WC 2023: ২০২৩ বিশ্বকাপ আর মাস দুয়েক পরেই শুরু হয়ে যাবে। টিম ইন্ডিয়া এখন থেকেই তার পরিকল্পনা শুরু করে দিয়েচে। তারই অংশ হিসেবে পরীক্ষা-নিরীক্ষার পথ অনুসরণ করছে ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল ছেলেদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দিচ্ছে। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচ হারার পর টিম ইন্ডিয়ার নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। বিশ্বকাপের আগে কে হচ্ছে এমন পরীক্ষা-নিরীক্ষা? এই কথা বলে টিম ইন্ডিয়া, নির্বাচক কমিটি এবং অধিনায়ক রোহিত শর্মার উপর ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার ও কিংবদন্তীরা। এই প্রেক্ষাপটে এসব সমালোচনার পাল্টা দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি কিছুটা কঠোর জবাব দিয়ে বলেন যে, কোনও খেলোয়াড় এমনি এমনি নির্বাচিত হবেন না।
কী বললেন রোহিত শর্মা !!
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সমালোচিত হচ্ছে টিম ইন্ডিয়া নির্বাচক কমিটি। এছাড়া বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, কেন তরুণ ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন তারা? এই সব সমালোচনার উত্তর দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া রোহিত এসব প্রশ্নের উত্তর দিয়েছেন। এই বিষয়ে রোহিত শর্মা বলেন, “টিম ইন্ডিয়াতে কোনও একজন খেলোয়াড় এমনি এমনি নির্বাচিত হয় না। আমিও এর ব্যতিক্রম নই। আমিও সবার মতো নির্বাচিত হব। এছাড়া দলে কারও জায়গার নিশ্চয়তা নেই। সবাইকে নিজেকে প্রমাণ করতে হবে।”
বিশ্বকাপের প্রস্তুতি শুরু ভারতের
রোহিত শর্মাকে যখন জিজ্ঞাসা করা হয় কেন তারা তরুণ খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন, ভারত অধিনায়ক বলে দেন, “আমরা ২০২৩ এশিয়া কাপের জন্য ছেলেদের প্রস্তুত করছি। আমরা তাদের প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে চাপে খেলতে হয়। এর একটি অংশ হিসাবে, আমরা তরুণ খেলোয়াড়দের সুযোগ দিচ্ছি।” উল্লেখ্য, চলতি মাসে্র শেষেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে ভারত। এশিয়া কাপ মিটলেই দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে। আর সেই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে তৈরি ভারত।
Also Read: IPL 2024-এর আগে বড় সিদ্ধান্ত নিলেন কাব্য মারান, যুবরাজ সিংকে করলেন দলের মেন্টর !!