world-cup-eng-vs-ned-match-highlights

World Cup 2023: পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আজ বিশ্বকাপের (ICC World Cup 2023) রাউন্ড রবিন পর্বের ৪০তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড এবং নেদারল্যান্ড। গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চলতি টুর্নামেন্টের অভিজ্ঞতা বিশেষ ভালো নয়। নিজেদের প্রথম খেলাতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটের ব্যবধানে হেরেছিলো তারা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারালেও তার পরে ঝুলি শূন্য ছিলো এতদিন। টানা ছয় হারের পর অবশেষে সাফল্যের মুখ দেখলেন জস বাটলার, বেন স্টোকস’রা। আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলো ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনালের আশা শেষ হয়েছিলো আগেই। চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের জন্য অন্তত লীগ তালিকার অষ্টম স্থানে শেষ করতে হত ইংল্যান্ডকে। আজকের জয় অক্সিজেন যোগালো তাদের। অন্যদিকে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাকে হারালেও ইংল্যান্ডের সাথে দ্বৈরথে পেরে উঠলো না ডাচ’রা।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো ইংল্যান্ড। ওপেনিং জুটি দ্রুত ভাঙলেও আজ ব্যাট হাতে বড় ইনিংস খেলেন ডেভিড মালান। রুট, বাটলার, হ্যারি ব্রুক’রা যদিও রান পান নি। মিডল অর্ডারে ঝড় তুলতে দেখা গেলো বেন স্টোকসকে। প্রথম বিশ্বকাপ শতরান করলেন তিনি। সঙ্গী পেলেন ক্রিস ওকস’কে। স্টোকস-ওকস যুগলবন্দী ইংল্যান্ডকে ৩৩৯ রান তুলতে সাহায্য করে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লে’তে জোড়া উইকেট হারিয়েছিলো ডাচ’রা। আজ ইংল্যান্ড বোলিং-এর বিরুদ্ধে গোটা ইনিংসেই খানিক গুটিয়ে রইলেন তাঁরা। এঙ্গেলব্রেশট-বারেসি-নিদামানুরুরা সাধ্যমত লড়লেও তাঁদের থামতে হলো ১৭৯ রানেই। ১৬০ ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে মাঠ ছাড়লো ইংল্যান্ড।

Read More: IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ না পেলে কেরিয়ারে তালা পড়বে এই ৩ ভারতীয় খেলোয়াড়ের !!

১) ব্যর্থ বেয়ারেস্টো, ওপেনিং জুটি ভাঙলো শুরুতেই-

ENG vs NED | ICC World Cup 2023 | Image: Getty Images
ENG vs NED | ICC World Cup 2023 | Image: Getty Images

২০২৩-এর বিশ্বকাপটা বিশেষ ভালো কাটছে না জনি বেয়ারেস্টো’র। একটি ম্যাচেও বড় রান পান নি তিনি। আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ব্যর্থতাই সঙ্গী হলো তাঁর। ব্যাট হাতে শুরুটা চমৎকার করেছিলেন ডেভিড মালান। তাঁকে সাবলীল ছন্দে ব্যাট করতে দেখে মনে হয়েছিলো অবশেষে বুঝি বড় পার্টনারশিপ গড়তে চলেছে ইংল্যান্ডের ওপেনিং জুটি। কিন্তু বেয়ারেস্টোর ব্যর্থতায় তা আর বাস্তব রূপ পেলো না। আজকে পুনের মাঠে ১৭ বলে দুটি চারের সাহায্যে ১৫ রান করেই সাজঘরের পথে ফিরলেন বেয়ারেস্টো। আরিয়ান দত্তের বলে পল ফান মেকেরেনের হাতে ধরা পড়েন তিনি। সপ্তম ওভারের শেষ বলে ফেরেন তিনি। ৩৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

২) রুটের অদ্ভুতুড়ে আউটে বিস্মিত পুনে-

Joe Root | ICC World Cup 2023 | Image: Getty Images
Joe Root | ICC World Cup 2023 | Image: Getty Images

বেয়ারেস্টো ফেরার পর জো রুটের সাথে জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করছিলেন ডেভিড মালান। প্রথম দুই ম্যাচের পর বড় রান পান নি রুট। আজ সুযোগ ছিলো ছন্দে ফেরার। কিন্তু আশা জাগিয়েও ফের ব্যর্থ হলেন তিনি। যেভাবে উইকেট হারালেন, তাকে ভাষায় ব্যাখ্যা করতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে ক্রিকেটলিখিয়েদের। ট্রেডমার্ক রিভার্স স্কুপ মারতে গিয়েছিলেন লোগান ফান বিকের বলে। কিন্তু বলের গতিবিধি ঠাহর করতে পারেন নি। তা রুটের পায়ের মাঝখান দিয়ে গলে গিয়ে সটান আছড়ে পড়ে উইকেটে। ৩৫ বলে ২৮ রান করে বোল্ড হন ইংল্যান্ডের নম্বর তিন ব্যাটার।

৩) দুর্ভাগ্যের বশে শতক হাতছাড়া মালানের-

Dawid Malan | ICC World Cup 2023 | Image: Getty Images
Dawid Malan | ICC World Cup 2023 | Image: Getty Images

চলতি বছর ওডিআই ক্রিকেটে বেশ ভালো ফর্মে রয়েছেন ডেভিড মালান। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে বড় শতরান করেছিলেন। আজও নেদারল্যান্ডসের বিরুদ্ধে টপ অর্ডারের ভার বইলেন নিজের কাঁধে। বেয়ারেস্টো, জো রুট’রা আউট হলেও অটল রইলেন তিনি। রুট-স্টোকসদের সাথে পার্টনারশিপ গড়ে চালু রাখলেন স্কোরবোর্ডকে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৭৪ বলে ১০টি চার এবং ২টি ছক্কার সাহায্যে মালান করেন ৮৭ রান। দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট না হলে হয়ত চলতি বিশ্বকাপে দ্বিতীয় শতরান করে ফেলতে পারতেন তিনি।

৪) চূড়ান্ত ব্যর্থ ব্রুক-বাটলার’রা-

Jos Buttler | ICC World Cup 2023 | Image: Getty Images
Jos Buttler | ICC World Cup 2023 | Image: Getty Images

ইংল্যান্ডের মিডল অর্ডার সমস্যা অব্যাহত নেদারল্যান্ডসের বিরুদ্ধেও। অধিনায়ক জস বাটলার আজ আউট হলেন মাত্র ৫ রান করে। গোটা বিশ্বকাপেই অফ ফর্মের কবলে তিনি। আজ ফান মেকেরেনের বলে তেজা নিদামানুরুর হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। লিয়াম লিভিংস্টোনের বদলে সুযোগ দেওয়া হয়েছিলো হ্যারি ব্রুক’কে। তরুণ ক্রিকেটারও হতাশ করলেন। মাত্র ১১ রান করে বাস দে লীডের বলে উইকেট হারান। বাম হাতি অলরাউন্ডার মঈন আলি’র ব্যাটেও স্বভাবসিদ্ধা বড় শট দেখা যায় নি। ৪ রান করে সাজঘরের উদ্দেশ্যে হাঁটা দেন তিনি। তাঁকে ফেরান আরিয়ান দত্ত।

৫) ‘বিগ বেনের’ ব্যাটে দিশা খুঁজে পেলো ইংল্যান্ড-

Ben Stokes | ICC World Cup 2023 | Image: Getty Images
Ben Stokes | ICC World Cup 2023 | Image: Getty Images

বিশ্বকাপের জন্যই অবসর ভেঙে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস। ভারতে আসা ইস্তক নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কখনও কোমরের চোট ভুগিয়েছে আবার কখনও তাঁকে দেখা গিয়েছে ইনহেলার ব্যবহার করতে। কিছু ম্যাচে খেলতেও পারেন নি। এর আগে গোটা দুই খেলায় লড়াকু ইনিংস খেললেও চেনা ছন্দে দেখা যায় নি স্টোকসকে। আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফর্ম খুঁজে পেলেন তিনি। মিডল অর্ডারের ব্যর্থতার মাঝে চারে নামা স্টোকস একাই এগিয়ে নিয়ে গেলেন ইনিংসকে। ৮৪ বলে অনবদ্য ১০৮ রান করেন তিনি। লোয়ার অর্ডারে স্টোকসের সঙ্গী হন ক্রিস ওকস। তাঁর ব্যাট থেকে আসে ৫১ রান। ৫০ ওভারে ৩৩৯ করে ইংল্যান্ড।

