World Cup 2023: চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপে (ICC World Cup 2023) ম্যাচে আজ মুখোমুখি নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। কিউইরা এই টুর্নামেন্টে এখনও অবধি অপরাজিত। প্রথম তিন ম্যাচে অনবদ্য ক্রিকেট খেলে তারা হারিয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস এবং বাংলাদেশকে। আজ টানা চতুর্থ জয়ের সন্ধানে মাঠে নেমেছে তারা। অন্যদিকে আফগানিস্তানের জন্য বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচনাটা আশানুরূপ হয় নি। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৬ ও ৮ উইকেটের ব্যবধানে তারা হেরেছিলো বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে। উপমহাদেশীয় দুই প্রতিদ্বন্দ্বির মোকাবিলা করতে না পারলেও তৃতীয় ম্যাচে চমকে দিয়েছে তারা। শক্তিশালী ইংল্যান্ডকে দিল্লীর মাঠে রুখে দিয়ে হাসিল করে নিয়েছে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের দ্বিতীয় জয়। রশিদ (Rashid Khan), নবি, মুজিবদের যে ঘূর্ণি রুট, বাটলারদের রুখেছিলো, আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও তাকে সম্বল করেই মাঠে নেমেছে হাসমাতুল্লাহ শাহিদীর দল। টানা দ্বিতীয় অঘটন ঘটানোই তাদের লক্ষ্য।
টসে জিতেছিলো আফগানিস্তান। প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী (Hashmatullah Shahidi)। চেনা মাঠে টি-২০’র ঢঙেই শুরুটা করেছিলেন ডেভন কনওয়ে (Devon Conway)। ইঙ্গিত দিয়েছিলেন বড় রানের। কিন্তু বেশীদূর এগোতে পারেন নি। এরপর ব্যাট হাতে নিউজিল্যান্ডের ইনিংসকে স্থিরতা দেন উইল ইয়ং এবং রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ৬৯ রানের জুটি গড়েন দুজনে। এরপর রচিন ফিরতেই ধস নামে কিউই ইনিংসে। দ্রুত উইকেট হারিয়ে একটা সময় পিছিয়ে পড়েছিলো গত বিশ্বকাপের ফাইনালিস্ট’রা। আফগান বোলিং ব্রিগেড-এর লাগাতার আক্রমণ সামলে এরপর কিউই শিবিরকে লড়াই করার জায়গায় পৌঁছে দিলেন গ্লেন ফিলিপস (Glenn Phillips) এবং টম ল্যাথাম (Tom Latham)। দুজনের জোড়া অর্ধশতকে নিউজিল্যান্ড পঞ্চাশ ওভারে স্কোরবোর্ডে যোগ করলো ২৮৮ রান।
Read More: World Cup 2023: শিকড়কে ভোলেন নি কেশব মহারাজ, দক্ষিণ আফ্রিকা হারলেও প্রশংসিত প্রোটিয়া ক্রিকেটার !!
কিউই টপ অর্ডারকে বেঁধে রাখলেন আফগান’রা-

গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ের মুখ্য কারিগর ছিলেন তাদের বোলার’রা। বিশেষ করে মহম্মদ নবি, রশিদ খান এবং মুজিব উর রহমান’কে দেখা গিয়েছিলো অনবদ্য ক্রিকেট খেলতে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও কার্যকরী ভূমিকা নিলেন তারা। কেন উইলিয়ামসন না থাকায় আজ ফের প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন উইল ইয়ং (Will Young)। ডেভন কনওয়ের সাথে ওপেনিং-এ দেখা গেলো তাঁকে। শুরুটা দ্রুতগতিতে করতে চেয়েছিলেন কনওয়ে। কিন্তু বাম হাতি ব্যাটারকে বেশী দূর এগোতে দিলেন না মুজিব (Mujeeb ur Rahman)। ১৮ বলে ৩০ রান করে সাঙ্গ হয় তাঁর ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। তাঁর সঙ্গে জুটি বাঁধেন ইয়ং। ২৩ বর্ষীয় অলরাউন্ডার ফেরেন ৪১ বলে ৩২ রান করে। মিডিয়াম পেসার আজমাতুল্লাহ ওমরজাই-এর বলে বোল্ড হন তিনি।
রচিন যখন সাজঘরে ফেরেন তখন কিউইদের স্কোরবোর্ডে রান ১০৯। একই ওভারে তাদের তৃতীয় ধাক্কাটিও দেন আজমাতুল্লাহ’ই (Azmatullah Omarzai)। অর্ধশতকের গণ্ডী পেরোনো উইল ইয়ং-এর ইনিংসে ইতি টানেন তিনি। চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। ছন্দে থাকা মিচেলের থেকে প্রত্যাশা ছিলো একটা বড় ইনিংসের। কিন্তু চেন্নাইয়ের বাইশ গজে আজ ব্যর্থ তিনিও। যেটুকু সময় ক্রিজে রইলেন, তাতে রীতিমত সংঘর্ষ করতে দেখা গেলো তাঁকে। রশিদ খানের (Rashid Khan) ওভারে ইব্রাহিম জাদ্রানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরলেন তিনিও। ৭ বলে ১ রানের বেশী আসে নি আজ তাঁর ব্যাটে। মাত্র ১ রানের ব্যবধানে ৩টি উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে গিয়েছিলো ‘ব্ল্যাক ক্যাপস’ শিবির।
ফিলিপস-ল্যাথামের ব্যাটে প্রস্তুত লড়াইয়ের মঞ্চ-

বেকায়দায় পড়া নিউজিল্যান্ডকে লড়াইতে ফেরানোর কাজটা আজ করতে দেখা গেলো টম ল্যাথাম (Tom Latham) এবং গ্লেন ফিলিপসকে (Glenn Phillips)। উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম’কে দীর্ঘসময় দেখা গিয়েছে কিউইদের ক্রাইসিস ম্যানের ভূমিকায়। দল যখনই বিপদে পড়ে যেন বাড়তি তাগিদ নিয়ে খেলেন তিনি। আজ অধিনায়কের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। আফগানিস্তানের বিরুদ্ধে চেন্নাইয়ের কঠিন পচে অধিনায়কোচিত ইনিংসই এলো তাঁর ব্যাট থেকে। কেরিয়ারের ২৩তম ওডিআই অর্ধশতকটি করলেন তিনি। প্রথমে ধীরে চলো নীতি নিয়েছিলেন তিনি। পরে উইকেটের চরিত্র বুঝে হাত খোলেন। দ্রুত রান বাড়ানোর পন্থা বেছে নেন। শেষমেশ আজ ৩ চার ও ২ ছক্কার সাহায্যে ৬৮ রান করেন তিনি।
ল্যাথামের পাশাপাশি অনবদ্য ব্যাটিং করতে দেখা গেলো গ্লেন ফিলিপসকেও (Glenn Phillips)। এক প্রান্তে কিউই অধিনায়ক যখন উইকেট বাঁচিয়ে ইনিংস গড়ার প্রচেষ্টায় ব্যপৃত, তখন দ্রুত রান তোলার দায়িত্ব ফিলিপস তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। ৪টি চার এবং ৪টি ছক্কা দেখা গেলো তাঁর ব্যাট থেকে। ৪৮তম ওভারে নবীন উল হকের বলে রশিদ খানের হাতে ধরা পড়লেও ল্যাথামের (Tom Latham) সাথে তাঁর ১৪৪ রানের জুটি নিউজিল্যান্ডকে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করে দিলো আজ। সাত নম্বরে ব্যাট করতে নেমে মার্ক চাপম্যান মাত্র ১২ বলে করেন ২৫* রান। মিচেল স্যান্টনার করেন ৭*। আফগানিস্তানের হয়ে আজমাতুল্লাহ ওমরজাই ও নবীন উল হক (Naveen ul Haq) ২টি এবং রশিদ ও মুজিব ১টি করে উইকেট পেয়েছেন আজ।