World Cup 2023: ইতিহাস গড়লো আফগানিস্তান, ‘হেভিওয়েট’ পাকিস্তানকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসছেন রশিদ-গুরবাজ’রা !! 1

World Cup 2023: বিশ্বকাপের শুরুটা বেশ খারাপ ভাবেই করেছিলো আফগানিস্তান শিবির। ধর্মশালার মাঠে বাংলাদেশে স্পিনারদের বিপক্ষে নাস্তানাবুদ হতে হয়েছিলো আফগান ব্যাটারদের। পরাজয় জুটেছিলো ৬ উইকেটের ব্যবধানে। এরপর শক্তিশালী ভারতের বিরুদ্ধে খড়কুটোর মত উড়ে গিয়েছিলো তারা। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে হার ৮ উইকেটের ব্যবধানে। তৃতীয় ম্যাচে অবশ্য সকলকে চমকে দিয়েছিলো তারা। গত বিশ্বকাপের (ICC World Cup) চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হাসমাতুল্লাহ শাহিদীর দল হারিয়েছিলো ৬৯ রানে। তবে সাফল্য দীর্ঘস্থায়ী হয় নি। চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফের মুখ থুবড়েই পড়তে হয়েছিলো। কিউইদের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় … হেরে মাঠ ছেড়েছিলেন ইক্রাম আলিখিল, ইমাম উল হক’রা। ইংল্যান্ডের বিপক্ষে জয় নেহাৎ’ই অঘটন। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে ‘ফ্লুক’, আক্রমণ শানিয়েছিলেন নিন্দুকরা।

Read More: World Cup 2023: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ বিরাটকে নয়া তকমা দিলেন স্ত্রী অনুষ্কা, করলেন এই বড় খোলসা !!

ইংল্যান্ড ম্যাচের ফলাফল যে ‘ফ্লুক’ নয়, বরং রীতিমত অধ্যবসায়, পরিশ্রম আর প্রচেষ্টার ফলাফ, তা আজ বুঝিয়ে দিলো আফগানিস্তান। ২০১৫ সালে প্রথম যেবার বিশ্বকাপে অংশ নিয়েছিলো আফগানিস্তান, সেবার স্কটল্যান্ডকে হারিয়েছিলো তারা। এরপর বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় জয় পেতে অপেক্ষা করতে হয়েছিলো আট বছর। তৃতীয় জয় পেতে অবশ্য এত দীর্ঘ অপেক্ষা করতে হলো না রশিদ খানদের। সপ্তাহ খানের মধ্যেই পাকিস্তানকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে এক নয়া অধ্যায় যুক্ত করে নিলেন হাসমাতুল্লাহ শাহিদী। আজমাতুল্লাহ ওমরজাই’রা। চিপকের স্পিন সহায়ক পিচে আফগান স্পিন আক্রমণ সামলে পাকিস্তানের জয় পাওয়া কঠিন হবে, ম্যাচের আগেই মতামত জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। হুবহু মিললো সেই কথা। নূর আহমেদ, মহম্মদ নবিদের স্পিনের জালে আটকালো পাক ব্যাটিং। আর বোলারদের তৈরি করা মঞ্চে জয়ের ইমারত গড়তে ভুল করলেন না রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদ্রান, রহমত শাহ’রা।

চার বছর আগে ইংল্যান্ডের লীডসের মাঠে বিশ্বকাপে পাকিস্তানকে প্রায় হারিয়ে দিয়েছিলেন আফগানরা। কিন্তু ইমাদ ওয়াসিমের ব্যাটিং বিক্রম বাধা হয়ে দাঁড়ায়। দুই বল বাকি থাকতে দুই পয়েন্ট সঙ্গে করে মাঠ ছাড়ে পাক শিবির। এবার আর কোনো ভুলচুক করে নি আফগানিস্তান। রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডের গতি নিয়মিত বাড়িয়ে গিয়েছেন গুরবাজ-ইব্রাহিম জাদ্রান। তাঁরা ফেরার পরেও চাপে পড়ে নি আফগান শিবির। জয়ের দীপকে জ্বালিয়ে রেখেছেন রহমত শাহ এবং হাসমাতুল্লাহ শাহিদী। ৪৯তম ওভারের শেষ বলে জয়ের জন্য আফগানদের বাকি ছিলো এক রান। অধিনায়ক শাহিদী বল’কে স্কোয়্যার লেগ বাউন্ডারিতে পাঠিয়েই মেতে ওঠেন উচ্ছ্বাসে। হেলমেট খুলে তাকান আকাশের দিকে। খুঁজে নেন ঈশ্বরকে। ডাগ-আউটেও তখন উৎসবের ছোঁয়া। একে অপরকে জড়িয়ে ধরে জয় উদযাপন করেন রশিদ,গুরবাজ, নূর আহমেদরা।

দেখুন জয়ের মুহূর্তটি-

Also Read: World Cup 2023: বাজছে বিদায়ের ঘন্টা, আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে লজ্জার পরাজয় পাকিস্তানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *