World Cup 2023

আইসিসি বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) এর আগে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (BCA) নিয়ন্ত্রিত কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। বলা হচ্ছে, স্টেডিয়ামের ড্রেসিংরুমে ভয়াবহ আগুন লাগে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার রাতে স্টেডিয়ামের ড্রেসিংরুমে হঠাৎ আগুন লাগে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সেখানে সংস্কারের কাজ চলছিল। বলা হচ্ছে, আগুনের লেলিহান শিখা এতটাই প্রবল ছিল যে এর ফলে ড্রেসিংরুমে পড়ে থাকা জিনিসপত্র পুড়তে দেখা গেছে।

Read More: IPL 2024: নীতিশ রানাকে দলে সামিল করতে চলেছে লখনউ, মেন্টর গৌতম গম্ভীর দিলেন এই অফার !!

World Cup 2023: বিশ্বকাপের আগেই ঘটলো বড় অঘটন, ইডেন গার্ডেন্সে লাগলো ভীষণ আগুন !! 1

যদিও অগ্নিকাণ্ডে জিনিসপত্রের তেমন ক্ষয়ক্ষতি হয়নি, শুধু ড্রেসিংরুমে পড়ে থাকা জিনিসপত্রই পুড়ে গেছে, তারপরও হঠাৎ এই অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে। শর্ট সার্কিট থেকে আগুন লাগার কারণ হতে পারে বলে অনেক বিশেষজ্ঞের অভিমত। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার ব্রিগেডের ২টি গাড়িও তাৎক্ষণিকভাবে আগুন লাগার জায়গায় পৌঁছেছে। এখন এই অগ্নিকাণ্ডের কারণে, স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচগুলির আগে, একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও সবার সামনে দেখা দিয়েছে।

দেখুন আগুনের ভিডিও:

এটা উল্লেখ্য যে, কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের মোট ৫টি ম্যাচ খেলা হবে। ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও বাংলাদেশ দলের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ হবে। একই সঙ্গে আগামী ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই হাত করবে ভারতীয় দল। এরপর ১১ নভেম্বর এই স্টেডিয়ামে ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচ হবে, আর ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচও হবে এই মাঠে।

Also Read: World Cup 2023: “ওর খেলার সম্ভাবনা কম…” এই ক্রিকেটারকে বিশ্বকাপের দলে দেখছেন না মহম্মদ কাইফ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *