মেনস এশিয়া কাপের পরেই সম্প্রতি শুরু হয়ে গিয়েছে মহিলা ক্রিকেটারদের জন্য ওয়েমেনস এশিয়া কাপ টি-২০ ২০২২ (Women’s Asia Cup 2022) (১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে এই সিরিজ)। এই সিরিজে ৭ টি স্কোয়াড খেলছে তাদের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালেশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ইউনাইটেড আরব ইমারেটস। টুর্নামেন্টে রোজ দুটি করে ম্যাচ আছে। গতকালের ম্যাচে শ্রীলঙ্কা মহিলা দলের সাথে থাইল্যান্ড মহিলা দলের ম্যাচ ছিল, যেখানে শ্রীলঙ্কা মহিলা দল জয় জয়লাভ করে। এবং অপরদিকে ইন্ডিয়া ওয়েমেন টিম এর সাথে বাংলাদেশ ওয়েমেন টিম এর ম্যাচ ছিলো যেটিতে ইন্ডিয়া টিম জয়লাভ করে।
থাইল্যান্ড ওয়েমেনদের দপদপা
আজকের ম্যাচ ছিলো থাইল্যান্ড ওয়েমেন এর সাথে মালেশিয়া ওয়েমেনদের। যেটিতে নানাপাট কনচারো এইকাই (Nanapat Koncharoenkai) ৪৫ বলে ৪১ রানের একটি চাপের ইনিংস খেলেন এবং তার সাথে নারুমল চাইআই (Naruemol Chaiwai) ৩৬ বলে ২৮ রানের একটি ইনিংস খেলেন। সর্বশেষে চানিদা সুথিরুয়াং ২০ বলে ২৪ রানের একটি ইনিংস খেলেন যার সাহায্যে থাইল্যান্ড ১১৫ অঙ্কের একটি টোটাল রান বানাতে পারে। রানটি কম লাগলেও এই রানের সাহায্যেই মালেশিয়া টিমকে ধুয়ে দিয়েছেন থাইল্যান্ড ওয়েমেনস টিম। ম্যাচে মালেশিয়া টিমের তরফ থেকে এলসা হান্টার (Elsa Hunter) ২৭ বলে মাত্র ১৫ রান করেন, উইনিফ্রেড দুরাইসিনগাম (Winifred Duraisingam) ৩২ বলে ১৫ রানের মতো টেস্ট ইনিংস খেলেন এবং সবথেকে বেশি বল খেয়েছেন মাহিরা ইজ্জতি ইসমাইল তিনি ৩৫ বলে ১৭ রান করেছেন মাত্র।
এই খেলোয়াড় হলেন ম্যাচের সেরা
মালেশিয়া ওয়েমেন টিমের খারাপ প্রদর্শনের জন্য রয়েছে থাইল্যান্ড টিমের দারুন বোলিং লাইন আপ। থিপচা পুথ্রাওঙ (Thipatcha Putthawong) ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ২ টি উইকেট নিয়ে নেন, সাথেই সোরনারিন তিপ্পচ (Sornnarin Tippoch) ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ১ টি উইকেট নিয়ে নেন এবং চানিদা সুথ্রিরুয়াং (Chanida Sutthiruang) ৩ ওভারে ১০ রান করে ১ টি উইকেট নিয়ে নেন।
Read More: IND vs SA: রাঁচী ম্যাচের আগে ডেভিড মিলারের জন্য মৃত্যুর খবর, ভিডিও শেয়ার করে জানালেন দুঃখের ঘটনা !!
এই ম্যাচটির প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন নানাপাট কনচারোএইকাই (Nanapat Koncharoenkai) যিনি ৪৫ বলে ৪১ রানের দূর্দান্ত ইনিংস খেলেছেন।
মালেশিয়া মহিলা টিম :
এলসা হান্টার, ওয়ান জুলি, উইনফ্রেড দুরাইসিনগাম (C), মাস ইলসা, মাহিরা ইজ্জতি ইসমাইল, অইন্যা হামিজা হাসিম, জামাহিদায়া ইনতান, সাসা আজমি, আরিন্যা নাতাশা, আইশা ইলিশা ফিরদৌস, নুর দানিয়া সুহাদা।
থাইল্যান্ড মহিলা টিম :
নানাপাট কনচারোএইকাই (Wk), নাথাকান চানতাম, নারুমল চাইআই (C), চানিদা সুথিরুয়াং, রোসেনান কানোহা, পানিথা মায়া, ন্যাটা বোচাথাম, সোরানিন তিপ্পচ, ওনিচা কামচোমপু, থিপচা পুথ্রাওঙ, বানথিডা নিপথানা।