World Cup 2023: চলতি ক্রিকেট বিশ্বকাপের ২৫তম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে মাঠ ছাড়তে হল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এই বিশ্বকাপে পাঁচ ম্যাচে এটা ইংল্যান্ডের চতুর্থ পরাজয়। এই পরাজয়ের সঙ্গে একপ্রকার নিশ্চিত হয়ে গেল ইংলিশদের বিদায়। জা পরিস্থিতি তাতে এবার আর সেমিফাইনালে ওঠাই হবে না বেন স্টোকসদের। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৫৬ রান করে। জবাবে শ্রীলঙ্কা দুই উইকেট হারিয়ে ১৬০ রান করে এবং ম্যাচটি আট উইকেটে জিতে নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে ১৫৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড দল। ২০১৯ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলের জন্য এই বিশ্বকাপ ভুলে যাওয়ার মতো হয়েছে। এই ম্যাচেও তারা মাত্র ৩৩.২ ওভার খেলতে পারে। সর্বোচ্চ ৪৩ রান করেন বেন স্টোকস। তিনি ছাড়াও জনি বেয়ারস্টো ৩০ ও ডেভিড মালান ২৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে জয়ের জন্য প্রয়োজনীয় রান ২৫.৪ ওভারে তুলে নেয় শ্রীলঙ্কা। তাদের হয়ে পাথুম নিসাঙ্কা ৭৭ ও সাদিরা সামারবিক্রমা ৬৫ রান করে যান। এ দিনের এই হারের পর ব্যাপক ট্রোলের শিকার হয় ইংলিশ দল।
দেখুন টুইটের ছবি:
Jason Roy laughing in corner#ENGvsSL pic.twitter.com/FaWu57zpIy
— Aryan 🦥 (@iAryan_Sharma) October 26, 2023
5th win in a row for sri lanka against England in world cups 🔥
Since 2007🫡#ENGvsSL #WorldCup2023 #CricketWorldCup2023 #CWC23— Venom 0066 (@MrVenom66) October 26, 2023
Such a bizarre World Cup for England..Can we even call this an upset???#CWC2023 #ENGvsSL
— Ashish Mishra (@Theashishmishra) October 26, 2023
Something is really wrong with the England tram in #CWC23
Is it the Bowling? Is it the Batting? Or is it the leadership? They just don’t look like the defending champs
Maybe the 2019 World Cup win was a fluke #ENGvSL #ENGvsSL #ENG— Nikhil Kamath (@citizenkamath) October 26, 2023
Baat ko Maan bhai #ENGvsSL pic.twitter.com/4kwVoKrTsr
— 🅰️ J🌈 (@EHuman0) October 26, 2023
#England lost 47 wickets in 5 games. #ENGvsSL #CWC2023
— Rajeev Mullick (@rmulko) October 26, 2023