world-cup-fans-react-as-eng-win-vs-ned

World Cup 2023: গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবারের বিশ্বকাপে (ICC World Cup 2023) বেশ বেকায়দায়। প্রথম সাত ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে লীগ তালিকায় সবার নীচে জায়গা করে নিয়েছিলো তারা। বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নেওয়ার স্বপ্ন ভেঙেছিলো আগেই। এমনকি দুই বছর পর আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া নিয়েও দেখা গিয়েছিলো প্রশ্ন। আইসিসি’র নিয়ম অনুযায়ী বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বের লীগ তালিকায় প্রথম আটে থাকলে তবেই মিলবে ছাড়পত্র। দশম স্থানে থাকা ইংল্যান্ডকে অন্তত দুই ধাপ উঠে আসতেই হত। আজ পুনের মাঠে অবশেষে টানা ব্যর্থতার গ্লানি ঝেড়ে ফেলতে সক্ষম হলো তারা। নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে তারা কেবল আত্মবিশ্বাস ফিরে পেলো যে তা নয়, একই সাথে ইংল্যান্ড এক লাগে লীগ তালিকায় উঠে এলো সাত নম্বরে।

Read More: World Cup 2023, ENG vs NED: অবশেষে জয়ের মুখ দেখলো ইংল্যান্ড, নেদারল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানে মিললো টুর্নামেন্টের দ্বিতীয় জয় !!

টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ওপেনিং জুটি স্থায়ী হয় নি দীর্ঘসময়। বাটলার ফেরার পর ইনিংস গড়ার দায়িত্ব কাঁধে তুলে নেন ডেভিড মালান। জো রুট, বাটলার, হ্যারি ব্রুক’রা রান পান নি। চার নম্বরে ব্যাট করতে নেমে অনবদ্য ক্রিকেট খেললেন বেন স্টোকস। ৮৪ বলে করলেন ১০৮ রান। লোয়ার অর্ডারে অনবদ্য ৫১ করেন ক্রিস ওকস’ও। নির্ধারিত ৫০ ওভারে ৩৩৯ রান করে ইংল্যান্ড। প্রথম দশ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়েছিলো নেদারল্যান্ডস। এরপর তাদের মিডল অর্ডার প্রতিরোধের যথাসাধ্য চেষ্টা করে ঠিকই। কিন্তু মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ’দের বিপক্ষে বিশেষ সুবিধা করতে পারেন নি স্কট এডওয়ার্ডস, বাস দে লীডেরা। ১৭৯ রানে শেষ হয় তাদের ইনিংস। ১৬০ রানে জিতে মাঠ ছাড়ে ইংল্যান্ড। আজকের ম্যাচ হেরে দশম স্থানে নেমে গেলো ডাচ’রা।

ইংল্যান্ডের জয়ের পর আরও একবার প্রশংসিত হয়েছেন বেন স্টোকস। ‘যখনই বিপদে পড়বে বেন স্টোকসকে স্মরণ কোরও’ ইংল্যান্ড দলকে যেন পরামর্শ দিয়েছেন এক নেটিজেন। ‘স্টোকসই আবার মান বাঁচালো’ লিখেছেন আরও একজন। অষ্টম ম্যাচে এসে মিলেছে দ্বিতীয় জয়। এই সাফল্যকে ‘সান্ত্বনা পুরষ্কার’ ছাড়া কিছুই বলতে রাজী নন নেটনাগরিকের একটা বড় অংশ। একই সাথে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা উজ্জ্বল হওয়ায় উচ্ছ্বাস করতেও দেখা গিয়েছে তাঁদের। ‘ইংল্যান্ডকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জমবে না’ লিখেছেন এক ক্রিকেট অনুরাগী। পাকিস্তানের ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে ইংল্যান্ডের হাতে। ‘আমাদের বিরুদ্ধে খেলার আগেই ইংল্যান্ডকে ফর্মে ফিরতে হলো?’ মজার ছলে লিখেছেন এক পাকিস্তানী ভক্ত। ‘আরও খানিক আগে ছন্দে ফেরা উচিত ছিলো’ জয়ের খুশির সাথে আক্ষেপও ঝরে পড়েছে এক ভক্তের গলায়।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup 2023, ENG vs NED, Match-40, Highlights: স্টোকসের শতরানে এলো সাফল্য, নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *