World Cup 2023: রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ ২০২৩-এ তার টানা নবম জয় তুলে নিয়েছে। রবিবার গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। টুর্নামেন্টের ৪৫তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪১০ রানের বিশাল স্কোর করে ভারতীয় দল। সেঞ্চুরি করেছেন শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুল। রোহিত, বিরাট কোহলি ও শুভমান গিলও খেলেছেন হাফ সেঞ্চুরির ইনিংস। জবাবে নেদারল্যান্ডস দল ২৫০ রানে অলআউট হয়ে যায়। বিশ্বকাপের কথা বলতে গেলে এখন ২টি সেমিফাইনাল ও ফাইনাল বাকি। ভারতীয় দল ১৫ নভেম্বর প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় টিম ইন্ডিয়া। টানা নয় ম্যাচ নিতেই সেমিফাইনালে গেল তারা।
নতুন ইতিহাস গড়লো টিম ইন্ডিয়া

২০ বছর পর নিজেদের রেকর্ড ভাঙল ভারত। ২০০৩ বিশ্বকাপের পর ভারত টানা 9টি ম্যাচ জিতেছে। ২০০৩ সালে, ভারত টানা ৮টি ম্যাচ জিতেছিল। এবারের বিশ্বকাপ জিতেছে টানা ৯টি ম্যাচ জিতে নিয়েছে। অস্ট্রেলিয়া দু’বার বিশ্বকাপ জিতেছে টানা ১১ ম্যাচ জিতে। ২০০৩ ও ২০০৭ সালে ক্যাঙ্গারু দল এটি করে দেখায়। ভারত যে ধরনের ফর্মে আছে, অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙতে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারত এখন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ভারতও ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে চায়।
বড় রান তাড়া করতে ব্যর্থ হয় ডাচরা

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডের শুরুটা ছিল মন্থর। যদিও এক সময় স্কোর ছিল এক উইকেটে ৬৬ রান। ওপেনার ম্যাক্স ও’ডাউড ৩০ রান করেন এবং ৩ নম্বরে আসা কলিন অ্যাকারম্যান ৩৬ রান করেন। সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটও ৪৫ রানের অবদান রাখেন। এর পর দল বিপর্যস্ত হয়ে পড়ে এবং স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৪৪ রান। কিন্তু তেজা নিদামানুর ৫৪ রান করে স্কোর ২৫০ রানে পৌঁছে দেন। ৪৭.৫ ওভারে অলআউট হয়ে যায় পুরো দল। টিম ইন্ডিয়ার হয়ে মহম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব ২টি উইকেট পেয়েছেন। এছাড়া একটি করে উইকেট নেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিশ্বকাপে এটাই তাদের প্রথম উইকেট।