world-cup-2023-points-table-after-ind-vs-afg-match

জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023), প্রতিটি দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে দিয়েছে। টিম ইন্ডিয়ার কথা বলতে গেলে, প্রথম ম্যাচে স্পিনিং উইকেটে জাদেজা ও কুলদীপের কমালে নাজেহাল হয়ে যায় অজি ব্যাটিং। ১৯৯ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার ব্যাটিং যা তারা করতে এসে ঈশান কিষান (Ishan Kishan), রোহিত শর্মা (Rohit Sharma) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরেছিলেন। তবে সেই পরিস্থিতিতে ভারতের হয়ে দুরন্ত কামব্যাক করেন কিং কোহলি (Virat Kohli) ও কেএল রাহুল (KL Rahul)। ৮৫ রান বানান কোহলি ও ৯৭ করেন রাহুল। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিরুদ্ধে ক্যাপ্টেন হিটম্যানের পাওয়ার হিটিং গড়লো অনন্য নজির। ভারতীয় দলের ক্যাপ্টেন বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক শতরানের সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভাঙলেন রোহিত। ৮৪ বলে ১৩১ বানালেন রোহিত এবং কোহলির ব্যাট থেকে ৫৬ বলে ৫৫ রানের ইনিংসে ভারতের হয়ে ৯০ বল আগে জয় সুনিশ্চিত করলো।

Read More: World Cup 2023: আইপিএলের ঝামেলা বিশ্বকাপের মঞ্চে মেটালেন বিরাট-নবীন, গৌতম গম্ভীর দিলেন এই দুর্দান্ত প্রতিক্রিয়া !!

World Cup 2023, POINTS TABLE

Ind vs afg, world cup 2023
IND vs AFG | Image: Getty Images

ভারতে ওডিআই বিশ্বকাপ-এর ৯ টি ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে। ১০’তম ম্যাচে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। নয়াদিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর ভারতীয় ক্রিকেট দল ক্রিকেট বিশ্বকাপ ২০২৩’এর স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে উঠে রয়েছেন। +১.৫০০-এর চিত্তাকর্ষক নেট রান রেট (NRR) সহ ভারত দুই ম্যাচ থেকে চার পয়েন্ট রয়েছে। অন্যদিকে শীর্ষস্থানে নিউজিল্যান্ড রয়েছে শীর্ষস্থানে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নেদারল্যান্ডকে হারিয়ে কিউইরা চার পয়েন্ট নিয়ে +১.৯৫৮ নেট রানরেট নিয়ে রয়েছে। পাকিস্তান নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

এরপর বাঁকি দলগুলি ২ পয়েন্ট নিয়ে রেখেছে। মূলত শ্রীলঙ্কার বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে +২.০৪০ নেট রানরেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রথম ম্যাচেই পরাজিত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যাবধানে জয়লাভ করে +০.৫৫৩ নেট রানরেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ও আফগানিস্তানকে -০.৬৫৩ নেট রানরেট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল ভারতের বিরুদ্ধে পরাজিত হয়ে এখনও তাদের খাতা খুলতে পারেনি, অন্যদিকে শ্রীলঙ্কা, আফগানস্তান ও নেদারল্যান্ডের অবস্থাও ঢিলা।

Read More: World Cup 2023: দিল্লির দর্শকদের কাছে বিরাট কোহলির আবদার, নবীনকে বুকে টেনে বন্ধ করালেন ‘কোহলি…কোহলি’ স্লোগান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *