World Cup 2023: চলতি বিশ্বকাপের ১৭তম ম্যাচটি ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে টিম ইন্ডিয়া ভালো ছন্দে রয়েছে। রোহিত শর্মার দল এখনও পর্যন্ত তিনটি ম্যাচ জিতেছে। অন্যদিকে, পদ্মাপারের দেশ তিনটির মধ্যে একটিতে জিতেছে এবং দুটিতে হেরেছে। বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এ দিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পদ্মাপারের দেশের হয়ে ব্যাটিংয়ের শুরুটা ভালো করে বাংলাদেশ। ওপেনারদের জুটি ভাঙতে বল করতে আসেন হার্দিক। আর সেটা করতে গিয়ে পায়ে চোট পান তিনি। এই চোট নিয়ে চিন্তায় ফ্যানরা।
বল করলেন বিরাট
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ওভারের মাঝখানে চোট পেয়ে মাঠ ছাড়লে অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন কোহলির হাতে। ব্যাপারটা নবম ওভারের, যখন হার্দিক পান্ডিয়া আক্রমণে আসেন। ওভারের প্রথম বলে কোন রান না হওয়ার পর পরের দুই বলেই পরপর দুটি চার মারেন লিটন দাস। তৃতীয় বলে পান্ডিয়া পা দিয়ে বল আটকানোর চেষ্টা করলেও তিনি পিছলে যান। এরপর ভারতীয় বোলাররা কিছুটা সমস্যায় পড়েন। ফিজিও পান্ডিয়াকে সাহায্য করতে মাঠে আসেন এবং তাঁর বাম পায়ে টেপ করা হয়। তবে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে কিছু কথাবার্তা হয় এবং তারপর পান্ডিয়াকে মাঠের বাইরে পাঠানো হয়। ওভারের বাকি তিন বল বল করলেন বিরাট কোহলি।
দেখুন টুইটের ছবি:
Hi I’m Virat Kohli, Right Arm Quick Bowler😂❤️#indvsban #indiavsbangladesh #viratkohli #viratkohlifans #kingkohli #matchday #viratkohlilovers #cricketfans #cricketlovers pic.twitter.com/YYnWrp80aT
— 🐐 Virat (@kuhlivirat) October 19, 2023
Right Arm Quick 👑❤️#ViratKohli #INDvsBAN #CWC23 pic.twitter.com/uh26OAVdJS
— मनीष चौधरी 🇮🇳 (@Mani8hChaudhary) October 19, 2023
PUNE IS NO LUCKY.
I AM JEALOUS. #ViratKohli #indiavsbangladesh #INDvsBAN #Worlds2023 pic.twitter.com/JGPn6ySmFq— MANAV CHAWLA 🇮🇳 (@MANAVCHAWLA20) October 19, 2023
Well bowl Kohli .😍😅🙌
.
.#INDvsBAN #indiavsbangladesh #WorldCup2023 #WorldCup23— Manoranjan Behera (@chiku030) October 19, 2023
Starc Who ??#ViratKohli𓃵 #INDvsBAN #WC2023 #RohitSharma𓃵 pic.twitter.com/54xnzdfIe4
— Tanay (@tanay_chawda1) October 19, 2023