ট্রেলিয়ার, চুটিয়ে উপভোগ করছে নেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *