World Cup 2023: আইসিসি ওয়ানডে বিশ্বকাপ 2023-এর 23তম ম্যাচে বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়ে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা চতুর্থ জয় তুলে নিয়েছে। এর ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রোটিয়া দল। কুইন্টন ডি ককের ১৭৪ রানের ইনিংস এবং হেনরিক ক্লাসেনের ৯০ রানের উপর ভিত্তি কর দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করে। বাংলাদেশকে জয়ের জন্য ৩৮৩ রানের টার্গেট দেয় তারা। জবাবে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহ শেষ অবধি লড়াই করে সেঞ্চুরি খেলেও দলকে জয়ের পথে নিয়ে যেতে না পারায় তার ইনিংসটি বৃথা যায়।দক্ষিণ আফ্রিকার ইনিংসে বড় জুটি মূলত দুটি। প্রথমটি ডি ককের সঙ্গে মারক্রামের, দ্বিতীয়টি ডি ককের সঙ্গে ক্লাসেনের। তৃতীয় উইকেটে ডি কক-মারক্রাম জুটি থেকে এসেছে ১৩১ রান।
টানা চ্যার ম্যাচে হার বাংলাদেশের
বিশ্বকাপের চলতি আসরে আফগানিস্তানকে হারিয়ে শুরুটা ভালো করে বাংলাদেশ। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারতের পর আজ মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ম্যাচের পর সাকিব আল হাসান জানিয়ে দেন, “বোলিংয়ে আমরা ৩৫ ওভর পর্যন্ত ঠিক কাজ করেছি। এরপর সুবিধা করতে পারিনি। তবে দক্ষিণ আফ্রিকা ৩৮২ রান করার পিছনে সবচেয়ে বড় অবদান কুইন্টন ডি ককের। সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। এছাড়া হেনরি ক্লাসেন দুর্দান্ত ব্যাটিং করেছে।”
ম্যাচের পর কী বললেন সাকিব ?
এ দিন, দক্ষিণ আফ্রিকার হারের জন্য বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংকেই বেশি দুষছেন সাকিব। তিনি বলেন, “আমাদের ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। জয় পেতে হলে সেরা পাঁচে যারা আছে তাদের বড় স্কোর গড়তে হবে।” বিশ্বকাপে কারা চ্যাম্পিয়ন হতে পারে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, “এই মুহূর্তে মনে হচ্ছে ভারত, নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা এই তিন দলের জয়ের সম্ভাবনা রয়েছে। “