World Cup 2023: ঘরের মাঠে বিশ্বকাপে এই ৮ ক্রিকেটারের জায়গা পাকা, নাম ফাঁস করলেন খোদ বিসিসিআই সভাপতি !! 1

World Cup 2023: রোহিত শর্মার অধিনায়কত্বে সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে ব্যর্থ হয়েছে। ফাইনালে টিম ইন্ডিয়াকে ২০৯ রানে পর্যুদস্ত করে অস্ট্রেলিয়া দল। টেস্ট ফাইনালের হার এখন অতীত। টিম ইন্ডিয়ার পরবর্তী মিশন হল ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ জেতা। ঘরের মাঠে ট্রফি জিততে মরিয়া রোহিত-বিরাটরা। এদিকে এবারের বিশ্বকাপের জন্য ৮ জন খেলোয়াড়ের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে বলে এমনটাই শোনা যাচ্ছে। এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি।

Read More: হার্দিকের হাত ধরে টিম ইন্ডিয়ায় এন্ট্রি হচ্ছে এই খেলোয়াড়ের, ওয়েস্ট ইন্ডিজের একাই করবেন সর্বনাশ !!

বিশ্বকাপে এই খেলোয়াড়দের খেলা নিশ্চিত!

চলতি বছর অনুষ্ঠিত হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপ নিয়ে ফ্যানদের মনে বড় প্রশ্ন হল, ভারতের প্রথম একাদশ কেমন হবে? কারা থাবেন স্কোয়াডে? ম্যাচগুলোই বা কোথায় হবে? শোনা যাচ্ছে যে, এটির আপডেট বিসিসিআই থেকে এসেছে। এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। আসলে, সৌরভ গঙ্গোপাধ্যায় সেই খেলোয়াড়দের নাম নিয়েছেন যারা এই বিশ্বকাপে অংশ নিতে পারেন।

World Cup 2023
Virat Kohli and Hardik Pandya

একটি স্পোর্টস চ্যানেলের সঙ্গে কথা বলার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “কোন ভয় ছাড়াই অধিনায়কত্ব করা উচিত রোহিতের। বিশ্বকাপের ৬ মাস বাকি। আমি রাহুল দ্রাবিড়ের সাথে খেলেছি এবং তার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। সে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, “যে দলে রোহিত শর্মা আছে, তারা কেন ভয় পাবে? এই দল বিশ্বকাপ জিততে পারে। ভারতে রোহিত, শুভমান গিল, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং আরও অনেক খেলোয়াড় আছে যারা দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারে।”

এটা অবশ্যই উল্লেখ্য যে একটা সময় সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি ছিলেন এবং তাঁর সময়েই রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার কোচ হয়েছিলেন। সৌরভ যাদের নাম নিয়েছে তাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একপ্রকার নিশ্চিত।

যে কারণে টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়েছেন রোহিত

Rohit Sharma
Rohit Sharma

তাৎপর্যপূর্ণভাবে, সৌরভ জানিয়েছেন বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর কেন রোহিত শর্মাকে অধিনায়ক করা হল। সৌরভের মতে, রোহিত সেই সময়ে সেরা বিকল্প ছিল এবং তিনি আইপিএলে ৫টি ট্রফি জেতার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ভাল করেছিলেন। এর পাশাপাশি ভারতকে এশিয়া কাপও জিতিয়েছেন হিটম্যান।

Also Read: IND vs WI: ফাইনাল খেলেই টেস্ট কেরিয়ারে তালা লাগল শুভমান গিলের, এই কারণে ICC করছে ব্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *