১৩৭ রানের লক্ষমাত্রা তাড়া করতে এসে চরম বিপাকে পড়লো উইন্ডিজ, চেজ-রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ে আসলো প্রথম জয় !! 1

বিশ্বকাপ ২০২৪’এর (T20 World Cup 2024) দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনীর বিরুদ্ধে ৬ বল বাঁকি থাকতে প্রথম জয় ছিনিয়ে নিলো ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে উইন্ডিজ দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। পাওয়ার প্লের ভিতরেই ৩ উইকেট হারিয়ে ফেলে পাপুয়া নিউ গিনির ব্যাটিং বিভাগ। পাপুয়া নিউ গিনী দলের ওপেনার টনি উরা (Tony Ura) ৫ বলে ২ রান বানিয়ে হারিয়ে ফেলেন নিজের উইকেট। প্রথমে ব্যাটিং করতে এসে উইন্ডিজ’দের বোলিং তান্ডবের সামনে ফিকে পরে যায় PNG দলের ব্যাটিং। পাপুয়া নিউ গিনির হয়ে সেসে বাউ (Sese Bau) সর্বাধিক ৪৩ বলে ৫০ ইনিংসটি খেলেন। তার ইনিংস জুড়ে দেখা গিয়েছে ৬টি চার ও ১টি ছক্কা।

উইন্ডিজের ধীর গতির উইকেটে দ্রুত ব্যাটিং করে দলকে সম্মান জনক স্কোরে পৌঁছে দেন উইকেট রোক্ষক ব্যাটসম্যান কিপলিন ডোরিগা (Kiplin Doriga)। ১৫০ স্ট্রাইক রেটে তিনি ২৭ রান বানিয়েছিলেন। প্রথমে ব্যাটিং করে পাপুয়া নিউ গিনী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কেবলমাত্র ১৩৬ রান বানাতে সক্ষম হয়। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আন্দ্রে রাসেল (Andre Russell) ১৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন এবং সহ অধিনায়ক আলজারী জোসেফ (Alzarri Joseph) ৩৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। পাশপাশি, ১টি করে উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড, আকিয়াল হোসেন ও গুদাকেশ মতি।

Read More: T20 World Cup 2024: “বড় ম্যাচের প্লেয়ার…” বিশ্বকাপের আগেই ভোলবদল আম্বতি রায়ডুর, গাইলেন বিরাট কোহলির গুনগান !!

৬ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করলো উইন্ডিজ

WI vs PNG, T20 WORLD CUP 2024
WI vs PNG | Image: Getty Images

রান তাড়া করতে এসে উইন্ডিজ দলের ওপেনার জনসন চার্লস (Johnson Charles) গোল্ডেন ডাকের শিকার হন। দ্বিতীয় ওভার শেষ হতে না হতেই ম্যাচের ভিলেন হয়ে দাঁড়ায় বৃষ্টি, ক্যারিবিয়ানে বৃষ্টির গতি কমে যেতেই পুনরায় শুরু হয়ে যায় খেলা। ধীরগতির উইকেটে উইন্ডিজ ব্যাটসম্যানরা পাপুয়া নিউ গিনির মতন দলের বিরুদ্ধে সমস্যার মুখে পড়তে থাকেন। ওপেনার ব্র্যান্ডন কিং (Brandon King) ও নিকোলাস পুরান (Nicholas Pooran) বড় শট খেলতে হচ্ছিলেন বারবার ব্যার্থ।

দুজনের ভিতর ৪২ বলে ৫৩ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। আজকের ম্যাচে উইন্ডিজের হয়ে দ্রুত গতিতে ব্যাটিং করেন রোস্টন চেজ (Roston Chase), ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কার সহযোগে ৪২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি। তাছাড়া রোভম্যান পাওয়েল (১৫), রোমারিও শেফার্ড (২) ও আন্দ্রে রাসেল (১৫) রান বানান। ৬ বল বাঁকি থাকতেই প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিলো ওয়েস্ট ইন্ডিজ।

Read Also: T20 World Cup 2024: অধরাই থাকছে টি-২০ বিশ্বকাপ, টিম ইন্ডিয়ার পরিসংখ্যান ভয় ধরাচ্ছে সমর্থকদের মনে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *