World Cup 2023: ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে টি-২০ সিরিজে হতাশজনক হারের মুখোমুখি হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে এর মধ্যে তিলক ভর্মার ফর্ম ভারতীয় দলকে আশার আলো দেখিয়েছে। উইন্ডিজের বিরুদ্ধে টি-২০-তে অভিষেক হওয়া তিলকের ব্যাটিং সবার নজর কেড়ে নিয়েছে। শোনা যাচ্ছে, তার তুখোড় পারফমেন্সে জাতীয় নির্বাচক অজিত আগরকরকে অন্যভাবে ভাবাতে শুরু করেছে। আগাকর এতটাই খুশি যে তিনি বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে তিলককে জায়গা করে দিতে চাইছেন।
Read More: টিম ইন্ডিয়ায় এন্ট্রি হচ্ছে ‘করণ-অর্জুন’-এর, আতঙ্কে কাঁপছে বিপক্ষ দলগুলি !!
তিলকের পারফরমেন্সে খুশি নির্বাচকরা
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিলক যেভাবে ব্যাটিং করছেন তাতে এই বাঁহাতিকে দলে রাখতে বিশ্বকাপের দলে রাখতে চাইছেন আগরকর। ২০ বছরের তিলক ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি টি-২০ ম্যাচে মোট ১৭৩ রান করেন। ব্য়াটিং গড় ৫৭.৬৬, স্ট্রাইক রেট ১৪০। শুধু পরিসংখ্যান দেখে নয়, চাপের মুখে তিলক যেভাবে ব্যাট করলেন, তা দেখে আগরকর নিশ্চিত তিনি ভারতীয় ক্রিকেটের বড় ভরসার জায়গায় হতে চলেছেন। মিডল অর্ডারে তাই শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদবের সঙ্গে তিলককেও দেখা যেতে পারে।
শুধু ব্যাট হাতে নয়, সিরিজের শেষ ম্যাচে বল হাতে উইকেটও নিয়েছেন। তাই ব্যাটের পাশাপাশি বোলিং করেও তিলক দলকে সাহায্য করতে পারেন বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের জন্য চোট সারিয়ে যদি শ্রেয়াস আইয়ার ফিরে আসতে না পারেন তাহলে বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেন তিলক। আসলে শুধু ক্যারিবিয়ান সিরিজ নয়, তার আগে দু’বছর ধরে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। তখন থেকেই নির্বাচকদের রাডারে রয়েছেন তিনি। সব মিলিয়ে তাকে নিয়ে বেশ উৎসাহী টিম ম্যানেজমেন্ট।
হার্দিককে নিয়ে চিন্তায় ম্যানেজমেন্ট
এই সিরিজে টিম ম্যানেজমেন্টের চিন্তার জায়গা হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া। শুধু তার অধিনায়কত্বে দল হেরেছে বলেই নয়। খেলোয়াড় হার্দিকের পারফরমেন্স একেবারেই নজর কাড়তে পারেনি। ব্যাট কিংবা বল, কোন বিভাগেই বিপক্ষ দলকে চাপে ফেলতে পারেননি তিনি। ভারতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য খেলোয়াড়দের মধ্যে যা লড়াই তাতে বেশিদিন এমন ফর্ম চললে বাইরের পথ দেখতে হতে পারে তাকে। আর এই সরল সত্যটা খুব ভালো করেই জানেন তিনি।
Also Read: হার্দিকের জন্য কাল হয়ে দাঁড়ালো তাঁর ‘ইগো’, অধিনায়কত্বের পাশাপাশি দলে খোয়াতে পারেন জায়গাও !!