world-cup-fans-enjoy-as-ban-win-vs-sl

World Cup 2023: দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (BAN vs SL)। সেমিফাইনালের স্বপ্ন দুই দলেরই ভেঙেছিলো আগেই। আজকের লড়াই মূলত ছিলো চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা আদায়ের জন্য। ম্যাচের আগে লীগ তালিকায় সাত নম্বরে ছিলো শ্রীলঙ্কা। সাত ম্যাচের মধ্যে দুটিতে জয় ছিলো তাদের। তৃতীয় জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপের (ICC World Cup 2023) সেরা আটে জায়গা নিশ্চিত করতে চেয়েছিলো তারা। অন্যদিকে টানা ছয় হারের বিপর্যস্ত বাংলাদেশের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের স্বপ্ন জিইয়ে রাখার জন্য জয় ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা ছিলো না আজ। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় অবশেষে ঘুরে দাঁড়ালো শাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কাকে হারালো … উইকেটের ব্যবধানে। দুই উপমহাদেশীয় প্রতিপক্ষের ম্যাচকে তাড়া করে বেড়ালো বিতর্কও।

Read More: বিশ্বকাপ ফাইনালের দিন নাশকতার ছক খলিস্তানপন্থীদের, অপচেষ্টা রুখতে তৎপর ভারত সরকার !!

প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কুশল পেরেরা এবং কুশল মেন্ডিসকে হারিয়েছিলো তারা। ইনিংস মেরামতির কাজটা করতে দেখা যায় পাথুম নিশাঙ্কা এবং সাদিরা সমরাবিক্রমাকে। পাঁচ নম্বরে নেমে অনবদ্য শতরান করেন চরিথ আশালঙ্কা। তবে শ্রীলঙ্কা ইনিংসের ‘হাইলাইট’ আজ আশালঙ্কার দাপুটে ১০৮ রানের ইনিংস নয়। বরং অ্যাঞ্জেলো ম্যাথিউজের ‘টাইমড আউট’ কেড়ে নিয়ে গেলো সব আলোটুকু। আইসিসি’র নিয়ম বলছে কোনো ব্যাটার আউট হওয়ার পর ৩ মিনিটের মধ্যে যদি পরবর্তী ব্যাটার বলের মোকাবিলা করতে প্রস্তুত না হন, তাহলে তাঁকে আউট ঘোষণা করা যেতে পারে। আজ ম্যাথিউজের হেলমেট সমস্যার সুযোগ নিয়ে সেই আপিলই করে বসেন শাকিব আল হাসান। নিয়ম মোতাবেক আউট দেওয়া ছাড়া উপায় ছিলো আম্পায়ার মারে ইরাসমাসের।

শাকিব-ম্যাথিউজ কাণ্ড নিয়ে তোলপাড় হলো সোশ্যাল মিডিয়া। দ্বিধা বিভক্ত নেটিজেনদের এক অংশ বলছেন, ‘নিয়মের উর্দ্ধে কিছু থাকতে পারে না।’ অন্যপক্ষ আবার শাকিবের বিরুদ্ধে সোচ্চার। ‘ক্রিকেটীয় স্পিরিটের শ্রাদ্ধ হলো দিল্লীর বাইশ গজে’ ক্ষোভের সঙ্গে লিখেছেন এক নেটনাগরিক। ২৮০ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে আজও ব্যর্থ দুই বাংলাদেশী ওপেনার। টাইগার্স ইনিংসকে গড়লেন নাজমুল হোসেন শান্ত এবং শাকিব আল হাসান। দুজনকেই শতরানের দোরগোড়া থেকে ফেরান সেই ম্যাথিউজ’ই। ‘একেই বলে কর্মফল’ ৮২ রানে শাকিব আউট হওয়ার পর মন্তব্য এক নেটিজেনের। ৯০ করেন শান্ত। আচমকাই কয়েকটা উইকেট হারালেও শেষমেশ জিতলো বাংলাদেশ’ই। ‘সিংহ বনাম বাঘের যুদ্ধে আজ জয়ী টাইগার্স’রা’ লিখেছেন এক বাংলাদেশী সমর্থক। ‘কয়েকটা ম্যাচ আগে ছন্দে ফিরলে এত আগেই ছিটকে যেতে হত না’ আক্ষেপের সুরে বলেছেন আরও একজন।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup 2023: নিয়মরক্ষার নেদারল্যান্ডস ম্যাচে বিশ্রামে রোহিত, এই ক্রিকেটার সামলাবেন দলের দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *