world-cup-eng-trolled-for-loss-vs-sa

World Cup 2023: বিশ্বচ্যাম্পিয়ন তকমা সঙ্গে করে ভারতের মাটিতে পা রেখেছিলো ইংল্যান্ড। গত কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে নিঃসন্দেহে বিশ্বের সেরা দুই বা তিনটি দলের মধ্যে ছিলো তারা। শুধু পঞ্চাশ ওভারের ফর্ম্যাট নয়, ২০২২ সালে জিতেছিলো কুড়ি-বিশের বিশ্বকাপ’ও। ভারতে আয়োজিত ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের তালিকায় জস বাটলারের দলকে রেখেছিলেন অধিকাংশ বিশেষজ্ঞ। কিন্তু যাবতীয় ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করেই চলেছেন জনি বেয়ারেস্টো, জো রুট’রা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছিলো ৯ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে খানিক অক্সিজেন পেয়েছিলেন বাটলার-রা (Jos Buttler)। তৃতীয় ও চতুর্থ ম্যাচে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জার পরাজয় ফের ভেন্টিলেশনে পাঠিয়ে দিলো ইংল্যান্ডের খেতাব ধরে রাখার স্বপ্নকে।

ম্যাচের দুই ইনিংসে যেন দুই আলাদা ছবি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ব্যাটে চার-ছক্কার ফুলঝুড়ি। ক্যুইন্টন ডি কক (Quinton de Kock) রান না পেলেও অভাব বুঝতে দেন নি রাসি ফান দার ডুসেন (Rassie van der Dussen) এবং রিজা হেন্ড্রিকস। দুজনেই অর্ধশতক করেন। ৪২ রান করেন মার্করাম’ও। তাঁদের তৈরি করে দেওয়া মঞ্চের উপর ইমারত গড়লেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) এবং মার্কো ইয়ানসেন। ক্লাসেনের ৬৭ বলে ১০৯ এবং ইয়ানসেনের ৪২ বলে ৭৫ রানের সুবাদে দিশাহারা দেখালো ইংল্যান্ডকে। ৩৯৯ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রবল কটাক্ষের মুখে পড়তে হয় ইংল্যান্ড বোলারদের। ‘এর চেয়ে ওয়াকওভার দিলেই পারত’ , ‘এরা নাকি বিশ্বকাপে ফেভারিট’ কটাক্ষের শিকার হন মার্ক উড (Mark Wood), গাস অ্যাটকিনসন। ‘টপলি তবু মন্দের ভালো’ ৩ উইকেট পাওয়া পেসার সম্বন্ধে মত সোশ্যাল মিডিয়ার।

Read More: World Cup 2023: “ইংলিশ বোলারদের ইজ্জত কেড়ে নিল…”, টপলে-রশিদদের নতজানু করা দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হইচই নেটপাড়ায় !!

ম্যাচ হেরে কটাক্ষের মুখে ইংল্যান্ড দল-

ENG vs SA | ICC World Cup 2023 | Image: Getty Images
ENG vs SA | ICC World Cup 2023 | Image: Getty Images

৪০০ রানের লক্ষ্য সামনে রেখে দ্বিতীয় ইনিংসে নেমেছিলো ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকবার ৪০০ বা তার বেশী রান করেছে তারা। ব্যাটিং আক্রমণে যথেষ্ট মালমশলাও মজুত ছিলো বড় লক্ষ্য তাড়া করার জন্য। কিন্তু শুরু থেকেই কাগিসো রাবাডা (Kagiso Rabada), লুঙ্গি এনগিডিদের (Lungi Ngidi) সামনে কেমন যেন কেঁপে গেলেন বেয়ারেস্টো, মালান’রা। ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছিলো ইংল্যান্ড। লুঙ্গি এনগিডির বলে ফিরেছিলেন বেয়ারেস্টো (Jonny Bairstow)। এরপর থেকে ব্যাটারদের আসা-যাওয়ার পালা লেগেই রইলো। বিশ্বকাপের মূলপর্বে আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন বেন স্টোকস (Ben Stokes)। পছন্দের চার নম্বরে ব্যাট করলেন। কিন্তু ৮ বলে ৫ রানের বেশী করতে পারেন নি। বাটলার, ব্রুক, রুটের মত রথী-মহারথীদেরও পড়তে হলো বেকায়দায়।

১০০ রানের মাথায় অষ্টম উইকেট হারিয়েছিলো ইংল্যান্ড। তারপর মার্ক উড এবং গাস অ্যাটকিনসনকে (Gus Atkinson) দেখা গেলো খানিক লড়াই করতে। ২২৯ রানে হার এড়ানো না গেলেও, তাতে পরাজয়ের ব্যবধান খানিক কমলো মাত্র। বিশ্বকাপের (ICC World Cup 2023) মঞ্চে ইংল্যান্ডের এহেন হতশ্রী পারফর্ম্যান্স দেখে অবাক নেটদুনিয়ার নাগরিকেরা। ‘এরা সত্যিই বিশ্বজয়ী দল?’ প্রশ্ন করেছেন এক নেটিজেন। ‘স্টোকস’কে এত ঢাকঢোল বাজিয়ে ফেরত এনে কি হলো?’ প্রশ্ন আরও একজনের। পাশাপাশি নেটদুনিয়ার কটাক্ষ আছড়ে পড়েছে ইংল্যান্ড দলের উপরে। ‘বারবার তো আর বাউন্ডারি কাউন্ট নিয়ম বাঁচাবে না’ লিখেছেন একজন। ‘বিদায় ইংল্যান্ড, ২০২৭-এ দেখা হচ্ছে’ লিখেছেন আরও একজন। ‘এখন থেকেই হিথরো বিমানবন্দরের টিকিট কেটে রাখুন বাটলার’রা’ ইংল্যান্ড দলকে ব্যাঙ্গের ছলে পরামর্শ দিয়েছেন এক নেটনাগরিক।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup 2023: ক্লাসেনের ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত ইংল্যান্ড, মুম্বইতে ৩৯৯ রানে থামলো দক্ষিণ আফ্রিকার ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *