World Cup 2023: "বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কার...", দক্ষিণ আফ্রিকার জঘন্য হারের পর ভাইরাল হচ্ছে শাহরুখ খানের ভিডিও !! 1

World Cup 2023: বিশ্বকাপ ২০২৩-এর ৩৭ তম ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। বিশ্বকাপ প্রতিযোগিতায় টানা অষ্টম জয় তুলে নিয়ে ভারত লিগ ম্যাচের শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলে এক নম্বর স্থান দখল করেছে। এর ফলে সেমিফাইনালে চতুর্থ র‌্যাঙ্কিং দলের মুখোমুখি হবে ভারত। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে আসা দক্ষিণ আফ্রিকান দল ভারতীয় বোলিংয়ের সামনে তাসের মতো একপ্রকার ভেঙে পড়ে এবং ৮৩ রানে গুটিয়ে যায় গোটা দল। পাওয়ারপ্লেতে বাজে শুরুর পর একটানা উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা দল। ব্যাটিংয়ের মাত্রা এতটাই খারাপ ছিল যে কোন ব্যাটসম্যানই ১৫ রান পার করতে পারেননি। এই জয়ের ফলে আরও একটি প্রতিশোধ নিয়েছে ভারতীয় দল।

দক্ষিণ আফ্রিকার কাছে পাকিস্তানের বদলা নিল ভারত

World Cup 2023: "বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কার...", দক্ষিণ আফ্রিকার জঘন্য হারের পর ভাইরাল হচ্ছে শাহরুখ খানের ভিডিও !! 2

২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম সেরা দল দক্ষিণ আফ্রিকার কাছে ২৭ অক্টোবর চেন্নাই চিদাম্বরম স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই করে ১ উইকেটে পরাজয় বরণ করতে হয়েছিল পাকিস্তানকে। টস জয় করে পাকিস্তান ২৭০ রানের পুঁজি গড়েছিল সেই ম্যাচে। কিন্তু এই রান নিয়েও তীব্র লড়াই করে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ৪৭.২ ওভারে ২৭১/৯ করে ১ উইকেটে জয় পায়। টুর্নামেন্টে টিকে থাকার স্বপ্ন অনেকটাই ভেঙে চুরমার হয়ে যায় পাকিস্তানের। সেই ম্যাচে বেশ কয়েকটি আম্পয়ারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়। অনেকেই মনে করছেন আম্পায়ারের এই কাজের জন্যই হারতে হয়েছে বাবর আজমের দলকে।

রবিবারের ম্যাচে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা দল। রোহিত শর্মার দলকে রুদ্রমূর্তিতে দেখা যায় শামি, বিরাট, জাদেজাদের। তাদের দেখেই মনে হয়, কোন কিছুর জন্য লড়াই করছে তারা। আর সেটা দেখে নেটপাড়ায় শোনা যাচ্ছে, ছেলের হারের বদলা নিল বাবা। আসলে ভারতকে পাকিস্তানের ‘বাপ’ বলে বিদ্রুপ করা হয়। আর দক্ষিণ আফ্রিকার কাছে সেই হারের বদলা রবিবার ভারত নিয়েছে বলে মজা করছে নেটপাড়া। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাদের। আর এই সব পোস্ট ইতিমধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হতেও শুরু হয়েছে। সব মিলিয়ে এই ম্যাচের পর জমজমাট হয়েছে নেটপাড়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *