World Cup 2023: আইসিসি বিশ্বকাপ ফাইনালে টস হারার পর যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) প্রথম একাদশ ঘোষণা করলেন, তখন একটা বিষয়ে সবাই অবাক হয়ে গেল। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) নাম কেন দলে নেই তা নিয়ে এই চমক দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার দুই বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান থাকায় দলে অশ্বিনের অন্তর্ভুক্তি প্রত্যাশিত ছিল। কিন্তু অশ্বিনের এই ম্যাচে ভারতীয় দলে জায়গা হয়নি। আহমেদাবাদের ধীর গতির পিচ তাকে খেলানোটা বেশ অবুঝ একটা সিদ্ধান্ত বলা যেতেই পারে। রবিবারের ফাইনাল শেষ হওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে অশ্বিনকে না বেছে ভারত কি ভুল করেছে? ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেন বাঁহাতি ব্যাটসম্যান ট্র্যাভিস হেড। হাফসেঞ্চুরি করেন মার্নাস লাবুসচেন। এই দু’জনের জুটিতেই এ দিন ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
রিজার্ভ বেঞ্চেই সময় কাটে অশ্বিনের
চলতি বিশ্বকাপের (World Cup 2023) প্রথম থেকেই প্রথম দলের বাইরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এই আসরে বোলিং করার সুযোগই পাননি তিনি। অনেকেই মনে করেছিলেন ফাইনালে জায়গা হবে তার। কিন্তু শেষ অবধি এই ম্যাচেও সুযোগ হয়নি তার। আর সেটাকে ব্যবহার করেই সেঞ্চুরি করে অজি দলকে ম্যাচ জেতান ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও এই একই ভুল করেছিলেন রোহিত শর্মা। আসলে আহমেদাবাদের শুষ্ক পিচে অশ্বিনের বল ভালোই ঘুরতো। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতেই পারে যে ফাইনাল ম্যাচে তার সার্ভিস থেকে বঞ্চিত হল টিম ইন্ডিয়া।
সহজে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া
ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়াকে (Team India) ৬ উইকেটে হারিয়েছে। অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ট্রফি জিতে নেয়। ট্র্যাভিস হেড দুর্দান্ত ব্যাটিং করেন এবং অস্ট্রেলিয়ার হয়ে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। একই সময়ে, মারনাস লাবুসচেন ৫৮ রান করে অপরাজিত থাকেন। ভারতের দেওয়া ২৪১ রানের টার্গেট ৪৩ ওভারে হাসিল করে নেয় অস্ট্রেলিয়া। এর আগে, ফাইনাল ম্যাচে ২৪০ রান করে অলআউট হয়ে যায় ভারতীয় দল। দলের পক্ষে, কেএল রাহুল ৬৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার পাশাপাশি বিরাট কোহলি ৫৪ রানের অবদান রাখেন।