WI vs IND

WI vs IND: এবারের আইপিএলে মারকাটারি ব্যাটিং দিয়ে সবার নজর কেড়ে নেন যশস্বী জয়সওয়াল। রাজস্থান রয়্যালসের হয়ে বিপক্ষ বোলারদের ওপর ঝড় বইয়ে দেন তিনি। আইপিএলে তার পরফরমেন্স আলোচনার বিষয় হলেও, তার আগে তিনি সাড়া ফেলে দেন প্রথম শ্রেণির ক্রিকেটে। লাল বলের ক্রিকেটে তার শুরুটা হয়েছে অবিশ্বাস্য। এবার ভারতীয় দলের হয়ে টেস্ট দলে তার অভিষেক। টিম ইন্ডিয়ার টেস্ট দলে ওপেনিং করতে চলেছেন তিনি। সেই কারণে দলের অন্যতম সেরা তারকা শুভমান গিল নামবেন তিন নম্বরে।

Read More: Asia Cup 2023: প্রকাশ্যে আসলো এশিয়া কাপের সময় সূচি, এই মাঠে হবে ভারত-পাকিস্তান ম্যাচ !!

ক্যারিবিয়ান মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আর ডমিনিকা টেস্ট দিয়ে বুধবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মরশুম শুরু করছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। নজর দিলে দেখা যাবে, টেস্ট ক্রিকেটে ভারতের কিছুটা পরিবর্তনের শুরুও হচ্ছে এই সিরিজ দিয়ে। গুরুত্বপূর্ণ রদবদল হচ্ছে দলের টপ অর্ডারে। ভারতের ৩০৬তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ জয়সওয়ালের। ভারত ব্যাট করার সময় তিনি ইনিংস শুরু করবেন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে হয়েছেন সেরা

WI vs IND

জয়সওয়াল নিজের পারফরম্যান্স দিয়েই এই মুহূর্তে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেট নিজের জাত চিনিয়ে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এবারের আইপিএলে ৪৮.০৭ গড় ও ১৬৩.৬১ স্ট্রাইক রেটে ৬২৫ রান করে তাক লাগিয়ে দেন তিনি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন সাফল্য দেখিয়েছেন আগেই। ১৫ ম্যাচ খেলেই তার রান ১ হাজার ৮৪৫, ব্যাটিং গড় ৮০.২১। পঞ্চাশ করেছেন ১১ বার। এর ৯টিকেই তিনি পরিণত করেছেন শতরানে। সর্বোচ্চ ইনিংস ২৬৫ রানের।

ঘরোয়া সব টুর্নামেন্টেই রয়েছে শতরান!

WI vs IND
Yashasvi Jaiswal | Image: Getty Images

শুধু তাই নয়, নিজের প্রতিভা ও ক্ষমতার ঝলক তিনি দেখিয়েছেন ৫০ ওভারের ক্রিকেটেও। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩২ ম্যাচ খেলে ৫ সেঞ্চুরি ও ৭ হাফ-সেঞ্চুরি হয়ে গেছে তার। ব্যাটিং গড় ৫৩.৯৬। ডাবল সেঞ্চুরিও করেছেন এই ফর্ম্যাটে। ভালো করে নজর দিলে দেখা যাবে, দলীপ, রঞ্জি, বিজয় হাজারে, ইরানি ট্রফি, ঘরোয়া সব টুর্নামেন্টেই তার ব্যাট থেকে শতরান এসেছে। সব মিলিয়ে তার মাঝে ভবিষ্যতের মহাতারকা এক খেলোয়াড়কে দেখতে পাচ্ছে ভারতীয় দল।

Also Read: WI vs IND: টসের আগেই প্লেয়িং একাদশ ফাঁস করলেন অধিনায়ক রোহিত শর্মা, এই খেলোয়াড় করছে অভিষেক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *