World Cup 2023: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর শেষ লিগ পর্বের ম্যাচ খেলা হয়। সেই ম্যাচের পর এবার টিম ইন্ডিয়াকে ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে হবে যার আগে মহম্মদ সিরাজের চোট দলের সমস্যা বাড়িয়ে দিল। আসলে ডাচদের বিরুদ্ধে ক্যাচ নিতে গিয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান সিরাজ।
রবিবাসরীয় সেই ম্যাচের ইনিংসের ১৫তম ওভারে কুলদীপ যাদবের বলে ক্যাচ মিস করেন মোহাম্মদ সিরাজ। সেই মিস হওয়া ক্যাচে চোট পান সিরাজ। হাই ক্যাচ নেওয়ার সময় সিরাজ তার দুই হাত গলার খুব কাছে রেখেছিলেন। বলটি সিরাজের হাত থেকে বেরিয়ে গিয়ে সোজা তার গলার কাছে আঘাত করে। এরপর ভারতীয় বোলারকে ব্যথায় ভুগতে দেখা যায়।
Read More: World Cup 2023: বিশ্বকাপ চলাকালীন বড় অভিযোগ উঠলো জয় শাহ’র বিরুদ্ধে, খোয়াতে পারেন দায়িত্ব !!
দেখুন সেই ভিডিও:
নেদারল্যান্ডস ম্যাচের সেই চোটের পর সিরাজ মাঠের বাইরে চলে যান। ১৫তম ওভারের তৃতীয় বলে এই ঘটনাটি ঘটে যখন কুলদীপের বলে ডাচ ব্যাটসম্যান ম্যাক্স ওউদউদের ক্যাচ ফেলে দেন সিরাজ। পুরো ঘটনার ভিডিও শেয়ার করেছে আইসিসি। ভিডিওতে স্লো মোশনে দেখানো হয়েছে কীভাবে বল সিরাজের গলায় আঘাত করে ক্যাচ নেওয়ার সময়।
আইয়ার ও রাহুল ব্যাটে ‘হিট’
রবিবারের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৫০ ওভারে ৪ উইকেটে ৪১০ রান করে। দলের পক্ষে সেদিন প্রায় সব ব্যাটসম্যানরাই রানের মুখ দেখেন। তবে এরই মধ্যে চার নম্বরে নামা শ্রেয়াস আইয়ার ও পাঁচ নম্বর কেএল রাহুল সেঞ্চুরি করেন। দুর্দান্ত একটি অপরাজিত ইনিংস খেলার সময় আইয়ার ৯৪ বলে ১২৮* রান করেন। তার সেই ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে। এর পাশাপাশি রাহুল ৬৪ বলে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০২ রানের ইনিংস খেলেন। এই দু’জনে মিলে পঞ্চম উইকেটে ২০৮ রানের জুটি গড়েন। বিশ্বকাপে চতুর্থ বা তার নীচের উইকেটে এটাই ভারতের সবচেয়ে বড় জুটি।
Read More: World Cup 2023: এই ৩ কারণে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পরাস্ত করবে টিম ইন্ডিয়া !!