World Cup 2023: ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে ব্যস্ত। দেশের মাঠের বসছে বিশ্বকাপের আসর। সেটাই এখন বড় লক্ষ্য। তবে আইসিসি টুর্নামেন্টগুলিতে ভারতের পারফরমেন্স চিন্তায় রাখছে। ঘটনা হল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এর বাইরে এশিয়া কাপ ২০২২-এ শেষ চারে পৌঁছোতে ব্যর্থ হয় তারা। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। দ্রাবিড়ের আমলে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স গ্রাফ দ্রুত নেমে গেছে।
ক্রিকেটপ্রেমীরা এখন হেড কোচ রাহুল দ্রাবিড়ের উপর ভীষণ ক্ষুব্ধ। আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ সাফল্য পেতে টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। যদি তাই হয় তাহলে কে হবেন পরবর্তী প্রধান কোচ? এমন পরিস্থিতিতে একটি বড় নাম বেরিয়ে আসছে যিনি রাহুল দ্রাবিড়ের পর দায়িত্ব নেবেন। সূত্রের খবর, বীরেন্দ্র সেহওয়াগকে ভারতীয় দলের প্রধান কোচ করা যেতে পারে।
কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে সেহওয়াগের
প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগ টিম ইন্ডিয়ার হয়ে তিনটি ফর্ম্যাটেই খেলা খেলোয়াড়দের একজন। তিনি প্রায় ১৫ বছর ধরে ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন। এই কারণেই তিনি টিম ইন্ডিয়ার দুর্দান্ত প্রধান কোচ হতে পারেন। এটা অবশ্যই উল্লেখ্য যে, বীরেন্দ্র সেহওয়াগ ২০১৭ সালে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে কোচিং করিয়েছিলেন। তার কোচিংয়ের সময় কিংস ইলেভেন পাঞ্জাব দল তাদের ১৪টি আইপিএল ম্যাচের মধ্যে ৭টি জিতেছিল এবং ৭টি ম্যাচ হেরেছিল। এছাড়াও বীরেন্দ্র সেহওয়াগ টি-টেন লিগে মেন্টর হিসেবে বড় ভূমিকা পালন করেছেন। এছাড়াও নিজের সেহওয়াগ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। সেখানে তিনি শিশুদের কোচিং দেন।
খেলায় আনবেন তার মারকুটে মেজাজ
ঝড়ো ব্যাটসম্যান হিসেবে পরিচিত খেলোয়াড়ের নাম বীরেন্দ্র সেহওয়াগ। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি লোয়ার অর্ডারে খেলা শুরু করেন। এরপর ওপেনার হিসেবে জায়গা পান। সেহওয়াগ ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটান। বীরেন্দ্র শেবাগ ১১তম ভারতীয় ব্যাটসম্যান যিনি তার অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছেন। শেহওয়াগ তার আন্তর্জাতিক কেরিয়ারে ১০৪টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ৪৯.৩৪ এর দুর্দান্ত গড়ে ৮৫৮৬ রান করেছেন। ১৯৯৯ সালে মোহালির মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক করেন তিনি। ওয়ানডে কেরিয়ারে ২৫১টি ম্যাচ খেলেছেন এবং ৩৫.০৫ গড়ে ৮২৭৩ রান করেছেন।
দায়িত্ব থেকে অব্যহতি পাচ্ছেন দ্রাবিড়!
খেলোয়াড় হিসেবে বিস্তর সাফল্য থাকলেও, কোচ হিসেবে এখনও তেমন নজরকাড়া সাফল্য পাননি রাহুল দ্রাবিড়। দলে তারকা ক্রিকেটার ঠাসা থাকলেও, আইসিসির টুর্নামেন্টগুলিতে ডাহা ফেল করেছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, সম্প্রতি কোচ দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসেছেন বোর্ড কর্তা জয় শাহ। সেখানে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে আলোচনার পাশাপাশি দ্রাবিড়ের কোচিংয়ের ওপরও আলোকপাত করা হয়েছে। আসলে বোর্ডের তরফ থেকে বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে, আইসিসির বড় টুর্নামেন্ট গুলিতে টিম ইন্ডিয়ার এই হাঁড়ির হাল মোটেও মেনে নেওয়া হবে না। ওয়াকিবহাল মহল তাই মনে করছে, কোচ হিসেবে দ্রাবিড়ের অন্তিম সময়টা ঘনিয়ে এসেছে। ভেতরে ভেতরে নয়া কোচ আমদানি করার বিষয়টা একপ্রকার মনস্থির করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।