০, ০, ০, ০...বেসামাল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুটিয়ে গেলো ৪৩ রানেই !! 1

WI vs PAK: পাকিস্তান ক্রিকেটের গ্রাফ যেন নেমেই চলেছে নীচের দিকে। ২০২৩-এর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে ফাইনাল হাতছাড়া হয়েছিলো বাবর আজমদের। বিদায় নিতে হয়েছিলো শেষ চার পর্ব থেকেই। ঐ বছর ওয়ান ডে বিশ্বকাপেও মুখ থুবড়ে পড়ে তারা। অবস্থার কোনো উন্নতি দেখা যায় নি ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিলো পাক দল। একই ছবি দেখা গিয়েছে চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আয়োজক দেশ হওয়া সত্ত্বেও কোনো ম্যাচ না জিতেই ছিটকে যেতে হয়েছে তাদের। কোচ, অধিনায়ক, নির্বাচক, এমনকি বোর্ডেরও খোলনলচে বদলেছে গত বারো মাসে। কিন্তু পাক ক্রিকেট যেন রয়ে গিয়েছে সেই তিমিরেই। তাদের হতশ্রী পারফর্ম্যান্সের রেকর্ড বইতে আরও একটি অধ্যায় যুক্ত হয়েছে গতকাল। ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (WI vs PAK) ওয়ান ডে সিরিজ হেরেছে তারা।

Read More: নিষিদ্ধ বেটিং অ্যাপ প্রচার করে ফাঁসলেন সুরেশ রায়না, ED দপ্তরে পড়লো ডাক !!

হুড়মুড়িয়ে ভাঙলো পাক ব্যাটিং-

Courtney Walsh | WI vs PAK | Image: Getty Images
Courtney Walsh | WI vs PAK | Image: Getty Images

প্রথম দুই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (WI vs PAK) সিরিজের ফলাফল ছিলো ১-১। গতকাল ছিলো নির্ণায়ক ম্যাচ। নূন্যতম প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারলো না মহম্মদ রিজওয়ানের দল। প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ২৯৪ রান তুলেছিলো উইন্ডিজ শিবির। অনবদ্য শতরান করেন শে হোপ (Shai Hope)। ১২০ করে অপরাজিত থাকেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান শিবির। জেডেন সিয়াল্‌স-এর অসামান্য বোলিং-এর কোনো জবাব ছিলো না তাদের কাছে। সাইম আইয়ুব, মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan), আবদুল্লাহ শফিক, বাবর আজম-সাফল্য পান নি কেউই। মাত্র ৯২ রানে গুটিয়ে যায় পাক শিবির। হারতে হয় ২০২ রানের ব্যবধানে। এগারো ব্যাটারের মধ্যে শূন্য রানে আউট হন পাঁচ জন। দশের গণ্ডী পেরোতে ব্যর্থ নয় জন। যা নিঃসন্দেহে যন্ত্রণা বাড়িয়েছে বাবর-রিজওয়ানদের।

তবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাকিস্তানের (WI vs PAK) আত্মসমর্পণের ঘটনা এই প্রথম নয়। আজ থেকে বছর ৩২ আগে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনেও দেখা গিয়েছিলো কার্যত একই দৃশ্য। প্যাট্রিক প্যাটারসন, কোর্টনি ওয়ালশ্‌, অ্যান্ডারসন কামিন্স ও ফিল সিমন্সের পেস চতুর্ভুজ গুঁড়িয়ে দিয়েছিলো তৎকালীন বিশ্বকাপজয়ীদের। দুই অঙ্কের রান করতে পেরেছিলেন একমাত্র জাহিদ ফজল (Zahid Fazal)। দ্বিতীয় সর্বোচ্চ রান ছিলো সাইদ আনোয়ারের। ৫ করে সাজঘরে ফেরেন তিনি। আকিব জাভেদ ৪, গুলাম আলি ২ ও সেলিম মালিক করেন ১ রান। গতকাল পাঁচ জন শূন্য করেছেন ত্রিনিদাদের মাঠে। কেপ টাউনে সেদিন খাতা খোলার আগে সাজঘরে ফিরেছলেন ছয়জন। অতিরিক্ত ১০ রান পেয়েছিলো পাকিস্তান। তারা থামে ৪৩-এ। ৩ উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছে গিয়েছিলো উইন্ডিজ। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কোর্টনি ওয়ালশ্‌।

দেখে নিন সেই ম্যাচের স্কোরকার্ড-

WI vs PAK | Image: Twitter
WI vs PAK | Image: Twitter

ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান-

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

পহলগামে জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পর তলানিতে ভারত-পাক সম্পর্ক। এমতাবস্থায় আদৌ এশিয়া কাপ আয়োজন করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। বাধা আসবে বিসিসিআই-এর তরফে, অনুমান করেছিলেন তাঁরা। কিন্তু ক্রিকেটদুনিয়াকে কার্যত অবাক করেই এশিয়া কাপ আয়োজনের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। পাকিস্তানের সাথে এক গ্রুপে থাকার বিষয়েও কোনো রকম আপত্তি তোলেন নি রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। ২৪ জুলাই যে সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, তা অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ের মাঠে বসতে চলেছে ক্রিকেটের ‘এল-ক্লাসিকো’র আসর। টুর্নামেন্টের যা ফর্ম্যাট তাতে গ্রুপ পর্ব ছাড়াও শেষ চারের ম্যাচ ও ফাইনাল মিলিয়ে মোট তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে দুই দেশের।

Also Read: প্রকাশ্যে KKR-এর সেরা একাদশ, ট্রফি জিতিয়েও শিকে ছিঁড়লো না শ্রেয়স আইয়ারের ভাগ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *