ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপের জন্য আজ সকালে লণ্ডনে রওনা হতে হবে। এবার বিশ্বকাপ ইংল্যাণ্ড আর ওয়েলসের মাটিতে হবে। ৩০ মে থেকে বিশ্বকাপের শুরু হবে। বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যজুবেন্দ্র চহেল মহেন্দ্র সিং ধোনির আর কুলদীপ যাদবের সঙ্গে নিজের জুগলবন্দী নিয়ে ক্রিকবাজের সঙ্গে কথাবার্তা চলাকালীন এই কথার খোলসা করেছেন।
কুলদীপের সঙ্গে জুগলবন্দীকে নিয়ে এই কথা বললেন চহেল:
চহেল ক্রিকবাজের সঙ্গে কথাবার্তা চলাকালীন জানিয়েছেন যে “আমি আর কুলদীপ একে অপরের মনোবল বাড়াতে সাহায্য করি। এখনো পর্যন্ত আমরা দুজন সমস্ত পরিস্থিতিতে ভাল প্রদর্শন করেছি”। তিনি বলেছেন যে আমাদের নিজের রণনীতির ব্যাপারে পরিবর্তন করার প্রয়োজন নেই।
কুলদীপ যাদবের সঙ্গে জুগলবন্দীকে ন্যে তিনি বলেন যে কুলদীপ আমার জন্য ছোটো ভাইয়ের মতন। আপনি যখন মুশকিল সময়ের মধ্যে দিয়ে যান তো আপনার কিছু মানুষের প্রয়োজন হয়। ওরা আর আমরা দুজন একে অপরের সঙ্গে কথা শেয়ার করা পছন্দ করি।
ধোনির ব্যাপারে এই কথা বললেন চহেল:
চহেল ধোনির ব্যাপারে বলেন যে,
“আমরা ওনার নির্দেশগুলিকে আমল করার প্রয়াস করি। ম্যাচ চলাকালীন আপনার ধোনির প্রয়োজন হয়। ওর দ্বারা বলা কথাগুলির আমি পালন করি। যখন আমরা কিছু ভুল করি তো ও আমাদের বকে। এমনকী যখন আমরা কিছু প্ল্যান করি তো ওকে ওই প্ল্যানের ব্যাপারে অবশ্যই জানাই। ভারতীয় দল এবার বিশ্বকাপের প্রবল দাবীদার হিসেবে ইংল্যাণ্ডের মাটিতে বিশ্বকাপ ম্যাচ শুরু করতে নামবে”।