৬) জোড়া ধাক্কায় চাপে পড়ে নেদারল্যান্ডস-

ব্যাট হাতে কার্যকরী অর্ধশতকের পর বল হাতেও আজ ইংল্যান্ডকে চালকের আসনে বসাতে বড় ভূমিকা নিলেন ক্রিস ওকস। পঞ্চম ওভারের পঞ্চম বলে ওপেনার ম্যাক্স ও’ডয়েড’কে ফেরান তিনি। ১২ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছিলো ডাচ’রা। তিনে নামা কলিন অ্যাকারম্যান’ও লম্বা সময় ক্রিজে কাটাতে পারেন নি। ডেভিড উইলির বলে জস বাটলারের হাতে ধরা পড়েন কোনো রান না করেই। ১৩ রানের মধ্যে ২ উইকেট তুলে নেওয়ায় আত্মবিশ্বাস খুঁজে নেয় ইংল্যান্ড দল। ব্যর্থ বিশ্বকাপে দ্বিতীয় জয়ের লক্ষ্যে ঝাঁপাতে দেখা গেলো তাদের।

৭) যথাসাধ্য লড়লো ডাচ বাহিনী-

Scott Edwards | ICC World Cup 2023 | Image: Getty Images
Scott Edwards | ICC World Cup 2023 | Image: Getty Images

দ্রুত দুই উইকেট হারানোর পর লড়াই থেকে হারিয়ে যায় নি নেদারল্যান্ডস। বরং সিব্র্যান্ড এঙ্গেলব্রেশট এবং ওয়েসলি বারেসি’র ব্যাটে ভর দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলো। বারেসি ৩৭ রান করে রান-আউট হয়। এঙ্গেলব্রেশট আজ করেন ৩৩ রান। বাস দে লীডে রান পান নি। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেন ৩৩ রান। সাকিব জুলফিকারের বদলে আজ প্রথম একাদশে জায়গা হয়েছিলো তেজা নিদামানুরু’র। ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার ৩৪ বলে অপরাজিত থাকেন ৪১ রান করে। কিন্তু অপরপ্রান্তে দ্রুত উইকেট পড়ায় ব্যর্থই হলো তাঁর লড়াই।

৮) অবশেষে দ্বিতীয় জয় ইংল্যান্ডের-

England Cricket Team | ICC World Cup 2023 | Image: Getty Images
England Cricket Team | ICC World Cup 2023 | Image: Getty Images

স্কট এডওয়ার্ডস আউট হওয়ার পরেই ইংল্যান্ডের জয় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলো। লোগান ফান বিক, রওলফ ফান দার মার্ভে’দের ফেরাতে বেশী সময় নেন নি ইংল্যান্ড বোলাররা। ৩৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস গুটিয়ে গেলো ১৭৯ রানে। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিলেন মঈন আলি এবং আদিল রশিদ। ২টি উইকেট পান ডেভিড উইলি, এক উইকেট ওকসের । ১৬০ রানের ব্যবধানে আজ জিতলো বাটলার-বাহিনী। আজকের সাফল্যের পরে লীগ তালিকায় সাতে উঠে এলো তারা। আগামী ১১ নভেম্বর কলকাতার মাঠে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করতে সেই ম্যাচে বাবর আজমদের বিরুদ্ধেও জয় ছাড়া গতি নেই ইংল্যান্ডের।

Also Read: IPL 2024: দুই মরসুমেই মোহভঙ্গ, এই তারকা ক্রিকেটারকে নিলামের আগেই ছেঁটে ফেলছে মুম্বই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *