World Cup 2023

World Cup 2023: ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ফাইনালিস্ট নিউজিল্যান্ডের মধ্যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনালটিও ১৯ নভেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে। সারা দেশে ১০টি স্টেডিয়ামে টুর্নামেন্টের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে আসন্ন এই ইভেন্ট ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে।

ইতিমধ্যেই ১০টি দলই টুর্নামেন্টের জন্য তাদের দল ঘোষণা করেছে। প্রায় প্রতিটা দলই তারকায় ঠাসা ২৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত রদবদল হওয়ার কথা। ২৯ সেপ্টেম্বর থেকে তিরুবনন্তপুরম, হায়দ্রাবাদ এবং গুয়াহাটিতে অনুশীলন ম্যাচ খেলবে সব দল। বিশ্বকাপের মতো বড় আসরে প্রতিটা দলই চাইবে নিজেদের সেরাটা দিতে। তাই লড়াই শুরুর আগেই নিজেদের শেষবারের মতো ঘষে-মেজে নিতে মরিয়া প্রতিটা শিবির।

এক নজরে প্রতিটা দল দেখে নিন-

আফগানিস্তান

World Cup 2023: কনফার্ম হয়ে গেল সব দলের বিশ্বকাপ স্কোয়াড, কোন দলে কে পেলেন জায়গা, কে পড়লেন বাদ? দেখে নিন এক ক্লিকে 1

হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, আজমতুল্লাহ উমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, ফজলহক ফারুকী, আবদুল রহমান, নবীন উল হক

অস্ট্রেলিয়া

World Cup 2023: কনফার্ম হয়ে গেল সব দলের বিশ্বকাপ স্কোয়াড, কোন দলে কে পেলেন জায়গা, কে পড়লেন বাদ? দেখে নিন এক ক্লিকে 2

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স কেরি, জশ ইঙ্গলিস, শন অ্যাবট, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মিচ মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক

বাংলাদেশ

World Cup 2023: কনফার্ম হয়ে গেল সব দলের বিশ্বকাপ স্কোয়াড, কোন দলে কে পেলেন জায়গা, কে পড়লেন বাদ? দেখে নিন এক ক্লিকে 3

শাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেনন, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ

ভারত

Team India,

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন আশ্বিন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব

নেদারল্যান্ডস

World Cup 2023: কনফার্ম হয়ে গেল সব দলের বিশ্বকাপ স্কোয়াড, কোন দলে কে পেলেন জায়গা, কে পড়লেন বাদ? দেখে নিন এক ক্লিকে 4

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, রায়ান ক্লাইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শরিজ আহমেদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।

নিউজিল্যান্ড

World Cup 2023: কনফার্ম হয়ে গেল সব দলের বিশ্বকাপ স্কোয়াড, কোন দলে কে পেলেন জায়গা, কে পড়লেন বাদ? দেখে নিন এক ক্লিকে 5

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচ স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়াং

ইংল্যান্ড

World Cup 2023: কনফার্ম হয়ে গেল সব দলের বিশ্বকাপ স্কোয়াড, কোন দলে কে পেলেন জায়গা, কে পড়লেন বাদ? দেখে নিন এক ক্লিকে 6

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস

পাকিস্তান

world cup 2023

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, সালমান আলি আগা, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম।

দক্ষিণ আফ্রিকা

World Cup 2023: কনফার্ম হয়ে গেল সব দলের বিশ্বকাপ স্কোয়াড, কোন দলে কে পেলেন জায়গা, কে পড়লেন বাদ? দেখে নিন এক ক্লিকে 7

টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, আন্দিলে ফেলুকওয়ায়ো, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, লিজাদ উইলিয়ামস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন

শ্রীলঙ্কা

World Cup 2023: কনফার্ম হয়ে গেল সব দলের বিশ্বকাপ স্কোয়াড, কোন দলে কে পেলেন জায়গা, কে পড়লেন বাদ? দেখে নিন এক ক্লিকে 8

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস ( সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ওয়েলালাগে, কাসুন রাজিথা, মহীশ থিকসানা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মধুশাঙ্কা

রিজার্ভ খেলোয়াড়: চামিকা করুনারত্নে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *