World Cup 2023: “এক ম্যাচেই খেল খতম…” কিউই আগুনে ভস্মীভূত আফগানিস্তান, নেটমাধ্যমে তীব্র কটাক্ষের মুখে রশিদ, মুজিব’রা !! 1

World Cup 2023: চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। দুরন্ত ছন্দে থাকা নিউজিল্যান্ড মাঠে নেমেছিলো বিশ্বকাপে (ICC World Cup 2023) টানা চতুর্থ জয় ছিনিয়ে নিয়ে লীগ তালিকার শীর্ষে জায়গা করে নিতে। অধিনায়ক কেন উইলিয়ামসন বাংলাদেশের বিরুদ্ধে আহত হলেও আজকের খেলায় ‘ফেভারিট’ ছিলো ব্ল্যাক ক্যাপস বাহিনীই। অন্যদিকে আফগানিস্তানকে ভরসা যুগিয়েছিলো গত ম্যাচের ফলাফল। শক্তিশালী ইংল্যান্ডকে দিল্লীর মাঠে পর্যুদস্ত করে চেন্নাইতে পা দিয়েছিলেন রশিদ খান, মহম্মদ নবি’রা। পূর্বের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে সাফল্যের সন্ধানে ঝাঁপানোর অঙ্গীকার ছিলো অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদীর (Hasmatullah Shahidi)।

টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় আফগানরা। কনওয়ে-ইয়ং-এর ওপেনিং জুটি চলে নি বেশীদূর। চেনা মাঠে কনওয়ে আউট হলেও তিনে নামা রচিন রবীন্দ্র’র সাথে জুটি গড়েন উইল ইয়ং। কিন্তু মাঝের ওভারে ঘটে বিপত্তি। মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় কিউইরা। ইয়ং, রবীন্দ্র, ড্যারিল মিচেল’কে সাজঘরে ফেরান আজমাতুল্লাহ ওমরজাই এবং রশিদ খান। ‘টানা তিনটি অঘটন কি ঘটবে?’ তখন প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। আফগান আক্রমণের সামনে প্রতিরোধ অবশ্য গড়ে তোলেন টম ল্যাথাম এবং গ্লেন ফিলিপস। দুজনেই অর্ধশতক করেন। ৬৮ রানের ইনিংসের জন্য প্রশংসিত হলেন ল্যাথাম। ‘নিউজিল্যান্ড যখনই বিপদে পড়ে ঢাল হয়ে দাঁড়ান ল্যাথাম’, লিখেছেন এক নেটনাগরিক। শুভেচ্ছা কুড়োলেন ফিলিপস’ও। ‘ব্যাটিং-বোলিং-উইকেটকিপিং-ফিল্ডিং, ফিলিপস সত্যিই ৪ডি ক্রিকেটার’ মন্তব্য এক উচ্ছ্বসিত ভক্তের।

Read More: World Cup 2023: কিউয়িদের বিরুদ্ধে অঘটন ঘটাতে ব্যর্থ আফগানিস্তান, ১৪৯ রানে ম্যাচ জিতে শীর্ষে টম ল্যাথামের দল !!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পর্যুদস্ত আফগানিস্তান-

NZ vs AFG | ICC World Cup 2023 | Image: Getty Images
NZ vs AFG | ICC World Cup 2023 | Image: Getty Images

৫০ ওভারে ২৮৮ রান তুলেছিলো নিউজিল্যান্ড। জিততে হলে বিশ্বকাপের (ICC World Cup 2023) ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলতে হলো আফগানিস্তানকে। শুরুতেই দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (Rahamanullah Gurbaz) এবং ইব্রাহিম জাদ্রান আউট হওয়ায় বেশ চাপের মুখে পড়েছিলো তারা। তিনে নেমে রহমত শাহ ৩৬ রান করলেও খরচ করেন ৬২ বল। মন্থর ব্যাটিং অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদীর’ও। ২৯ বলে ৮ রান করে আউট হওয়ায় আফগান সমর্থকদেরই রোষের মুখে পড়েছেন তিনি। ‘সাদা বলের ক্রিকেট নয়, টেস্ট খেলা উচিৎ শাহিদীর’ মন্তব্য এক রুষ্ট সমর্থকের। ‘ক্যাচ ফস্কানো, ভুল অধিনায়কত্ব, মন্থর ব্যাটিং-আজকের ম্যাচের ভিলেন শাহিদীই’ লিখেছেন আরও একজন।

দিনকয়েক আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫ উইকেট পেয়েছিলেন। আজ ফের ৩ উইকেট তুলে নিলেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)। নিউজিল্যান্ড স্পিনারকে ‘নিঃশব্দ ঘাতক’-এর তকমা দিয়েছেন নেটিজেনরা। চোট সারিয়ে ফিরে দুর্দান্ত ছন্দে লকি ফার্গুসন’ও (Lockie Ferguson)। ৩ উইকেট নিয়েছেন তিনিও। ‘বাকি দলগুলো সাবধান’ কিউই ব্রিগেডের প্রশংসায় মেতে জানিয়েছেন ভক্তেরা। তবে আগের দিনের জয়ের পর আফগানিস্তানকে নিয়ে যেভাবে উচ্ছ্বাসে মেতেছিলেন ট্যুইটার দুনিয়ার ক্রিকেট অনুরাগীরা, আজ ১৪৯ রানে হারের পর তেমনই তীব্র কটাক্ষ তাঁরা ছুঁড়ে দিয়েছেন রশিদ-মুজিবদের দিকে। ‘এক ম্যাচের অতিথি’ লিখেছেন এক নেটনাগরিক। ‘এক ম্যাচ জিতেই আত্মতুষ্টি?’ প্রশ্ন তুলেছেন আরও একজন। ‘আফগানিস্তান কি পরবর্তী ম্যাচ জিততে আরও আট বছর সময় লাগাবে?’ মস্করার ছলে বলেছেন নেটপাড়ার আরেক বাসিন্দা।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup 2023: বিসিসিআইয়ের বিরুদ্ধে করা অভিযোগ ধোপে টিকলো না, আইসিসি থেকে খালি হাতেই ফিরছে পাক ক্রিকেট বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *