World Cup 2023: আহমেদাবাদে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলার সময় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শকদের ব্যবহার নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিযোগের বিষয়ে আইসিসি কোন ব্যবস্থা নেবে না। কারণ, আহমেদাবাদে ঘটা কোন ঘটনাই বৈষম্যবিরোধী আইনের মদ্যে পড়ে না। তাই এই বিষয়ে কোন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না বলেই মনে করা হচ্ছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের সময় এক লাখেরও বেশি মানুষ সেইদিন স্টেডিয়ামে উপস্থিত হন। এত ফ্যানের মদ্যে প্রতিবেশী দেশের খেলোয়াড়দের সমর্থন করার জন্য মাত্র তিনজন পাকিস্তানি-আমেরিকান সমর্থক সেদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
কী অভিযোগ করে পিসিবি?

পিসিবি টুইটারে পোস্ট করে, “পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তানি সাংবাদিকদের জন্য ভিসা বিলম্বিত করা এবং চলতি বিশ্বকাপ 2023 এর জন্য পাকিস্তান ফ্যানদের জন্য ভিসা না তাকার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।” এতে বলা হয়, “১৪ অক্টোবর ভারত-পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানি দলকে লক্ষ্য করে খারাপ আচরণের বিষয়েও পিসিবি অভিযোগ দায়ের করেছে।”
ICC set to take no actions against PCB’s complaint for Ahmedabad crowd behaviour. (PTI). pic.twitter.com/HOSSK3nNRL
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 18, 2023
খালি হাতেই ফিরতে হচ্ছে পিসিবিকে
ঘটনাটি ঘটে যখন পাকিস্তান দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান আউট হন। তিনি আউট হওয়ার পর যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন তখন ভারতীয় ফ্যানদের একটি অংশ মহম্মদ রিজওয়ানকে ধর্মীয় স্লোগান দিয়ে হেনস্তা করেন। পিসিবি এই নিয়ে সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির কাছে এই নিয়ে বিস্তর অভিযোগ করে। পাকিস্তানের ডিরেক্টর অফ ক্রিকেট মিকি আর্থার স্বীকার করেছিলেন যে ভারতের সাত উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় ফ্যানদের রিঅ্যাকশান দেখে চমকে যান। পিসিবি সেই সময় আরও জানায় যে, পাক খেলোয়াড়দের দেরীতে ভিসা দেওয়ার বিষয়টাও আইসিসিকে জানিয়েছে তারা। তবে এসব নিয়ে বিসিসিআইয়ের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।